ক্যামেরার সামনে নয়, পিছনেই কাজ করতে স্বচ্ছন্দ শাহরুখ-পুত্র। তাই বাবার মতো নায়ক নয়, পরিচালক হওয়ার স্বপ্ন আরিয়ান খানের। সেইমতো শিগগিরই নিজের ডেবিউ শো ‘স্টারডম’ নিয়ে হাজির হবেন এই স্টারকিড। আর আরিয়ান খানের ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন রণবীর কাপুর। শাহরুখ পুত্রর এই সিরিজে ক্যামিও চরিত্রে থাকবেন ঋষি কাপুর পুত্র। কাকতালীয়ভাবে ‘দিওয়ানা’ ছবির সঙ্গে রুপোলি দুনিয়ার সফর শুরু করেছিলেন শাহরুখ, সেই ছবির নায়ক ছিলেন ঋষি কাপুর। তিন দশকের ব্যবধানে শাহরুখ পুত্রর প্রথম প্রোজেক্টের অংশ হচ্ছেন রণবীর।
ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং, শুধু তাই নয় শ্যুটের প্রথম দিন ছেলেকে উৎসাহ দিতে সেটে হাজির ছিলেন খোদ কিং খান। প্রসঙ্গত, আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই সিরিজের কাহানিও লিখেছেন আরিয়ান, দীর্ঘদিন ধরে এই প্রোজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন শাহরুখ-গৌরীর ছেলে।
সম্প্রতি আরিয়ানের শো-এর সেটে হাজির হয়েছিলেন রণবীর। শুধু ক্যামিও চরিত্রের শ্য়ুটিং সারাই নয়, সিরিজ নিয়ে নাকি দীর্ঘক্ষণ কথা হয় রণবীর-আরিয়ানের। নবাগত আরিয়ানকে ফিল্ম মেকিং নিয়ে গুরুত্বপূর্ণ টিপসও দিয়েছেন সিনিয়র রণবীর। এই ওটিটি সিরিজে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র।
শুধু রণবীর কাপুরই নন, ‘স্টারডম’-এ অতিথি শিল্পী হিসাবে দেখা মিলবে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরেরও। গত বছর ডিসেম্বরেই এই প্রোজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট। সিরিজের চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে আরিয়ান লিখেছিলেন, ‘লেখার পর্ব শেষ…. অ্যাকশন বলবার জন্য আর অপেক্ষা করতে পারছি না’। নিজের প্রোজেক্ট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু খোলসা করেননি আরিয়ান।
মাদক-বিতর্ক এখন আরিয়ানের জীবনে অতীত! আপতত পুরোপুরিভাবে নিজের কেরিয়ারে মন দিয়েছেন এই তারকা-পুত্র। বোন সুহানাও তৈরি বলিউড ডেবিউয়ের জন্য। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে কেরিয়ার শুরু করছেন সুহানা। মোটামুটি একই সময়ে বলিউডে পা রাখছেন শাহরুখ-গৌরীর দুই সন্তান, ছেলে লেখক-পরিচালক হিসাবে আর মেয়ে অভিনেত্রী হিসাবে।
পরিচালক হিসাবে কেরিয়ার শুরুর আগেই উদ্যোক্তা হিসাবে পথচলা শুরু করেছেন আরিয়ান। গত বছর মদের ব্যবসায় হাত পাকিয়েছিলেন আরিয়ান, এবছর লাক্সারি ক্লোদিং ব্র্যান্ড শুরু করেছেন। এপ্রিল মাসেই D'Yavol নামক ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড লঞ্চ করেছেন শাহরুখ-পুত্র। যার প্রথম বিজ্ঞাপনে ক্যামেরার সামনে একসঙ্গে দেখা মিলেছে পিতা-পুত্রের।