আপাতত একে অপরের প্রেমে মজে 'ভুলভুলাইয়া-২' জুটি কার্তিক-কিয়ারা! সৌজন্যে তাঁদের ‘সত্য প্রেম কি কথা’। সম্প্রতি, ছবির মিউজিক লঞ্চে একসঙ্গে দেখা গেল কার্তিক-কিয়ারাকে। আর সেখানে কার্তিক তাঁর পর্দার প্রেমিকা কিয়ারার জন্য যা করলেন, তা দেখে মুগ্ধ নেটপাড়া।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছবির 'সান সজনী' গান প্রকাশ অনুষ্ঠানে হিল জুতো খুলে রেখেছিলেন কিয়ারা। সেই জুতোর একটি অন্যদিকে চলে গিয়েছিল। কার্তিক হাতে করে সেই জুতো কিয়ারার পায়ের কাছে ধরেন। তারপর কিয়ারা যখন সেই জুতো পরছিলেন, কার্তিক তাঁর হাত ধরে সেটি পরতে সাহায্য করেন। যে মুহূর্তটি পাপারাৎজির ক্যামেরায় উঠে এসেছে। আর কার্তিকের এমন নমনীয়তা, ভদ্রতায় মুগ্ধ নেটপাড়া। কেউ লিখেছেন, ‘কার্তিক ভীষণই ভদ্র, আমি মুগ্ধ!’ কারোর কথায়, ‘এই জন্য মেয়েরা কার্তিককে এত পছন্দ করে!’ কারোর মন্তব্য, 'কার্তিক দেখছি শাহরুখের পথ অনুসরণ করছেন।' কারোর প্রশ্ন, 'এসব দেখে সিদ্ধার্থ মালহোত্রা কী ভাবছেন!' কারোর দাবি, 'সবই আসলে প্রচারের কারণে তৈরি করা।'
আরও পড়ুন-স্কুটার বিক্রি করে মাত্র ১০০ টাকা নিয়ে মুম্বই এসেই ছবি থেকে বাদ পড়ি: রাজ বব্বর
আরও পড়ুন-‘বাপ’ হয়েছে ‘লঙ্কা’, সংলাপ বদলে কি লক্ষ্মীলাভ করলেন 'আদিপুরুষ' নির্মাতারা?
এদিকে আবার এই অনুষ্ঠানে এসেই কার্তিকের কাণ্ডকারখানার কথা ফাঁস করেছেন কিয়ারা আডবাণী।
ঠিক কী বলেছেন কিয়ারা আডবাণী?
কিয়ারা বলেন, ‘এই ছবিটি আমার কাছে এসেছিল কোভিডে পরিয়ডেরও আগে। প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার হওয়ার আগে। শাহীন ও করণ (নমঃ পিকচার্সের প্রযোজক শারেন মন্ত্রী কেডিয়া ও লেখক করণ শ্রীকান্ত শর্মা) আমার কাছে এসেছিলেন। সেসময় কেবল ওঁরা দুজনই ছিলেন। আমি এই গল্প শুনেছিলাম তখনই মনে হয়েছিল দারুণ। তবে দুর্ভাগ্যক্রমে কোভিডের কারণে আমি এটাতে কাজ করতে রাজি হয়নি। পরে ফের একদিন ফের সাজিদ (নাদিয়াদওয়ালা) স্যার কার্তিকের সঙ্গে একটা ছবির কথা ঘোষণা করেন। তখনও জানতাম না যে এটা সেই একই চলচ্চিত্র যা আমি অনেক বছর আগে শুনেছিলাম। ভুলভুলাইয়া-২তে কাজ করার সময় এই ছবির গল্প শুনিয়েছিলেন কার্তিক। তখনও জানা ছিল না, ছবিটা আমার কাছে ফিরে আসতে চলেছে। কিছু ছবি আসলে ভাগ্য লেখা থাকে। এই ছবিতে কাজ করা আমার নিয়তি ছিল।’ কিয়ারার কথায়, ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে বলিউডের সেই পুরনো ঘরনা ফিরে এসেছে।
কার্তিকের (আরিয়ান) সঙ্গে 'ভুলভুলাইয়া-২'তে কাজ করার প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘আমার মনে আছে কীভাবে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছাদের মাথায় উঠে প্রচার করেছি। কার্তিক সেসময় আমায় অপেক্ষা করাত, আমি রেগে ওকে ধমক দিয়ে বলতাম, আমাকে আর অপেক্ষা করিও না, দয়া করে দেরি করে এসো না। ভুলভুলাইয়া-২ তে কাজ করতে করতে আমি এবং কার্তিক দুজনেই অনেক পরিণত হয়েছি।…আর আমরা যখন সত্য প্রেম কি কথা-তে কাজ করলাম, তখন আমরা একে অপরকে কার্তিক-কিয়ারা হিসাবেও দেখতাম না, একে অপরের কাছে সত্য আর কথা হয়ে উঠেছিলাম। এটা দারুণ একটা প্রেমের গল্প।’