প্রায়শই মেয়ে মালতীর আদুরে ছবি শেয়ার করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মালতীর দুষ্টু-মিষ্টি ছবি দেখতে ভালোবাসেন নেটিজেনরাও। হোলি উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া যখন ভারতে আসেন, তখন মেয়ের অনেক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছিলেন দেশি গার্ল। এবার মেয়ের আরেকটি নতুন ছবি শেয়ার করেছেন তিনি।
মালতীর ছবি
আইসক্রিমের স্বাদ উপভোগ করছেন মালতী। চোখে সাদা ফ্রেমের চশমা পরে সে। মালতী অন্য হাতে একটা চামচ রয়েছে। দেখে মনে হচ্ছে, চকোলেট আইসক্রিম খেতে পছন্দ করে প্রিয়াঙ্কার মেয়ে। মালতীকে চেটেপুটে আইসক্রিম উপভোগ করেতে দেখা যাচ্ছে। খুদের ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ৮২-তে পা রাখলেন জিতেন্দ্র, দুই নাতি, তুষার-একতার সঙ্গে পালন করলেন জন্মদিন, কাটলেন কেক
আরও পড়ুন: কেন পর্দা থেকে সরে অন্তরালে চলে যান সুচিত্রা সেন! আসল সত্যিটা কী, একবার জানিয়েছিলেন মুনমুন

প্রিয়াঙ্কার আগামী কাজ
প্রিয়াঙ্কা চোপড়ার হাতে রয়েছে অনেক ছবি। হোলির ছুটির পর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। গত মাসেই তিনি তার নতুন হলিউড ছবির ঘোষণা দিয়েছিলেন। এই ছবির নাম 'দ্য ব্লাফ'। এতে হলিউড অভিনেতা কার্ল আরবানের সঙ্গে কাজ করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এক নারী জলদস্যুর গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। এই ছবিতে জলদস্যু চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এটি প্রযোজনা করবেন অ্যান্টনি রুশো, অ্যাঞ্জেলা রুশো, জো রুশো এবং মাইকেল ডিস্কো।
আরও পড়ুন: ‘আগামী দশ বছরে ১০০টি আদিবাসী স্কুল..’, দাদাগিরির মঞ্চে মধুরিমার এই গল্প শুনলে গায়ে কাঁটা দেবে
২০২১ সালে ফারহান আখতার তিন কন্যেকে নিয়ে রোড ট্রিপের ছবি ‘জি লে জারা’ ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল লিড রোলে অভিনয় করবেন আলিয়া-ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কা। পাশাপাশি এই ছবি দিয়েই বলিউডে কামব্যাক করার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু মাঝে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে এসেছে কন্য সন্তান আসার পর, তাকে দেখাশোনা করার জন্য 'জি লে জারা' ছবি থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী। জানা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া ছবি থেকে সরে যাওয়ার পর তাঁর জায়গায় অন্য অভিনেত্রীর খোঁজও করেছিলেন ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিধওয়ানি।
২০২৩ সালে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবি পিছানোর কারণ প্রসঙ্গে ফারহান জানান, ‘আমাদের তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। বিশেষ করে হলিউডের ধর্মঘট যা ঘটল তা প্রিয়াঙ্কার তারিখগুলিকে সব ঘেঁটে দিয়েছে। এবং সব মিলিয়ে একটা গোলমালের মধ্যে ফেলেছে। আমি বিশ্বাস করতে শুরু করেছি, ছবির নিজস্ব একটা ভাগ্য আছে। তাই যখন হবে, তখন দেখা যাবে।’ যদিও হিন্দুস্তান টাইমসের সূত্রের খবর, প্রিয়াঙ্কার নাকি এই ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি। সৃজনশীল মতভেদের কারণেই সরে দাঁড়িয়েছেন পিগি চপস।