শিলাজিতের শো মানেই ভরপুর মজা এবং উদ্দাম আনন্দ। তিনি যে তাঁর গান, গানের কথা, সুর দিয়ে ভক্তদের মন জিতে নেন সেটাই নয়। গানের মাঝে মাঝে বলা কথাগুলোও তাঁর ভক্তদের মনে ঢেউ তোলে। এদিনও তেমন একটি শো থেকে তিনি ভক্তদের শেখালেন জীবন এবং শরীর নিয়ে এক পাঠ।
জীবন এবং শরীর নিয়ে কী বললেন শিলাজিৎ?
এদিন একটি শোতে গান গাওয়ার আগে সবসময়ের মতো শিলাজিৎ 'জয় গুরু' বলে ওঠেন।' তারপর বলেন, 'আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি অনুকূল ঠাকুরের ভক্ত কিনা। কিন্তু না আমি কারও ভক্ত নই। ওটা আসলে এনজয় গুরু বলব বলে বলি। কিন্তু আমি আজ যা তোদের বলব সেটা ভালো করে বুঝে নে। বিশেষ করে কচিকাঁচা যাঁরা আছিস। আমি এখানে আসার সময় যাঁরা আমায় জড়িয়ে ধরতে চাইছিলি তাঁদের বলছি জড়িয়ে ধরতে চাইলে কখনও নিভৃতে গোপনে আসিস। এসে আমায় নয়। আমার গান, গানের কথাকে জড়িয়ে ধরিস।'
আরও পড়ুন: কটাক্ষকে বুড়ো আঙুল, নিয়মরীতি মেনেই সাতপাকে বাঁধা পড়লেন শ্রীময়ী-কাঞ্চন, দেখুন বিয়ের প্রথম ছবি
আরও পড়ুন: গোলাপি বেনারসিতে প্রশ্মিতা, পাশে ঘিয়ে পঞ্জাবিতে অনুপম, বিয়ে করেই লিখলেন, 'নতুন করে...'
এরপর তিনি আবার বলে ওঠেন, 'শরীর হল গুরু। আর মন হল চ্যালা। আমি যখন মরে যাব তোরা আমার শরীরটা দেখতে পাবি। মন নয়। মন শরীরের একটা অংশ মাত্র হাত পায়ের মতো। শরীরই সব। এটা মাথায় রাখিস।' এদিন একই সঙ্গে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়ে দেন, তিনি জন্মগত ভাবে হিন্দু হলেও তাঁর মৃত্যুর পর তাঁকে কবর দেওয়া হবে। এটাই তাঁর ইচ্ছে।
প্রসঙ্গত এটাই প্রথমবার নয়। এর আগেও শিলাজিৎ একাধিকবার এমন কথা বলেছেন। শুধু তাই নয়, তাঁর অধিকাংশ গানও জীবনমুখী।
আরও পড়ুন: মাদকাসক্তির থেকে কাঞ্চনকে টেনে বের করেন শ্রীময়ীই! বিয়ের আগে বললেন, 'উত্তেজনায় ফুটছি...'
কে কী বলছেন?
শিলাজিতের এই ভিডিয়ো প্রকাশ্যে আসায় অনেকেই তাঁর তারিফ করেছেন। এক ব্যক্তি লিখেছেন, 'একদম সঠিক কথা। কী সুন্দর অকপটে সত্যি বললেন।' আরেকজন লেখেন, 'আপনাকে দেখে সত্যিই আমি বাঁচতে শিখি। আপনি অনুপ্রেরণা।'