বলিউডের অন্যতম আইকনিক নেতিবাচক অভিনেতা থুড়ি নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য খ্যাত অভিনেতা ছিলেন রঞ্জিত। বলা যায় তিনি বম্বের অন্যতম ব্যাড বয়। তিনি এত ছবিতে এত নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন যে অনেকেই তাঁকে সামনে দেখে ভাবেন যে তিনি বাস্তবেও তেমনই। সম্প্রতি এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি সেই প্রসঙ্গেই কথা বলেছেন। প্রেম প্রতিজ্ঞা ছবিতে তাঁর এবং মাধুরী দীক্ষিতের বিশেষ দৃশ্য নিয়ে কথা বলেন যেখানে তাঁকে অভিনেত্রীর শ্লীলতাহানি করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: অবশেষে! ৬ বছর চুটিয়ে প্রেমের পর বিয়ের পিঁড়িতে রূপাঞ্জনা - রাতুল, কবে গাঁটছড়া বাঁধছেন?
মাধুরী দীক্ষিত সম্পর্কে কী জানালেন রঞ্জিত?
প্রেম প্রতিজ্ঞা ছবির একটি দৃশ্য ছিল যেখানে বর্ষীয়ান অভিনেতার মাধুরী দীক্ষিতের শ্লীলতাহানি করার কথা ছিল। কিন্তু সেই সিন করার আগেই নাকি মাধুরী হাউহাউ করে কাঁদতে শুরু করে দেন। এই কাজের স্মৃতি হাতড়ে তিনি বলেন, 'ও কাঁদতে শুরু করে আর সিনটা করতে রাজি হয় না কিছুতেই। বারবার না করে দেয়। আমি বিষয়টা একদমই জানতাম না। তারপর একজন আর্ট ডিরেক্টর আমায় সেটা জানান। ও যেহেতু কাঁদছিল তাই আমি অন্য একটা শ্যুটে চলে গিয়েছিলাম। এবং ওদের বলি ওকে কল করার জন্য। কিন্তু কেউই আমায় জানায়নি যে মাধুরী রাজি হয়নি। সব শেষে অবশ্য ও রাজি হয়েছিল। বীরু দেবগন তখন ফাইট মাস্টার ছিল। উনি বলেছিলেন মাঝে ক্যামেরা কাট হবে না। তাই যেন এক টানা হয়ে যায় শ্যুটটা। শ্লীলতাহানি করাটা আমার কাজের অংশ। ভিলেন মানেই সে খারাপ নয়। আমার সব হিরোইনরাই আমার ভক্ত ছিল। আমি কারও উপর জোর করিনি।'
আরও পড়ুন: 'তুই কি ডাকাত?' স্বস্তিকার আকাশছোঁয়া ফিজ নিয়ে ঘোরতর আপত্তি ছিল সন্তুর! ধমক দিয়ে বলেছিলেন কী কী?
একই সঙ্গে তিনি জানান, 'আমি সেটে খুব মজা করতাম। আমি অনেক সময়ই মজা করে আমার সহ অভিনেতাদের বলতাম ডার্লিং মুখটা একটু ওদিকে করো তো আমি চেঞ্জ করে নিই।'