কলকাতায় জমিয়ে ভুল ভুলাইয়া ৩ ছবির শ্যুট করে গেলেন কার্তিক আরিয়ান। হাওড়া ব্রিজ থেকে ফ্লুরিস, সর্বত্র বিচরণ ছিল রুহ বাবার। তবে জানেন কি, কলকাতায় শ্যুট হওয়ার পাশাপাশি আরও এক সংযোগ আছে এই সিনেমার তিলোত্তমার সঙ্গে। বিদ্যা বালন আর তৃপ্তি দিমরির শ্যুটের শাড়ি যাচ্ছে খোদ গড়িয়াহাটের একটা দোকান থেকে।
বিদ্যা বালন এবং তৃপ্তি দিমরিকে এই ছবিতে দেখা যাবে শাড়ি পরা অবস্থায়। আর এই শাড়ি যাচ্ছে সোজা কলকাতা থেকেই। হিন্দুস্থান পার্কের একটি বাড়ির একতলায় বুটিক ‘মেড ইন বেঙ্গল’। সেখান থেকেই হ্যান্ডলুমের, আঁচলে পমপম দেওয়া ছবি গিয়েছে মুম্বইতে। টিভিনাইন-এর এক প্রতিবেদন অনুসারে, সেই শাড়িগুলির দাম মাত্র ৯৫০ টাকা।
আরও পড়ুন: অভিনয়ে নামাতেই ভেঙেছিল প্রথম প্রেম! কোন বয়সে প্রথম প্রেমে পড়েন ‘মিঠাই’ সৌমিতৃষা
হরর কমেডি ঘরনার ‘ভুল ভুলাইয়া’ (২০০৭) এবং ‘ভুল ভুলাইয়া ২’ (২০২২) বেশ হিট হয়েছিল।বক্স অফিসে রীতিমত ঝড় উঠেছিল ছবি দুটিকে নিয়ে। হরর কমেডি ঘরানার দর্শক যে কত, তা প্রমাণ হয়ে যায়। ‘ভুল ভুলাইয়া ২’ ছিল করোনা পরবর্তী সময়ের প্রথম বড় হিট।
আরও পড়ুন: আদরে মাখামাখি শুভশ্রী-আবির! বুদ্ধদেবের লেখার ‘উষ্ণতা’ বাবলির টিজারেও
২০২৩ সালে ঘোষণা হয়েছিল ‘ভুল ভুলাইয়া ৩’-এর। প্রথম পার্টে অক্ষয় কুমার আর বিদ্যা বালন থাকলেও, দ্বিতীয় পার্টে দেখা যায় কার্তিক আরিয়ান আর কিয়ারা আডবানি। আর ভূতনী সেজেছিলেন টাবু।
তবে এবারে অনীশ বাজমি পরিচালিত ছবিতে ফিরে আসছেন মঞ্জুলিকা বিদ্যা বালান। থাকছেন মাধুরী দীক্ষিতও। এই ছবিতে কার্তিক ছাড়াও রয়েছেন তৃপ্তি দিমরি। খবর একেবারে জোড়া ভূতের দেখা মিলবে এবারে। মানে ভূতের ডোজও হবে দ্বিগুণ।
আরও পড়ুন: বাবা ভক্ত আব্রাম! শাহরুখের কলকাতার সঙ্গী ছোট ছেলে আর সুহানা, জমবে রবিবারের কেকেআরের ম্যাচ
ভুল ভুলাইয়া ৩-তে বিদ্যার থাকার কথা ঘোষণা করেছিলেন কার্তিক আরিয়ানই। বলেছিলেন, ‘তা হলে এটা সত্য। মঞ্জুলিকা ভুলভুলাইয়ার দুনিয়ার পা রাখতে চলেছে। বিদ্যা বালন, আপনাকে স্বাগত।’ যেখানে দেখা গিয়েছিল সেই বিখ্যাত আমি যে তোমার গানে পা মেলাচ্ছেন দুজনে। দ্বিতীয় পার্ট থেকে কার্তিকের নাচ আর প্রথম পার্ট থেকে বিদ্যার নাচকে এডিট করে বসানো হয়েছিল একসঙ্গে।
প্রসঙ্গত, কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া ৩-তে অভিনয় করছেন বাংলার মেয়ে প্রান্তিকা দাস। ছবিতে রুহ বাবার সঙ্গে ত্রিকোণ প্রেমের গল্পে থাকছেন তিনি।