Pakistani Actress Sarah Khan: পাকিস্তানের একজন বিখ্যাত টিভি অভিনেত্রী সারা খান। বেশ রূপসীও তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউডের অভিনেতা সইফ আলি খানের কন্যা সারা আলি খানের সঙ্গে সারা খানের তুলনা করছেন নেটিজেনরা। আসলে তাঁদের নামের মিলের জন্য এই তুলনা প্রসঙ্গ বার বার উঠে আসছে।
1/5পাকিস্তানের বিখ্যাত টিভি অভিনেত্রী সারা খানের নাম আজকাল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। নেটিজেনরা তাঁরা বলিউডের বিখ্যাত অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে তুলনা করছেন। সারা খানও সারা আলি খানের মতো খুব সুন্দরী। সারা পাকিস্তানি টিভির একটি সুপরিচিত নাম, তিনি খুব অল্প সময়ের মধ্যে তার দুর্দান্ত অভিনয় দিয়ে খ্যাতি লাভ করেছেন। কে এই সারা খান?
2/5সারা খান পাকিস্তানের একজন বিখ্যাত টিভি অভিনেত্রী সারা ফালাক নামেও পরিচিত। ২০১২ সালে হাম টিভি সিরিয়াল 'বাদি আপা'-এ একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপর বেশ কয়েকটি টেলি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সারাহ হাম টিভির 'সাবত'-এর মিরাল নামক চরিত্রে অভিনয় করে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন।
3/5২০১৫ সালে আসার টিভি শো 'আলবিদা'-এর হাত ধরে দর্শকমহলে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন সারা। এই শোয়ে ফারিসার ভূমিকায় তাঁর অভিনয় কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এরপর 'মহব্বত আগ সি' ছবিতে সাবার চরিত্রে দেখা যায় তাঁকে। এই শোয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে হাম পুরস্কার জিতেছেন সারা।
4/5'তুমহারে হ্যায়', 'ব্ল্যাক ম্যাজিক, বেলাপুর কি দায়ান'-এর মতো রোম্যান্টিক ধারাবাহিকে অভিনয় করেছেন সারা খান। এই সমস্ত ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় পাকিস্তানে খুব বিখ্যাত করে তোলে অভিনেত্রীকে। রহস্যে মোড়া ড্রামা খিরকিয়ান (২০১৮), রাক্স-ই-বিসমিল (২০২০) এবং লাপাতা (২০২১)-তে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন।
5/5১৯৯২ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম সারা খানের। অভিনেত্রীর বাবা পাকিস্তানি এবং তাঁর মা সৌদি আরবের মদিনার একজন লেবানিজ। সারার দুই বোন নূর জাফর খান এবং আয়েশা খান, যার মধ্যে নূরও একজন অভিনেত্রী। ২০২০ সালের জুলাই মাসে পাকিস্তানি গায়ক এবং গীতিকার ফালাক শাব্বিরকে বিয়ে করেন সারা। ২০২১ সালের ৪ অক্টোবর তাঁদের মেয়ের জন্ম হয়।