বলিউড থেকে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ যাচ্ছ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সোনম কাপুর। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা এবং শিবানি বেদি। ছবির প্রযোজক রিয়া কাপুর।
রিয়া কাপুর ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর নতুন পোস্টারটি শেয়ার করে নেন সোশ্যালে। সঙ্গে ঘোষণা করেন যে সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে। লেখেন, ‘চিৎকার করছি, কাঁদছি আর লাফাচ্ছি। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ অফিসিয়াল সিলেকশন হিসেবে আমাদের সিনেমা উন্মোচন করতে পেরে আমরা সম্মানিত!! গালা প্রিমিয়ারে দেখা হবে। #ThankYouForComingAtTIFF।’
‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিটি পরিচালনা করেছেন রিয়া কাপুরের স্বামী করণ বুলানি এবং লিখেছেন রাধিকা আনন্দ এবং প্রশস্তি সিং। ছবিতে পাঁচ নায়িকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রধুমান সিং মল, নাতাশা রাস্তোগি, গৌতমিক, সুশান্ত দিভগিকার, সালোনি দাইনি, ডলি আহলুওয়ালিয়া এবং করণ কুন্দ্রা। ছবিতে রয়েছেন অনিল কাপুরও একটি বিশেষ চরিত্রে। সিনেমাটি একতা কাপুরের বালাজি টেলিফিল্ম লিমিটেড এবং অনিল কাপুর ফিল্ম কমিউনিকেশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডও লগ্নি করেছে এই ছবিতে।
‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর ব্যাপারে কথা বলতে গিয়ে রিয়া জানান, ‘এই সিনেমা নতুন প্রজন্মের জন্য়। আমাদের সিনেমা TIFF 2023-এ প্রিমিয়ার হবে এটা আমাদের জন্য গর্বের। যদিও গল্প খুব সাহসী, পয়েন্ট অফ ভিউ বোল্ড, তবুও পাক্কা বলিউডের মশলাদার ছবি এটা। ছবিতে রয়েছে মস্তি আর সংগীতের জবরদস্ত মিশেল। আমার কাছে এই ছবি বানানো খুব গর্বের। আর এর থেকে ভালো শুরু আর কিছুই হতে পারত না। আমার সুযোগ হয়েছে কিছু প্রতিভাবান মহিলার সঙ্গে কাজ করার। যারা নিজেদের আত্মা থেকে হৃদয় ঢেলে দিয়েছে এই ছবির জন্য। আমরা কী বানিয়েছি তা গোটা দুনিয়াকে দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’