বাংলা নিউজ > বায়োস্কোপ > কে পাবে চ্যাম্পিয়নের শিরোপা? আজই 'সঙ্গীতের মহাযুদ্ধ'এর গ্র্যান্ড ফিনালে

কে পাবে চ্যাম্পিয়নের শিরোপা? আজই 'সঙ্গীতের মহাযুদ্ধ'এর গ্র্যান্ড ফিনালে

'সঙ্গীতের মহাযুদ্ধ' গ্র‍্যান্ড ফিনালে

চোখ রাখুন কালার্সে বাংলায়। চূড়ান্ত পর্বে গাইবেন প্রিয়ম, আরফিন, শ্রয়ী, শালিনী এবং প্রীতম এই পাঁচ প্রতিযোগী। কার হাতে উঠবে ট্রফি?

কালার্সে বাংলার গানের রিয়ালিটি শো 'সঙ্গীতের মহাযুদ্ধ'। অনেক পর্বের লড়াই পেরিয়ে এ বার চূড়ান্ত পর্বের পালা। আজ রাত ৯টায় ‘সঙ্গীতের মহাযুদ্ধ’এর অন্তিম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কে পাবে সেরার শিরোপা? তা জানতে আর বেশিক্ষণ বাকি নেই ।

চূড়ান্ত পর্বে গাইবেন প্রিয়ম, আরফিন, শ্রয়ী, শালিনী এবং প্রীতম এই পাঁচ প্রতিযোগী। আজ পরীক্ষা বিচারকদেরও। উস্তাদ রশিদ খান, জিৎ গঙ্গোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, অভিজিৎ ভট্টাচার্যের মতো তাবড় তাবড় বিচারক; কাকে দেবেন তাঁরা চ্যাম্পিয়ানের শিরোপা? সময় বলবে কার দৌড় কত দূর।

এই রিয়ালিটি শো-এর প্রতিযোগীরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত নিজেদের গানের কেরিয়ারে। এর আগেও বিভিন্ন রিয়ালিটি শো-তে অংশ নিতে দেখা গিয়েছে তাঁদের। এই মঞ্চেও দেখিয়েছেন নিজেদের পারদর্শিতা। এ বার চূড়ান্ত পর্বের সময় ক্রমশও এগিয়ে এসেছে।

কালার্স বাংলার গানের রিয়্যালিটি শো ‘সঙ্গীতের মহাযুদ্ধে’ ফের একবার সঞ্চালকের ভূমিকায় ফিরে আসতে দেখা যায় মীরকে। রাজ চক্রবর্তী প্রযোজিত এই মিউজিক রিয়ালিটি শো শুরুর দিন থেকেই সুপার হিট। সংগীত জগতের অন্যতম সেরা প্রতিভাদের দেখা গেছে এই মঞ্চে। কে পাবে চ্যাম্পিয়নের শিরোপা? জানতে চোখ রাখুন আজ কালার্স বাংলায়।

 

 

বন্ধ করুন