প্রেম সপ্তাহের প্রথম দিনেই সাত পাকে বাঁধা পড়েন বলি পাড়ার অন্যতম হট অ্যান্ড হ্যাপেনিং জুটি সিড-কিয়ারা। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে তাঁদের বিবাহ বাসর বসেছিল। উপস্থিত ছিলেন তাঁদের আত্মীয় সহ বলিউডের নিকট বন্ধুরা। বিয়ের পরদিনই তাঁদের দিল্লি ফিরে যেতে দেখা যায়। তার আগে জয়সলমের বিমান বন্দরে তাঁদের পোজ দিতে দেখা যায়।
৮ ফেব্রুয়ারি, বুধবার নবদম্পতি, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি জয়সলমের থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন। তার আগে তাঁদের জয়সলমের বিমানবন্দরে দেখা যায়। সেখানে তাঁরা জুটিতে পাপারাজ্জিদের জন্য পোজ দেন।
কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। তার সঙ্গে তিনি একটি ছাই রঙের শাল নিয়েছিলেন। তাঁর হাতে চূড়া পরা ছিল। নববধূর হাতের মেহেন্দিও চোখ এড়ায় না কারও। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট এবং একটি জিন্স। সঙ্গে তিনি একটি খয়েরি রঙের জ্যাকেট পরেছিলেন। তাঁদের দুজনের চোখেই সানগ্লাস দেখা যায়।
বিমানবন্দরে তাঁরা একটি সাদা রঙের গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের জন্য পোজ দেন।
গতকাল রাতে কিয়ারা-সিদ্ধার্থ দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন। কিয়ারাকে একটি গোলাপি রঙের লেহেঙ্গায় দেখা যায়। অন্যদিকে। সিদ্ধার্থের পরনে ছিল একটি রূপালি রঙের শেরওয়ানি। বিয়ের একাধিক ছবি পোস্ট করে সিদ্ধার্থ-কিয়ারা লেখেন, 'এখন আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল।'
তাঁদের বিয়েতে করণ জোহর, শাহিদ কাপুর, মীরা রাজপুত, সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
শেরশাহ ছবিতে প্রথমবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। আর তাতেই তাঁরা সবার নজর কেড়েছিলেন। তাঁদের অনস্ক্রিন জুটি ভীষণ জনপ্রিয় হয়। এরপর থেকেই কানাঘুষোয় শোনা যায় তাঁরা নাকি প্রেম করছেন। যদিও এই বিষয়ে তাঁরা কিছুই বলেননি। এমনকি বিয়ের ব্যাপারেও না। সম্পর্কের বিষয়ে প্রথম মুখ খোলেন কাল রাতে বিয়ের ছবি পোস্ট করে।