রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিতে বরফের মধ্যে শিফন শাড়ি পরে নেচেছিলেন আলিয়া ভাট। সেই প্রসঙ্গ টেনে সম্প্রতি করণ জোহর অভিনেত্রীর কতটা কষ্ট হয়েছিল সেটা বলেছেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। তিনি গালাট্টা প্লাস মেগা প্যান ইন্ডিয়া রাউন্ডটেবিল ২০২৩ এ এসে রানি মুখোপাধ্যায় জানালেন এমন ভাবে বরফে নাচার অভিজ্ঞতার কথা। অভিনেত্রী জানান কভি আলভিদা না কেহনা ছবির তুমহি দেখো না গানটি মাইনাস ১৪ ডিগ্রিতে শিফন শাড়ি পরে শুট করেছিলেন। অভিনেত্রী জানান রীতিমত জমে গিয়েছিলেন সেই সময়।
করণ যখন জানান আলিয়া তুম কেয়া মিলে গানে শিফন পরে কষ্ট করে নেচেছেন, তখন রানি জানান তাঁদের সময় কেউ জিজ্ঞেস পর্যন্ত করতেন না যে তাঁর ঠান্ডা লাগছে কিনা। রানি জানান, 'আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম ওই গানটিতে। আর আমি পুরো ঠান্ডায় জমে গিয়েছিলাম। হাঁটতে পর্যন্ত পারছিলাম না। আমার এক ভাই আমাকে আমাকে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। গানটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনার ঠোঁট পুরো জমে গেছে।'
আরও পড়ুন: আরিয়ানের 'স্টারডম'-এর গল্পের সঙ্গে শাহরুখের জীবনের হুবহু মিল! কী বলছে রিপোর্ট?
আরও পড়ুন: 'আমার আহত হওয়ায় যাঁরা খুশি...' চোট পাওয়ার পরই ইঙ্গিতবহ পোস্ট অঙ্কুশের, নিশানায় কে?
এরপর করণ জোহর বলেন, 'আমি তখন মাইনাস ১৪ ডিগ্রিতে বলেছিলাম আমার বৃষ্টি চাই। রেন মেশিন আনা হয়। কিন্তু ওদের কাছে বৃষ্টির জল পৌঁছানোর আগে সব বরফে পরিণত হয়ে যাচ্ছিল। আমি তো বলেছিলাম ওদের তোমরা মেরে ফেলবে।'
প্রসঙ্গত রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিটি ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং ছাড়াও আছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন করণ জোহর।