মুক্তির পর থেকেই বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। এই ছবি একদিকে যেমন নারী-বিদ্বেষী তকমা পেয়েছে, তেমনই লাগামছাড়া হিংসা তুলে ধরার জন্যও কটাক্ষের মুখোমুখি হয়েছে। কিন্তু সব কটাক্ষ, বিদ্রুপকে ছাপিয়ে বক্স অফিসে ৯০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি।
‘অ্যানিম্যাল’ ছবির সবচেয়ে বিতর্কিত দৃশ্য নিঃসন্দেহে তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের সেক্স সিন। বিছানায় নায়িকার সঙ্গে রণবীরের মাখামাখি দেখে চোখ কপালে উঠেছে সকলের। ‘নগ্ন’ হয়ে ওই দৃশ্যের শ্যুটিং করেন নায়ক-নায়িকা। তৃপ্তির সঙ্গে রণবীরকে এক বিছানায় দেখে কী প্রতিক্রিয়া আলিয়ার? অবাক করা জবাব দিলেন রণবীর।
অভিনেতা জানিয়েছেন, বউয়ের অনুমতি নিয়েই তিনি এই দৃশ্যে অভিনয় করেছেন। এখানেই শেষ নয়, আলিয়া তাঁকে সাহস জুগিয়েছেন এমনকী টিপস দিয়েছেন। রণবীর বলেন, ‘আলিয়া সব জানেন। এমনকী, এই দৃশ্যে অভিনয় করার আগে আলিয়া আমাকে অনেক টিপস দিয়েছিলেন’। দুজনের মধ্যে কোনওকিছুই গোপন থাকে না, বলেন রণবীর। তাঁর কথায়, ‘আমার আর আলিয়ার মধ্যে কোনও কিছুই গোপন নেই। আমরা সব বিষয়ে কথা বলি। আলিয়াকে আমি জানিয়ে ছিলাম, অ্যানিম্যাল-এর যৌনদৃশ্য নিয়ে আমি খুব টেনশনে রয়েছি। আলিয়াই আমাকে সাহস জুগিয়েছিল।’
রণবীরের সঙ্গে যিনি সেই দৃশ্যে ছিলেন, সেই তৃপ্তি আগেই নিজের পক্ষ রেখেছেন। তাঁর কথায়, ‘ওই দৃশ্যটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শুরুতে আমি একটু ডিসটার্ব হয়েছিলাম। আমাকে এর আগে কখনও কটাক্ষের মুখে পড়তে হয়নি। ধাক্কা লেগেছিল, তবে বসে ভাবলাম আমি তো ভুল কিছু করিনি। আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি এই পেশায় এসেছি কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি সেটা আমার ক্ষতগুলোয় মলম লাগায়। চ্যালেঞ্জের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই’।
শয্যাদৃশ্য নিয়ে তৃপ্তি বলেন, পরিচালক এবং রণবীর সবরকমভাবে তাঁকে সাহায্য করেছেন। চরম ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিংয়ের সময় সেটে পরিচালক, রণবীর ছাড়া একমাত্র চিত্রগ্রাহক উপস্থিত ছিলেন। এর মধ্যেই বার বার তৃপ্তিকে একই কথা জিজ্ঞেস করে চলেছিলেন রণবীর- ‘তুমি ঠিক আছো তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি কমফর্টবেল তো?’ তৃপ্তি বলেন, ‘যখন আশেপাশের মানুষরা তোমাকে এতটা সাপোর্ট করে তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না’।