বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth-Kiara Wedding: বিয়ের পর প্রথমবার জনসমক্ষে কিয়ারা-সিদ্ধার্থ, বউকে চোখে হারাচ্ছেন শেরশাহ

Sidharth-Kiara Wedding: বিয়ের পর প্রথমবার জনসমক্ষে কিয়ারা-সিদ্ধার্থ, বউকে চোখে হারাচ্ছেন শেরশাহ

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে কিয়ারা-সিদ্ধার্থ

Sidharth-Kiara Wedding: গতকালই মহাসমারোহে গাঁটছড়া বাঁধেন সিড-কিয়ারা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বসেছিল তাঁদের বিবাহ বাসর। বিয়ের পরদিনই তাঁদের দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।

প্রেম সপ্তাহের প্রথম দিনেই সাত পাকে বাঁধা পড়েন বলি পাড়ার অন্যতম হট অ্যান্ড হ্যাপেনিং জুটি সিড-কিয়ারা। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে তাঁদের বিবাহ বাসর বসেছিল। উপস্থিত ছিলেন তাঁদের আত্মীয় সহ বলিউডের নিকট বন্ধুরা। বিয়ের পরদিনই তাঁদের দিল্লি ফিরে যেতে দেখা যায়। তার আগে জয়সলমের বিমান বন্দরে তাঁদের পোজ দিতে দেখা যায়।

৮ ফেব্রুয়ারি, বুধবার নবদম্পতি, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি জয়সলমের থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন। তার আগে তাঁদের জয়সলমের বিমানবন্দরে দেখা যায়। সেখানে তাঁরা জুটিতে পাপারাজ্জিদের জন্য পোজ দেন।

কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। তার সঙ্গে তিনি একটি ছাই রঙের শাল নিয়েছিলেন। তাঁর হাতে চূড়া পরা ছিল। নববধূর হাতের মেহেন্দিও চোখ এড়ায় না কারও। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট এবং একটি জিন্স। সঙ্গে তিনি একটি খয়েরি রঙের জ্যাকেট পরেছিলেন। তাঁদের দুজনের চোখেই সানগ্লাস দেখা যায়।

বিমানবন্দরে তাঁরা একটি সাদা রঙের গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের জন্য পোজ দেন।

গতকাল রাতে কিয়ারা-সিদ্ধার্থ দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন। কিয়ারাকে একটি গোলাপি রঙের লেহেঙ্গায় দেখা যায়। অন্যদিকে। সিদ্ধার্থের পরনে ছিল একটি রূপালি রঙের শেরওয়ানি। বিয়ের একাধিক ছবি পোস্ট করে সিদ্ধার্থ-কিয়ারা লেখেন, 'এখন আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল।'

তাঁদের বিয়েতে করণ জোহর, শাহিদ কাপুর, মীরা রাজপুত, সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

শেরশাহ ছবিতে প্রথমবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। আর তাতেই তাঁরা সবার নজর কেড়েছিলেন। তাঁদের অনস্ক্রিন জুটি ভীষণ জনপ্রিয় হয়। এরপর থেকেই কানাঘুষোয় শোনা যায় তাঁরা নাকি প্রেম করছেন। যদিও এই বিষয়ে তাঁরা কিছুই বলেননি। এমনকি বিয়ের ব্যাপারেও না। সম্পর্কের বিষয়ে প্রথম মুখ খোলেন কাল রাতে বিয়ের ছবি পোস্ট করে।

বায়োস্কোপ খবর

Latest News

রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.