বলিউডের অন্যতম বড় সুপারস্টার বোধহয় শাহরুখ খান। আর সেটা যেন তাঁর নতুন মুক্তি পাওয়া ছবি জওয়ান প্রমাণ করে দিচ্ছে। কিং খান যে তাঁর কেরিয়ারে কত হিট ছবি তাঁর ভক্তদের উপহার দিয়েছেন তাঁর ইয়ত্তা নেই। পেয়েছেন সুনাম, খ্যাতি। অর্জন করেছেন সম্মান। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর বহু গুণমুগ্ধ। শাহরুখের ছবি মানেই এখন নতুন কোন রেকর্ড গড়ল ছবি সেই দিকে নজর রাখা। বলিউডের বেতাজ বাদশা তাঁর প্রথম ছবি থেকেই সকলের নজর কেড়েছেন, পরিচয় পেয়েছেন। আর তাঁর এই খ্যাতি, নাম ডাক, প্রতিপত্তির নেপথ্যে যে শাহরুখ খানের নিজের কঠোর পরিশ্রম, কাজ রয়েছে তেমনই রয়েছে আরও একটা জিনিস।
শাহরুখ নিজে মনে করেন এই ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার হয়ে উঠতে সাহায্য করেন সেই ব্যক্তি। কে? কিং খানের প্রাক্তন গাড়ি চালক। সূত্রের খবর অনুযায়ী তিনি একবার একজন গাড়ি চালককে রেখেছিলেন কাজে যিনি আরও একাধিক বলিউড স্টারদের গাড়ি চালাতেন।
সূত্রের রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান একবার একজন চালককে নিযুক্ত করেছিলেন নিজের কাজের জন্য, তাঁর নাম কবিরা কাম্বলে। অনেকেই মনে করেন তিনি বলিউডি সুপারস্টারদের সৌভাগ্য নিয়ে আসতেন। তিনি এর আগে রাজেশ খান্না, ধর্মেন্দ্রর গাড়ি চালিয়েছেন। এই বিষয়ে বলে রাখা ভালো বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার ছিলেন রাজেশ খান্না। মনে করা হয় এই কবিরা কাম্বলে তাঁর লাকি চার্ম ছিলেন। তার আগে তিনি ধর্মেন্দ্রর গাড়ি চালাতেন তাঁর ক্ষেত্রেও এক জিনিস ঘটেছিল। মাঝে কিছুদিনের জন্য মিঠুন চক্রবর্তীর গাড়ি চালিয়েছিলেন তিনি। তারপর শাহরুখ তাঁকে নিযুক্ত করেন কাজে।
আরও পড়ুন: ৮০০ কোটির গণ্ডি পার অদম্য ‘জওয়ান’-এর, আর কোন ভারতীয় ছবির একই রেকর্ড আছে?
আরও পড়ুন: বিয়ে করছেন কীর্তি ও জওয়ানের সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ? জল্পনার জবাব দিলেন অভিনেত্রী
কিন্তু একবার এই বলিউডি অভিনেতারা স্টার হয়ে গেলে তাঁদের গাড়ি চালানো ছেড়ে দিতেন কবিরা কাম্বলে। তবে তিনি যতদিন শাহরুখের হয়ে তাঁর গাড়ি চালিয়েছেন ততদিন কিং খান তাঁকে নিয়ে সর্বত্র যেতেন।
এমনকি একবার একটি কমেডি শোতে এসেও শাহরুখ খান কবিরা কাম্বলের বিষয়ে কথা বলেন। জানান তিনি প্রায় ১০টা ছবি করার পর তিনি কাজ ছেড়ে দেন। প্রসঙ্গত গত ১৩ মে না ফেরার দেশে চলে গিয়েছেন এই ব্যক্তি।
বর্তমানে শাহরুখ খান তাঁর নতুন ছবি জওয়ানের সাফল্য নিয়ে ব্যস্ত। বিশ্বজুড়ে এই ছবি ৮০০ কোটি টাকা আয় করে ফেলেছে ইতিমধ্যেই। ভারতেও প্রায় ৫০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে এই ছবি। জওয়ানে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, প্রমুখ আছেন।