বাংলা নিউজ > বায়োস্কোপ > Shabana on Satish: প্রথম ছবির ভরাডুবির পর অবসাদে ডুবে গিয়েছিলেন! সতীশের জন্মবার্ষিকীতে অজানা তথ্য ফাঁস শাবানার

Shabana on Satish: প্রথম ছবির ভরাডুবির পর অবসাদে ডুবে গিয়েছিলেন! সতীশের জন্মবার্ষিকীতে অজানা তথ্য ফাঁস শাবানার

সতীশের জন্মবার্ষিকীতে অজানা কথা ফাঁস শাবানার

Shabana Azmi on Satish Kaushik: সতীশ কৌশিক কেবল অভিনেতা ছিলেন না। তিনি একাধিক ছবির পরিচালনা করেছিলেন। তাঁর প্রথম পরিচালিত ছবি ছিল রূপ কী রানি চোরও কা রাজা। সেই ছবিটা বক্স অফিসে মোটেই চলেনি। এরপরই নাকি তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন!

সতীশ কৌশিক অভিনয় করার পাশাপাশি ছবি পরিচালনা করতেন। একাধিক ছবির পরিচালক ছিলেন তিনি। তবে তাঁর পরিচালনায় তৈরি হওয়া প্রথম ছবিটাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আর তখন নাকি তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। এমনটাই তাঁর জন্মবার্ষিকীতে জানালেন শাবানা আজমি।

শাবানা আজমি জানালেন রূপ কী রানি চোরও কা রাজা ছবিটা বক্স অফিসে ফ্লপ করার পর নাকি তিনি আত্মহত্যা করার কথা ভাবছিলেন। ১৩ এপ্রিল জন্মবার্ষিকী ছিল এই বর্ষীয়ান অভিনেতার। মৃত্যুর পর এটাই তাঁর প্রথম জন্মবার্ষিকী ছিল। আর বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনুপম খের। সেখানে এসেই এমন কথা জানালেন অভিনেত্রী।

গত মাসে আচমকাই কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় মারা যান সতীশ কৌশিক। দোলের পরদিন মধ্যরাতে তিনি মারা যান।

অনুপম খের এদিন একটি মিউজিক্যাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে প্রয়াত অভিনেতার স্ত্রী সন্তান সহ শাবানা আজমি, জাভেদ আখতার, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, নীনা গুপ্ত, জনি লিভার প্রমুখ উপস্থিত ছিলেন।

শাবানা আজমি এদিনের অনুষ্ঠানে সতীশ প্রসঙ্গে বলেন, 'বক্স অফিসে ছবিটা ফ্লপ করার পর ও পুরো দুঃখী আত্মা হয়ে গিয়েছিল। এবং ও বারবার খালি এটাই ভাবত যে এবার মরে যেতে হবে। ও এক তলায় থাকত আর সেখান থেকে নিচের দিকে তাকিয়ে সারাক্ষণ মৃত্যুর উপায় ভাবত। একবার একটা অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে কড়াইতে আলু, বেগুন ভাজা হচ্ছিল। তখন আমায় বলেছিল আচ্ছা আমি যদি এখন এই কড়াইতে লাফ দিয়ে মরে যাই তাহলে সেটা খারাপ মৃত্যু হবে, তাই না?'

অনুপম খের এর আগে এএনআইকে বলেছিলেন তিনি কারও মৃত্যুর পর তাঁদের জন্য আর শোক পালন করেন না। বরং উদযাপন করেন। এই বিষয়ে তিনি বলেন তাঁর বাবা ১১ বছর আগে মারা গিয়েছেন। তাঁর কথা অনুযায়ী 'আমি ঠিক করি আমি আমার বাবার জীবনটা উদযাপন করব যাতে আমার মা তাঁর বাকি জীবনটা আনন্দে কাটাতে পারেন। সেই থেকেই আমি এটা মেনে আসছি। আমি আর সতীশ ৪৮ বছর ধরে বন্ধু ছিলাম একে অন্যের। আগামীতেও থাকব।' তিনি এদিন আরও জানান যে কিছুদিন আগেই নাকি তিনি স্বপ্নে দেখেছেন তাঁর প্রিয় বন্ধুকে।

তবে কেবল অনুষ্ঠান নয়, সোশ্যাল মিডিয়াতেও বন্ধুর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাঁর উদ্দেশে বার্তা লেখেন এই অভিনেতা। তাঁর কথা অনুযায়ী, 'আমার আদরের বন্ধু সতীশ, তুমি আজ ৬৭ বছরে পা দিতে। কিন্তু আমি অত্যন্ত ধন্য যে তোমায় ৪৮ বছর ধরে বন্ধু হিসেবে পেয়েছি। এসো বন্ধু। আজ এসে দেখো আমরা কীভাবে তোমার জন্মদিন উদযাপন করি।'

বন্ধ করুন