বাংলা নিউজ > বায়োস্কোপ > Silajit-Iman: ‘আমাদের পাঁচটা শো-র টাকা তুমি একটায় নাও’, শিলাজিতকে অভিযোগ ইমনের, কী জবাব এল?

Silajit-Iman: ‘আমাদের পাঁচটা শো-র টাকা তুমি একটায় নাও’, শিলাজিতকে অভিযোগ ইমনের, কী জবাব এল?

শিলাজিতকে পারিশ্রমিক নিয়ে কী অভিযোগ করলেন ইমন?

শিলাজিতের টক শো ‘গান পয়েন্ট’-এ এসেছিলেন ইমন। সেখানেই কথা ওঠে পারিশ্রমিক নিয়ে। দেখুন সিনিয়র হিসেবে জুনিয়ারদের কী পরামর্শ দেন ‘ঝিন্টি’র গায়ক। 

বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে হাজার হাজার নাম জড়িয়ে থাকলেও লোকমুখে যে নামগুলো বেশি ঘোরেফেরে সেগুলোর মধ্যে শিলাজিৎ আর ইমন অন্যতম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গায়কের টক শো ‘গান পয়েন্ট’-এ অতিথি হিসেবে এসেছেন ইমন চক্রবর্তী ও সোমলতা আচর্য্য। সেখানেই কথা প্রসঙ্গে শিলাজিতকে তাঁর পারিশ্রমিক নেওয়া নিয়ে অভিযোগ করেন জাতীয় পুরস্কার-জয়ী গায়িকা। 

ইমনকে বলতে শোনা যায়, ‘তুমি এত টাকা নাও। আমাদের পাঁচটা শো-র টাকা তুমি একট শো-তে নিয়ে নাও’। এর জবাবে শিলাজিৎকে বলতে শোনা যায়, ‘আমি এত টাকা চাই কারণ যাতে তোদের মতো নতুনরা অনেক টাকা কামাতে পারে। আমি যদি কম টাকা চাই তোদেরকে ওই টাকা কেউ দেবে না। তোদের দাদা-কাকা-বাবারা যাদের তোরা প্রণাম করিস, অনেক কথা বলিস, তারা তোদেরক মেরুদণ্ড ভেঙে দিয়ে যাচ্ছে নিজেরা কম পয়সায় শো করে। আজকে পশ্চিমবঙ্গে কেউ নেই দু তিনটে লোকের বাইরে যারা নিজেদের রেট ধরে রেখেছে। লোভের চোটে এদিক ওদিক চলে যাচ্ছে, ৫-৫০-১০ সব করে নিচ্ছে।’ আরও পড়ুন: ‘ওকে কলা দে বেশি করে’! প্রকাশ্য রাস্তায় গায়িকা ইমনকে কটূক্তি, হল থানা-পুলিশ

শিলাজিতের এই বক্তব্য মাথা নেড়ে সহমত পোষণ করে ইমন-সোমলতা দুজনেই। ফের ইমনকে উদ্দেশ্য করে শিলাজিৎ বলে ওঠেন, ‘কেন তুই যখন জাতীয় পুরস্কার জিতলি তোকে আমি ম্যাসেজ করিনি এই লিখে যে এবার রেট বাড়াবি ইমন।’ সোশ্যাল মিডিয়াতেও বহু নেটিজেন শিলাজিতের এই বক্তব্যে সহমত পোষণ করলেন কমেন্ট সেকশনে। আরও পড়ুন: ছেলে-মেয়ের মধ্যে ফারাক করেন অমিতাভের মেয়ে! নভ্যার পেট থেকে পিয়ার্সিং খুলে নেন শ্বেতা জোর করে

ভাষা দিবসের দিনও এভাবেই সকলের মন জয় করে নিয়েছিলেন শিলাজিৎ। সোশ্যাল মিডিয়ায় নিজের গাড়ির নম্বর প্লেটের ছবি পোস্ট করেন 'ঝিন্টির' গায়ক। যেখানে দেখা যাচ্ছে তাঁর গাড়ির নম্বর প্লেট বাংলায় লেখা। সঙ্গে লেখেন, 'আমি চেকেও বাংলাতেই সই করি, এটুকুই। মাতৃ ভাষার জন্য শহীদদের সেলাম।'

এর আগে এক সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল ইমনকে। এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন উঠতেই বলেছিলেন, 'এমনিতেই তো কলকাতায় টাকা নেই। এমনিতেই বাংলার শিল্পীদের তো কেউ টাকা দিতেই চায় না। একটা দু'টো গান ঈশ্বরের আশীর্বাদে হিট হচ্ছে। টাকা তো আমাকে বাড়াতেই হবে। আমাকে আর্বানায় ফ্ল্যাট কিনতে হবে'।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন