HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > ফিনিক্সের মতোই ফ্লোরে ফিরবেন প্রেমিকা ঐন্দ্রিলা, দিন গুনছেন প্রেমিক সব্যসাচী

ফিনিক্সের মতোই ফ্লোরে ফিরবেন প্রেমিকা ঐন্দ্রিলা, দিন গুনছেন প্রেমিক সব্যসাচী

সব্যসাচীর কথায়, ‘কখনও ডানায় চোট লাগা পাখি দেখেছ? আমি প্রতিনিয়ত দেখি’।

ঐন্দ্রিলা শর্মা ও সব্য়সাচী চৌধুরী (ছবি ফেসবুক)

কাছের মানুষ মনের মানুষ হয়ে ওঠা কি অতটাই সহজ? আর কাছের মানুষের সহমর্মী হয়ে ওঠা? কত যন্ত্রণা বুকে বেঁধে মানুষ শব্দ উজাড় করে তা অভিনেতা সব্যসাচী চৌধুরীর কলমই বলে উঠল। ‘কখনও ডানায় চোট লাগা পাখি দেখেছ? আমি প্রতিনিয়ত দেখি’ প্রেমিকা ঐন্দ্রিলার জন্য সব্যসাচীর এই ভালবাসা ব্যক্ত দেখে মনখারাপ নেটিজেনের। কেমন আছেন ক্যানসার আক্রান্ত প্রেমিকা ঐন্দ্রিলা? অনুরাগীদের জানালেন সব্যসাচী।

২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই দাঁতে দাঁত চেপে লড়াই করে ক্যানসারকে হার মানিয়েছিলেন তিনি। যদিও লড়াই যে তাঁর বাকি ছিল। পাঁচ বছর পর ফের ক্যানসার আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা, মানে জিয়নকাঠির জাহ্নবী। চলতি বছর ফেব্রুয়ারিতে শরীরে ফের থাবা বসায় কর্কট রোগ।

তবে মন থেকে যথেষ্ট শক্ত ঐন্দ্রিলা। দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন। পর পর কেমোথেরাপি, সেই কারণে শরীর দুর্বল হয়ে পড়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার মারণ রোগ থাবা বসায় অভিনেত্রীর শরীরে। ১৬টি কেমো আর ৩৩টি রেডিয়েশনের পর গতবার ক্যানসার যুদ্ধে জয়ী হয়েছিলেন। এবারও লড়াই ছাড়তে নারাজ তিনি। তেমনি বান্ধবী ঐন্দ্রিলাকে এত সহজে হারতে দেবেন না বলে সাফ জবাব অভিনেতা সব্যসাচী চৌধুরীর। বিগত কয়েকমাস ধরে ঐন্দ্রিলার সঙ্গে এই লড়াইয়ে সামিল সব্যসাচীও।

বুধবার সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী লিখেছেন,'আমরা প্রথমে ভেবেছিলাম সার্জারিটাই আসল, সেটা সামলে উঠলে বাকি ট্রিটমেন্টটুকু খুব একটা সমস্যার হবে না। তবে বিষয়টা একেবারেই উলটে গেছে। সার্জারির পরে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে সেটা অনেকটাই বেশি কষ্টের। কিছু কিছু দিন বড়ই কষ্ট পায়, মাঝেমধ্যেই ব্লাড প্রেসার অস্বাভাবিক ভাবে কমে যায়, বিছানা থেকে মাথাই তুলতে পারে না। রক্তের মধ্যেও বিস্তর গোলযোগ দেখা যায় তখন। ব্রহ্মতালু থেকে শুরু করে পায়ের পাতা অবধি মারাত্মক যন্ত্রণা থাকে, বিস্তর ব্যাথার ওষুধেও যা কমতে চায় না। হাত পা টিপে দিলে বা গরম সেঁক দিলে সাময়িক আরাম পায় ঠিকই কিন্তু তা যথেষ্ট নয়। হাই ডোজের ঘুমের ওষুধ খাইয়ে কোনও মতে ঘুম পাড়িয়ে রাখতে হয়। যে কটা দিন ভালো থাকে, সেই দিনগুলো শুয়ে শুয়ে সিনেমা দেখে আর মোমো খায়।' 

এখানেই শেষ করেননি তিনি। আরো লেখেন, ‘আসলে অসুখটা এতটাই দীর্ঘায়িত যে শুরুতে যে মানুষগুলি উৎকণ্ঠিত থাকেন তারাও আস্তে আস্তে উপেক্ষা করতে শুরু করেন। আর জগতের নিয়ম অনুযায়ী সেটাই খুব স্বাভাবিক বিষয়, সেটা ও নিজেও বোঝে। শরীরটা খারাপ থাকলে মাঝেমধ্যে শিশুর মতন আচরণ করে। মাঝেমাঝে ঘুমানোর আগে, বই পড়ে ভূতের গল্প শোনাতে হয়। একদিন ওকে ফিনিক্সের গল্প পড়ে শোনালাম, আমি জানি ছয় বছর আগে যেমন ফিরে এসেছিলো, ঠিক সেইভাবেই আবার ফিরবে। সেই জন্যই তো আমরা দিন গুনি’।

এবারও লড়াই ছাড়তে নারাজ ঐন্দ্রিলা। পাশে রয়েছে পরিবার, অসংখ্য অনুরাগী, সহকর্মী এবং প্রিয় বন্ধু সব্যসাচী চৌধুরী। তিনি লড়াই চালিয়ে যাবেন বলে আগেই জানিয়েছেন। সব্যসাচীর কথায়, তিনি বিশ্বাস করেন ফিনিক্স যেমন বার বার ছাই থেকে জন্ম নেয় সেরকমই আবার ফ্লোরে ফিরে আসবেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলাও জানিয়েছেন সব্যসাচী পাশে আছেন বলেই এখনও ফিরে আসার অপেক্ষা করছেন তিনি। 

আপাতত লাইট ক্যামেরা অ্যাকশনের থেকে দূরে অভিনেত্রী। বিশ্রামে রয়েছেন। দিনের পর দিন শারীরিক কারনে ফিরতে পারছেন না ফ্লোরে। কর্কট রোগের সঙ্গে লড়াই অব্যাহত তাঁর।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR ৩ সেকেন্ডেরও কম সময়ে এই কাজ করে বিশ্ব রেকর্ড ব্যক্তির! অবাক হবেন ভিডিয়ো দেখলে নার্সকে ধাক্কা দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে,কোচবিহার মেডিকেলে নার্স বিক্ষোভ এবার ছেলেরাও কথা শুরু করতে পারবেন, খেলা ঘুরিয়ে দিল Bumble বিদেশি পড়ুয়াদের সপ্তাহে মাত্র ২৪ ঘন্টা কাজ করার সুযোগ, নিয়ম বদলে দিল কানাডা বিষক্রিয়ায় অসুস্থ হওয়া ১৫টি বিপন্ন প্রজাতির শকুনকে উদ্ধার করল বন দফতর পশ্চিমবঙ্গ পুলিশের শেষ পর্যন্ত ফেলুদার শরণাপন্ন, লক্ষ্য ভুয়ো কল নিয়ে সচেতনতা ‘আমি বহিরাগত কি না ওড়িশার মানুষ ঠিক করবে’, মোদী, নড্ডাকে জবাব পান্ডিয়ানের চাঁদে পৌঁছানোর আগেই ভেঙে পড়ার সম্ভাবনা ছিল চন্দ্রযান ৩-এর, কীভাবে বাঁচাল ইসরো পিসি-ভাইপো লিখবেন না…TMC সততার সঙ্গে কাজ করে বলে হিংসে করেন, মোদীকে নিশানা মমতার

Latest IPL News

নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ