বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: নায়িকার সঙ্গে পর্দায় যৌনতা! অ্যানিম্যালের নগ্ন দৃশ্যের জন্য রণবীরকে সাহস জোগান আলিয়া

Ranbir Kapoor: নায়িকার সঙ্গে পর্দায় যৌনতা! অ্যানিম্যালের নগ্ন দৃশ্যের জন্য রণবীরকে সাহস জোগান আলিয়া

মুখ খুললেন রণবীর 

Ranbir Kapoor: বিছানায় তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ রণবীর! অ্যানিম্যালের এই দৃশ্য শ্যুটিংয়ের আগে বউয়ের অনুমতি নেন রণবীর?

মুক্তির পর থেকেই বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। এই ছবি একদিকে যেমন নারী-বিদ্বেষী তকমা পেয়েছে, তেমনই লাগামছাড়া হিংসা তুলে ধরার জন্যও কটাক্ষের মুখোমুখি হয়েছে। কিন্তু সব কটাক্ষ, বিদ্রুপকে ছাপিয়ে বক্স অফিসে ৯০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি। 

‘অ্যানিম্যাল’ ছবির সবচেয়ে বিতর্কিত দৃশ্য নিঃসন্দেহে তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের সেক্স সিন। বিছানায় নায়িকার সঙ্গে রণবীরের মাখামাখি দেখে চোখ কপালে উঠেছে সকলের। ‘নগ্ন’ হয়ে ওই দৃশ্যের শ্যুটিং করেন নায়ক-নায়িকা। তৃপ্তির সঙ্গে রণবীরকে এক বিছানায় দেখে কী প্রতিক্রিয়া আলিয়ার? অবাক করা জবাব দিলেন রণবীর। 

অভিনেতা জানিয়েছেন, বউয়ের অনুমতি নিয়েই তিনি এই দৃশ্যে অভিনয় করেছেন। এখানেই শেষ নয়, আলিয়া তাঁকে সাহস জুগিয়েছেন এমনকী টিপস দিয়েছেন। রণবীর বলেন, ‘আলিয়া সব জানেন। এমনকী, এই দৃশ্যে অভিনয় করার আগে আলিয়া আমাকে অনেক টিপস দিয়েছিলেন’। দুজনের মধ্যে কোনওকিছুই গোপন থাকে না, বলেন রণবীর। তাঁর কথায়, ‘আমার আর আলিয়ার মধ্যে কোনও কিছুই গোপন নেই। আমরা সব বিষয়ে কথা বলি। আলিয়াকে আমি জানিয়ে ছিলাম, অ্যানিম্যাল-এর যৌনদৃশ্য নিয়ে আমি খুব টেনশনে রয়েছি। আলিয়াই আমাকে সাহস জুগিয়েছিল।’

রণবীরের সঙ্গে যিনি সেই দৃশ্যে ছিলেন, সেই তৃপ্তি আগেই নিজের পক্ষ রেখেছেন। তাঁর কথায়, ‘ওই দৃশ্যটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শুরুতে আমি একটু ডিসটার্ব হয়েছিলাম। আমাকে এর আগে কখনও কটাক্ষের মুখে পড়তে হয়নি। ধাক্কা লেগেছিল, তবে বসে ভাবলাম আমি তো ভুল কিছু করিনি। আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি এই পেশায় এসেছি কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি সেটা আমার ক্ষতগুলোয় মলম লাগায়। চ্যালেঞ্জের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই’।

শয্যাদৃশ্য নিয়ে তৃপ্তি বলেন, পরিচালক এবং রণবীর সবরকমভাবে তাঁকে সাহায্য করেছেন। চরম ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিংয়ের সময় সেটে পরিচালক, রণবীর ছাড়া একমাত্র চিত্রগ্রাহক উপস্থিত ছিলেন। এর মধ্যেই বার বার তৃপ্তিকে একই কথা জিজ্ঞেস করে চলেছিলেন রণবীর- ‘তুমি ঠিক আছো তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি কমফর্টবেল তো?’ তৃপ্তি বলেন, ‘যখন আশেপাশের মানুষরা তোমাকে এতটা সাপোর্ট করে তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না’।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'মনে মনে কাউকে ভালোবাসো? …', বাবার সামনে অমিতাভের প্রশ্নে অপ্রস্তুত আমির পুত্র এখন কেন্দ্রের কাছে ৩৭০ ধারা ফেরানোর দাবি করা বোকামো: ওমর আবদুল্লা 'ভিতরের বাঙালি মেয়েটা…' প্রথমবার টাইমস স্কোয়ারে পুজো! কী বললেন আমেরিকার বাঙালি আন্দোলনকারীদের দাবি বৈধ, আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রী ও CSকে চিঠি নাগরিক সমাজের কাশ্মীরে সংবিধানের জয়, তবে হরিয়ানায় জেতা ম্যাচে হারতেই অজুহাত খোঁজা শুরু রাহুলের ১৩ হাজার কোটির বাড়তি বোঝা কাঁধে নিয়ে ৩% ডিএ বাড়াতে পারে সরকার: রিপোর্ট প্রতি মাসে ৬০ কোটি! বিগ বস ১৮ এর সঞ্চালনা করতে সলমনের পারিশ্রমিক শুনে হতবাক সবাই রোগা হওয়ার জন্য রোজ খালি পেটে জিরের জল খান? জানেন শরীরে এর কী প্রভাব পড়ছে? ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী? কবে কী প্ল্যান করলেন? বাবা কানাডায় ট্রাকচালক, অজিদের বিরুদ্ধে শতরান সেই ভারতীয়ের, বুমরাহের মতো হবেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.