বাংলা নিউজ > বায়োস্কোপ > Rituparna Sengupta and Ritwick Chakraborty: ‘রাজনীতি’তে জড়িয়ে পড়ছেন ঋতুপর্ণা! এতে নাকি আবার হাত আছে ঋত্বিকের

Rituparna Sengupta and Ritwick Chakraborty: ‘রাজনীতি’তে জড়িয়ে পড়ছেন ঋতুপর্ণা! এতে নাকি আবার হাত আছে ঋত্বিকের

ঋতুপর্ণা এবং ঋত্বিক

Neeharika, New Bengali Film: এবার নাকি ‘রাজনীতি’তে জড়িতে পড়তে চলেছেন ঋতুপর্ণা। ঘটনাটি ঠিক কী ঘটতে চলেছে?

এবার নাকি ‘রাজনীতি’তে জড়িয়ে পড়তে পারেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের অন্যতম সেরা নায়িকার সম্পর্কে এমন কথা হালে শোনা যায়নি। কিন্তু এবার সেটাই নাকি সত্যি হবে। আর এর পিছনে ভূমিকা আছে ইন্দ্রাশিস আচার্যর। তিনিই নাকি অনেক দিন ধরে পরিকল্পনা করে ঋতুপর্ণা নিয়ে আসছেন ‘রাজনীতি’তে। সেখানে তাঁর সঙ্গে সংঘাত হতে পারে ঋত্বিক চক্রবর্তীর। এই খবর নিয়ে তোলপাড় গোটা টলিপাড়া। বিষয়টি ঠিক কী?

(আরও পড়ুন: ৫১-তেও ভরা যৌবন, রঙিন বিকিনিতে চোখ টানলেন ঋতুপর্ণা! জুটল ‘হট-সেক্সি’ তকমা)

সত্যিই কি ঋতুপর্ণা জড়িয়ে পড়ছেন রাজনীতির সঙ্গে? ভোটে দাঁড়াবেন নাকি? না, বিষয়টি আদপেও সেরকম নয়। ইন্দ্রাশিস আচার্য নিয়ে আসছেন একটি রাজনৈতিক থ্রিলার সিনেমা। তার নাম ঠিক হয়েছে ‘ধুলোবালি’। এই প্রথম কোনও রাজনৈতিক থ্রিলার তৈরি করতে চলেছেন তিনি। আর সেটিতেই প্রধান চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। সংবাদমাধ্যমসূত্রে এমনই জানা গিয়েছে। 

(আরও পড়ুন: ‘৫২ বছরেও নায়িকা….’, বয়স নিয়ে প্রশ্ন শুনে রাগলেন ঋতুপর্ণা!পালটা হুমকি টলি কুইনের)

সিনেমার গল্পটি কী রকম? যত দূর জানা গিয়েছে, এক প্রত্যন্ত গ্রামে খবরের সন্ধানে গিয়ে হারিয়ে গিয়েছে এক সাংবাদিক। তার সন্ধানে সেই গ্রামে পৌঁছোয় ঋতুপর্ণা অভিনীত চরিত্র। আর তার সঙ্গে যায় ওই সাংবাদিকের এক সহকর্মী। সেই চরিত্রে অভিনয় করছেন শ্রেয়া সিংহ। এবার সেই গ্রামেই নানা রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ে এই চরিত্র দু’টি। তারই সঙ্গে চলে সন্ধান। 

(আরও পড়ুন: 'বয়স মাথায় রেখে কি সবসময় চরিত্রায়ন করা যায়?' ‘দত্তা’র বেশে ঋতুপর্ণা! কটাক্ষের মোক্ষম জবাব অভিনেত্রীর)

ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। যত দূর জানা গিয়েছে, এই ছবিতে তাঁকে এক প্রকার খলনায়কের চরিত্রেই দেখা যাবে। সমাজবিরোধী দলের নেতা রাজেনের ভূমিকায় নাকি তাঁকে দেখা যাবে। যদিও পরিচালক বলছেন, ছবির শেষে রয়েছে বিরাট বড় একটি চমক। সেটি নিয়ে কোনও রকম আভাস দিতেও তিনি নারাজ। 

(আরও পড়ুন: ভেঙেও ভাঙল না! সম্পর্কের নতুন সমীকরণের গল্প বলবে ঋতুপর্ণা-টোটার 'বিউটিফুল লাইফ')

ছবিতে এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লোকনাথ দে, দেবপ্রসাদ হালদার, শুভঙ্কর মোহান্ত, দীপক হালদার, উমা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের। ছবিটির শ্যুটিং হচ্ছে আমিজগঞ্জে। সেখানকার নাট্যকর্মীদের অনেকেই এই ছবিতে নানা চরিত্রে অভিনয় করছেন। সব মিলিয়ে জমজমাট হবে এই ছবি, এমনই আশা নির্মাতাদের। 

বন্ধ করুন