অভিনেতা তথা রাজনীতিবিদ রবি কিশান জানালেন তাঁকেও একবার কাস্টিং কাউচের মুখোমুখি পড়তে হয়েছিল। কাজের জন্য তাঁর সামনে রাখা হয়েছিল কুপ্রস্তাবের হাতছানি। এক প্রভাবশালী মহিলা তাঁকে সেই ফাঁদে ফেলার চেষ্টা করেছিলেন বলেও জানান অভিনেতা। সেই মহিলার নাম না নিলেও তিনি বলেন সেই মহিলা এখন ভীষণই প্রভাবশালী হয়ে গিয়েছেন, একই সঙ্গে তিনি নাকি রবি কিষণকে রাতে কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। দিয়েছিলেন কুপ্রস্তাবের ইঙ্গিত।
একটি চ্যাট শোতে রবি কিশানকে যখন কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি এই কথা জানিয়েছেন বলেই সূত্রের রিপোর্ট। অভিনেতার কথা অনুযায়ী, 'হ্যাঁ, এটা হয়, আর ইন্ডাস্ট্রির মধ্যে এটা মাঝ সাঝে হয়। কিন্তু আমি সেই ফাঁদ থেকে বেরোতে পেরেছিলাম। আমার বাবা আমায় শিখিয়েছিলেন আমার কাজ অত্যন্ত সততার সঙ্গে করা উচিত। আমি কখনও তাই শর্টকাট নিতে চাইনি। আমি জানতাম আমি ট্যালেন্টেড।'
তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'আমি তাঁর নাম নিতে পারব না। তিনি এখন অনেক নামী ব্যক্তি হয়ে গিয়েছেন। তাঁর এখন অনেক প্রভাব। উনি আমায় বলেছিলেন রাতে কফি খেতে এসো। আমি ভাবলাম মানুষ সকালে যার আমন্ত্রণ জানায় উনি সেটার আমন্ত্রণ রাতে কেন দিলেন? তখনই আমি ওঁর ইঙ্গিত বুঝি এবং তখনই না করে দিই।'
রবি কিশান ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন বড় স্টার। তিনি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ইত্যাদি ছবিতেও কাজ করেছেন। তাঁকে খাকি: দ্য বিহারী চ্যাপ্টার ওয়েব সিরিজে দেখা গিয়েছে। এছাড়া তিনি একটি রিয়েলিটি শো হোস্ট করেছিলেন।