সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে জোনাস ব্রাদার্সের কনসার্টে অংশ নিয়েছিলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায়শই স্বামী নিক জোনাসের লাইভ কনসার্ট দেখতে স্টেডিয়ামে দেখা মেলে দেশি গার্লের। নিককে উৎসাহ যোগাতে লাইভ কনসার্ট দেখতে হাজির হন প্রিয়াঙ্কা। কখনও কখনও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়েও কনসার্ট দেখতে যান অভিনেত্রী।
ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সপ্তাহান্তে অবিশ্বাস্য’। নিক ডজার স্টেডিয়ামে প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে লিখেছেন, ‘আমার ভাইদের সঙ্গে খেলা দেখা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার প্রথম ডেট এবং এখন ডজার স্টেডিয়ামে শো করছি … পূর্ণ বৃত্ত মুহূর্ত’। স্টেডিয়ামে কনসার্ট দেখতে গিয়ে কালো কাট-আউট পোশাকে ধরা দেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার পরনে পোশাকের দাম কত?
জোনাস ব্রাদার্সের কনসার্টে যোগ দেওয়ার জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। কালো কাট-আউট পোশাকে আগুন ঝরানো লুকে এ দিন দেখা যায় দেশি গার্লকে। ডিজাইনার লেবেল ক্রিস্টোফার এসবারের লেবেলের এই এনসেম্বলটি। এটিকে পিয়ার্সড অরবিট কলাম ড্রেস বলা হয়। ভারতীয় মুদ্রায় এই পোশাকের দাম ৫৩ হাজার ৯২২ টাকা (USD ৬৫০)।

পিয়ার্সড অরবিট কলাম ড্রেস
প্রিয়াঙ্কা চোপড়ার ক্রিস্টোফার এসবার ড্রেস
শরীরের চাপা প্রিয়াঙ্কার কালো পোশাক। চওড়া নেকলাইন, সরু ফিতের এই কাট-আউট পোশাক পরে অভিনেত্রীকে বেশ বোল্ড দেখাচ্ছিল।
প্রসঙ্গত, বিয়ের পর বলিউডের প্রিয়াঙ্কা পাড়ি জমিয়েছেন বিদেশে। লস অ্যাঞ্জেলস আপাতত স্থায়ী ঠিকানা প্রিয়াঙ্কা চোপড়ার। গায়ক নিক জোনাসকে বিয়ে করার পাশাপাশি হলিউডেও নিজের কেরিয়ারে যথেষ্ট উজ্জ্বল প্রিয়াঙ্কা। অভিনয় করছেন হলিউডে একের পর এক ছবি, সিরিজে।