বাংলা নিউজ > বায়োস্কোপ > Shweta Bhattacharya-Rubel Das: ভরা বর্ষায় প্রেমে গদগদ শ্বেতা-রুবেল, হঠাৎ কেন লিখলেন 'পাশে আছি বন্ধু?'

Shweta Bhattacharya-Rubel Das: ভরা বর্ষায় প্রেমে গদগদ শ্বেতা-রুবেল, হঠাৎ কেন লিখলেন 'পাশে আছি বন্ধু?'

ভরা বর্ষায় প্রেমে গদগদ শ্বেতা-রুবেল

Sweta Bhattacharya-Rubel Das: দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন শ্বেতা এবং রুবেল। দুজনেই ছোট পর্দার জনপ্রিয় মুখ। তাঁদের বন্ধুত্বের এই বিশেষ দিনে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করতে দেখা গেল।

রুবেল দাস আর শ্বেতা ভট্টাচার্য দুজনেই ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। দুজনেরই বেশ পরিচিতি আছে। আবার এঁরা টলিউডের অন্যতম পাওয়ার কাপলও বটে। তবে পাওয়ার কাপল বলে কি কেবল প্রেমই থাকবে? আর বন্ধুত্ব? সেটাও আছে ভরপুর। রোম্যান্সের কিং খান তো বলেই দিয়েছেন, বন্ধু না হলে প্রেমিকা হওয়া যায় না। তাই সবার আগে ভালো বন্ধু হতে হবে। আর এবার সেটারই যেন জ্বলন্ত উদাহরণ দিলেন শ্বেতা আর রুবেল।

বর্তমানে পা ভেঙে বাড়ি বন্দি রুবেল তাই বলে কী বন্ধুত্বের মাস, দিন উদযাপন করা হবে না বিশেষ ভাবে? আলবাত হবে! তাই তো ভাঙা পা নিয়েই প্রেমিকা শ্বেতার সঙ্গে ফ্রেন্ডশিপ ডে পালন করলেন রুবেল।

নিম ফুলের মধু ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে রুবেলকে। সেই ধারাবহিকের শুটিং করতে গিয়েই দুই পায়ের গোড়ালি ভেঙেছেন অভিনেতা। অতএব এখন তিনি পুরোপুরি গৃহবন্দি। অন্যদিকে শ্বেতাও তাঁর কাজে ব্যস্ত। অগত্যা সোশ্যাল মিডিয়াই ভরসা শুভেচ্ছা আদান প্রদানের জন্য।

এদিন রুবেলের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করে শ্বেতা লিখলেন 'হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাই বেস্ট ফ্রেন্ড।' তাতে আদুরে উত্তর দেন রুবেলও। তিনি প্রেমিকার পোস্টে কমেন্ট করে লেখেন, 'হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাই বেস্ট বাডি।' তাঁদের এই সুপার রোম্যান্টিক রসায়ন এবং বন্ধুত্বে খুশি ভক্তরাও। তাঁরা যেমন এই পোস্টে তাঁদের প্রশংসা করেছেন। তেমনই করেছেন রুবেলের প্রশংসা।

প্রসঙ্গত বাড়ি বন্দি হয়ে থাকার পর কখনও বাড়ি বসেই শুটিং করছেন রুবেল কখনও আবার ভাগ্নির সঙ্গে শরীর চর্চা করছেন, কখনও বা স্রেফ শ্বেতার সঙ্গে আড্ডা দিচ্ছেন। আর শ্বেতা বা রুবেল দুজনেই তাঁদের ব্যক্তিগত জীবনের এই টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

বন্ধ করুন