বাংলা নিউজ > বায়োস্কোপ > রুকমাকে আদরের চুমু, জন্মদিনে রাহুল কী সারপ্রাইজ পেলেন ‘বিশেষ বন্ধু’-র থেকে?

রুকমাকে আদরের চুমু, জন্মদিনে রাহুল কী সারপ্রাইজ পেলেন ‘বিশেষ বন্ধু’-র থেকে?

জন্মদিনে রাহুলের সঙ্গে রুকমা। 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের পরিকল্পনা করেছিলেন রুকমা নিজেই। সঙ্গ দিয়েছিল গোটা লালকুঠি টিম। ছবি শেয়ার করে নিলেন রাহুল নিজেই সোশ্যাল মিডিয়ায়। 

১৬ অক্টোবর ৩৯ বছরে পা দিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এখন যদিও তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত বিক্রম দস্তিদার নামে। স্টার জলসার লালকুঠিতে জমিয়ে কাজ করছেন তিনি, সঙ্গে ‘দেশের মাটি’ কো-স্টার রুকমা রায়। দুজনের জুটি এমনিতেই পছন্দ করে দর্শকরা। জন্মদিনে এই ছবিগুলি দেখলে তো মাতামাতি আরও কিছুটা বেড়ে যাবে!

রাহুলের জন্মদিনের সারপ্রাইজটা আয়োজন করেছিলেন রুকমাই, সঙ্গে অবশ্যই ‘লালকুঠি’ টিম। প্রথমে রাহুলকে নাকি বলা হয়েছিল ‘বিজয়া সম্মিলনী’। সবটা আঁচ করতে পারলেও সারপ্রাইজ নষ্ট করেননি। দক্ষিণ কলকাতার এক রেস্তঁরায় জমিয়ে খাওয়াদাওয়া হয়। মেনুতে ছিল মূলত সাউথ ইন্ডিয়ান খাবার। দু' দুটো কেক কাটেন। জন্মদিনের আগের রাতের উদযাপন নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন রাহুল।

রাহুলের কথা উঠতেই রুকমা এক বাংলা সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমার আর রাহুলদার একটা নির্ভেজাল বন্ধুত্ব আছে। সেই বন্ধুত্ব থেকেই অনেক শুভ কামনা রাহুলদার জন্য।’ উপহার হিসেবে বই দিয়েছেন, কারণ রাহুল বই পড়তে খুব ভালোবাসে। তবে বই বা লেখকের নাম জানাননি অভিনেত্রী। তাঁর কথায়, ‘সব বলে দেব! কিছুটা ব্যক্তিগত থাক।’

সেই জি বাংলায় ‘দেশের মাটি’-তে অভিনয়ের সময় থেকেই রাহুল আর রুকমাকে নিয়ে শুরু হয় মাতামাতির। সেই সময় তাঁদের নামে নামে খোলা হয়েছিল ‘রাম্পি’ নামের একাধিক ফ্যান ক্লাব। যাঁরা সেই ধারাবাহিক শেষ হওয়ার পর চোখের জলও ফেলেছিলেন। মাস ছয়ের মধ্যেই হাজির হন এই জুটি নতুন ধারাবাহিক ‘লালকুঠি’ নিয়ে। রহস্যের মোড়কে বানানো এই মেগা এখনও সেভাবে দর্শক মনে আলতে পারনি। সেই সময় রাজা আর মাম্পির যে ম্যাজিক ছিল সেটাও তৈরি হয়নি এখনও। আপাতত খবর বলছে খুব সম্ভবত পুজোর পরই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে।

বায়োস্কোপ খবর

Latest News

'৩৬ বছরের বড় ভাইজানের সঙ্গে...' দাবাং ৩ প্রসঙ্গে কী জানালেন সাই মঞ্জেরেকর কথা-গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে TRP তালিকায় টপার হল কে? সেরা ৫-এই বা জায়গা পেল ১২৪ মিটারের দৈত্যাকার ছক্কা প্যারিসের, রাসেলের তাণ্ডবে দাপুটে জয় নাইট রাইডার্সের স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান তুলে দেওয়ার 'ছক'? চরমে জল্পনা মৌসুনি দ্বীপে রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফাটল একের পর এক গ্যাস সিলিন্ডার আরজি কর কাণ্ডে আরও অস্বস্তিতে শাসকদল, তৃণমূল বিধায়ককে তলব কেন্দ্রীয় সংস্থার পয়েন্ট নষ্টের খেসারত! ACL2-তে কত নম্বরে থাকল মোহনবাগান? রইল পুরো পয়েন্ট তালিকা পিতৃপক্ষে পিতৃ পুরুষদের শ্রাদ্ধ কোন সময়ে করা উচিত? জেনে নিন শ্রাদ্ধের সময় বিধি ৫ ওভারেই শিকার রোহিত-গিল-কোহলি, কে এই হাসান মাদমুদ?চিনুন বাংলাদেশের তরুণ পেসারকে আদেশের মৃত্যুর পর পাল্টে গেছেন শাহরুখ! কিংয়ের নামে বিস্ফোরক অভিযোগ বিজয়েতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.