বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: সুযোগ পেয়েও কাশ্মীর যাননি শাহরুখ! আচমকাই ভাইরাল কিং খানের পুরনো ভিডিয়ো, সত্যিটা কী?

Shah Rukh Khan: সুযোগ পেয়েও কাশ্মীর যাননি শাহরুখ! আচমকাই ভাইরাল কিং খানের পুরনো ভিডিয়ো, সত্যিটা কী?

সুযোগ পেয়েও কাশ্মীর যাননি শাহরুখ! সত্যিটা কী?

Shah Rukh Khan: বলিউড তো বটেই বিশ্বের অন্যতম ধনী তারকাদের মধ্যে তিনি একজন। এত ক্ষমতা, অর্থ থাকা সত্বেও, দেশ বিদেশ ঘোরা সত্বেও শাহরুখ খান কোনদিন তাঁর দেশের এই রাজ্যে যাননি। কেন? সেই কারণও প্রকাশ্যে আনলেন তিনি।

শাহরুখ ম্যাজিকে এখন গোটা দেশ মত্ত। বক্স অফিস জুড়ে এখন কেবল জওয়ান রাজ। যদিও একটু একটু করে কমছে কিং খানের ছবির আয়। এমন সময় শাহরুখের একাধিক পুরনো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এবার কৌন বনেগা ক্রোড়পতির একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে কিং খানকে তাঁর বাবার বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে।

অমিতাভ বচ্চনের সঙ্গে সেই শোতে আলাপচারিতায় শাহরুখ খান বলেন তাঁর বাবা তাঁকে তিনটি জায়গা দেখতে যাওয়ার কথা বলেছিলেন। তিনি তাঁকে বলেছিলেন শাহরুখ যেন পৃথিবীর তিনটি জায়গা অবশ্যই যান, ইস্তানবুল, রোম এবং কাশ্মীর।

বলিউডের বেতাজ বাদশাকে ভিডিয়োয় বলতে শোনা যায়, 'আমার বাবার মা কাশ্মীরি ছিলেন। তো উনি আমায় একবার বলেছিলেন যে আমি থাকি বা না থাকি জীবনে অন্তত তিনটি জায়গায় অবশ্যই যেও। ইস্তানবুল অবশ্যই যেও, রোমের ইতালিতেও যেও। এবং কাশ্মীরে যেও। তবে বাকি দুটো জায়গা আমায় ছাড়া গেলেও কাশ্মীর আমায় ছাড়া কখনও যেও না।'

আর সকলেই জানেন কিং খানের খুব অল্প বয়সেই তাঁর বাবা মারা যান। সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'আমার বাবা অনেক অল্প বয়সেই চলে যান। আমি গোটা দুনিয়া ঘুরেছি কিন্তু কাশ্মীর কখনও যাইনি। অনেক সুযোগ এসেছিল কিন্তু কখনও যাইনি। আমার বন্ধুরা যাওয়ার কথা বলেছিল, বাড়ির সবাই সেখানে বেড়াতে গিয়েছে কিন্তু আমি যাইনি কখনও। আমার বাবা আমায় বলেছিল উনি আমায় কাশ্মীর ঘুরিয়ে দেখাবেন।'

আরও পড়ুন: শাহরুখের বাবাকে উৎসর্গ জওয়ানের বিশেষ শো, আবেগতাড়িত হয়ে ভক্তদের জন্য কী লিখলেন কিং খান?

আরও পড়ুন: বলিউডের লাকি চার্ম, ধর্মেন্দ্র-শাহরুখের এই গাড়ি চালককে চেনেন?

শাহরুখের এই ভিডিয়ো দেখে তাঁর ভক্তরা যেমন আবেগে ভেসেছেন তেমনই অনেকে কটাক্ষ করেছেন। জানতে চেয়েছেন জব তক হ্যায় জান, ডাঙ্কি ছবির শুটিং কাশ্মীরে হয়েছে তবে? আসলে কাশ্মীরে তিনি গিয়েছিলেন তবে সেটা যশ চোপড়ার জন্য। কেন কীভাবে গিয়েছিলেন কাশ্মীর সেটাও তিনি এই ভিডিয়োয় জানিয়েছিলেন। কিন্তু সেটা এই শর্টসে দেখা যায়নি। বাবার জন্য প্রথমে কাশ্মীরে না গেলেও পরে সেটা কীভাবে সম্ভব হয় সেটাই মূল ভিডিয়োয় তিনি বলেছিলেন।

প্রসঙ্গত শাহরুখ খানকে শেষবার জওয়ান ছবিতে দেখা গিয়েছে। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় শাহরুখ ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি আছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ। দীপিকা পাড়ুকোন আছেন ক্যামিও চরিত্রে।

বন্ধ করুন