বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan at Umang 2023: আবার ‘পাঠান’ শাহরুখ! আবার ‘ঝুমে জো…’র তালে নাচছেন তিনি, মুম্বই থেকে ভাইরাল ভিডিয়ো

Shah Rukh Khan at Umang 2023: আবার ‘পাঠান’ শাহরুখ! আবার ‘ঝুমে জো…’র তালে নাচছেন তিনি, মুম্বই থেকে ভাইরাল ভিডিয়ো

আবার ‘পাঠান’ হলেন শাহরুখ। (HT_PRINT)

Shah Rukh Khan at Umang 2023: শাহরুখ খান আবার ‘পাঠান’। তবে এবার সৌজন্যে মুম্বই পুলিশ। 

‘ডাঙ্কি’ ছবির কারণে ফের খবরের শিরোনামে শাহরুখ খান। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে চলছে। যদিও এর আগে চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখের অন্য দু’টি ছবির তুলনায়, এটি এখনও পর্যন্ত ভালো ব্যবসা করতে পারেনি। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্যের পাশে ‘ডাঙ্কি’ তুলনায় বেশ কিছু ফিকেই হয়ে রয়েছে। তবে সমাজের বিশেষ শ্রেণীর থেকে প্রশংসিত হচ্ছে কিং খানের এই ছবি। এরই মধ্যে শাহরুখ মুম্বই পুলিশের জন্য আবার ‘পাঠান’ সাজলেন। কী হয়েছে সেখানে?

(আরও পড়ুন: ডাঙ্কি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, রবিবার বিকেলে মন্নতের ছাদে দর্শন দিলেন শাহরুখ, তারপর…)

বর্তমানে উমঙ্গ উৎসব চলছে মুম্বইয়ে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ। যেখান থেকে অভিনেতার এই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে এবং এসেই ভাইরাল হয়ে গিয়েছে। কী রয়েছে সেই ভিডিয়োয়।

(আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে ‘ডাঙ্কি’, শাহরুখের ছবিকে করমুক্ত করার দাবি অনুরাগীদের)

শাহরুখ খান মুম্বই পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া একটি উমঙ্গ উৎসবে যোগ দিয়েছেন। শুধু অংশগ্রহণই করেননি বরং দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদযাপনটিকে আরও রঙিন করে তুলেছেন। এই ভিডিয়োয় অভিনেতাকে তাঁর ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর গানে নাচতে দেখা গিয়েছে। তিনি মঞ্চে নেচেছেন এবং ‘ঝুমে জো পাঠান’ গানটির হুকস্টেপও করে দেখিয়েছেন। স্টেপ দেখে তাঁর ভক্তরা হাততালিতে ফেটে পড়েন। এছাড়াও কিং খান ‘জওয়ান’ ছবির ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’ গানটির সঙ্গেও নাচেন।

(আরও পড়ুন: ঊষা উত্থুপকে দেখেই জড়িয়ে ধরলেন সলমন, উমাং ২০২৩-এ শাহরুখ-আলিয়া-দীপিকা সহ এলেন কারা?)

হালে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ডাঙ্কি’। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন পরিচালক রাজকুমার হিরানি ও শাহরুখ খান। এটি একটি কমেডি-ড্রামা ফিল্ম। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশল, বিক্রম কোচার এবং অনিল গ্রোভারের মতো তারকারাও।

(আরও পড়ুন: শাহরুখের নায়িকা, ছেলের হাত ধরে সদ্য দ্বিতীয় বিয়ে সেরেছেন এই সুন্দরী, চিনলেন?)

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শাহরুখকে তাঁর আসন্ন ছবিতে মেয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। অভিনেতার এই ছবি হতে চলেছে অ্যাকশন থ্রিলার ছবি। শাহরুখের আগামী ছবি পরিচালনা করবেন সুজয় ঘোষ। তবে, অভিনেতা এখনও আনুষ্ঠানিকভাবে তার আসন্ন প্রোজেক্টের কাস্ট প্রকাশ করেননি।

বায়োস্কোপ খবর

Latest News

'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে' আনোয়ার তুমি কার! সকালে ইস্টবেঙ্গলে, দুপুরে মোহনবাগানে! রাজধানীতে চূড়ান্ত নাটক… United Arab Emirates Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ব্যবসায়ীদের আর্জি খারিজ, চাহিদার কথা জানিয়ে ইলিশ রফতানিতে না বাংলাদেশ সরকারের শিরায় ওষুধ দিয়ে সঞ্জয়ের পেট থেকে বের করা হত কথা! এই নারকো টেস্ট হয়েছিল কাসভেরও AFG vs NZ Test: একটা বলও খেলা হল না, এর আগে কতগুলো টেস্ট এভাবে পরিত্যক্ত হয়েছে শাহরুখের ‘জওয়ান’-এ কাজ করতে গিয়ে অপমানিত! মুখ খুললেন বিরাজ ঘেলানি ‘উৎ-শবে যাচ্ছি’! শকুনের গায়ে নীল-সাদা শাড়ি, হাওয়াই চটি, বিতর্কিত পোস্ট তসলিমার সিসি ক্যামেরা অফ করে নার্সকে ধর্ষণের চেষ্টা, ডাক্তারের যৌনাঙ্গ কেটে পেলেন রক্ষা কলকাতার স্কুলে ৪ বছরের শিশুর মৃত্যু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.