বাংলা নিউজ > বায়োস্কোপ > AI-এর সাহায্যে তেলেগু ছবিতে প্রয়াত এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে গান! নির্মাতাদের আইনি নোটিশ পরিবারের

AI-এর সাহায্যে তেলেগু ছবিতে প্রয়াত এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে গান! নির্মাতাদের আইনি নোটিশ পরিবারের

AI-এর সাহায্যে তেলেগু ছবিতে প্রয়াত এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে গান!

SP Balasubramaniam's AI Song: ব্যবসায়িক কারণে AI এর সাহায্যে এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠকে ব্যবহার করায় ঘোরতর আপত্তি তাঁর পরিবারের কী জানালেন তাঁরা?

তেলুগু ছবি কিডা কোলায় AI -এর সাহায্যে প্রয়াত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠ ব্যবহার করা হয়েছে। আর তার জেরেই এদিন গায়কের ছেলে এসপি চরণ এই ছবির নির্মাতাদের নোটিশ পাঠিয়েছেন। তাঁর দাবি পরিবারের অনুমতি ছাড়াই এই ছবি নির্মাতারা গায়কের কণ্ঠ ব্যবহার করেছেন।

এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠের গানটি এই ছবির একটি দৃশ্যে নেপথ্য সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে।

বালাসুব্রমণিয়ামের কণ্ঠ ব্যবহার করায় লিগ্যাল নোটিশ ছবি নির্মাতাদের

এদিন টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসপি চরণের আইনজীবী কবিতা দীনদয়ালন জানিয়েছেন, 'চরণ বা ওঁর বাড়ির লোকেদের একেবারেই সমস্যা নেই যখন এসপি বালাসুব্রমণিয়ামের ভক্তরা AI ব্যবহার করে তাঁর কণ্ঠকে রিক্রিয়েট করেন কোনও গানের জন্য। কিন্তু কেউ যখন সেটাকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করেন এবং অর্থ উপার্জন করেন তাও তাঁদের না জানিয়ে তখন তাঁদের সেই বিষয়ে আপত্তি আছে।' তিনি এদিন আরও জানান কিছুদিন আগে এআর রহমান একই কাজ করেছিলেন। তিনি জানিয়েছিলেন নিশ্চিত ভাবে যে তিনি যে মৃত সঙ্গীতশিল্পীদের কণ্ঠ ব্যবহার করেছেন ছবিতে তাঁদের নাম দেবেন। তাঁদের পরিবারকে এর জন্য উপযুক্ত পারিশ্রমিক পাঠিয়েছেন। কিন্তু কিডা কোলা ছবির টিম এসপি বালাসুব্রামানিয়ামের পরিবারের অনুমতি ছাড়াই এই কাজ করেছেন বলে তিনি দাবি করেন। একই সঙ্গে গায়কের নামও উল্লেখ করেননি।

আরও পড়ুন: শাহরুখের থেকে ঘুষ নেওয়ার মামলায় ১ মার্চ পর্যন্ত গ্রেফতার করা হবে না সমীর ওয়াংখেড়েকে, হাইকোর্টকে জানাল ইডি

আরও পড়ুন: অপেক্ষার অবসান! আসছে টাইগার ভার্সেস পাঠান, কবে থেকে শ্যুট শুরু করছেন শাহরুখ-সলমন?

কবিতা জানিয়েছেন এসপি চরণ এবং তাঁর পরিবার এই ঘটনার জন্য একটি ক্ষমা প্রার্থনা করা চিঠি এবং এল কোটি টাকা চেয়েছেন। একই সঙ্গে তাঁরা এই গানের রয়্যালটি দাবি করেছেন। তাঁর দাবি, 'আমাদের কেস প্রথম এমন কেস হবে যেখানে AI কে ভুল ব্যবহার করা হয়েছে গান বানানোর জন্য।'

প্রসঙ্গত ছবিতে এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠ ব্যবহার করেও সেটা অস্বীকার করেছেন এই ছবির নির্মাতারা। এমনটাই দাবি করেছেন তাঁদের আইনজীবী। তাঁর কথায়, 'নির্মাতারা সম্পূর্ণ বিষয়টা অস্বীকার করেছেন সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে।'

আরও পড়ুন: 'কার কাছে কই ন্যাকামোর কথা', পরাগের দুর্ঘটনার কথা শুনেই ছুটল শিমুল, কাণ্ড দেখে চটে লাল দর্শকরা

আরও পড়ুন: অবৈধ সম্পর্কের বিতর্ক কাটিয়ে ফের কাছাকাছি বুবলি-শাকিব? 'ফ্ল্যাশব্যাক'-এ গিয়ে বললেন, 'একই পরিবারের তাই...'

তবে ছবির নির্মাতারা মূলত পরিচালক এবং সঙ্গীত পরিচালক এখনও এই বিষয়ে কিছুই জানাননি।

বায়োস্কোপ খবর

Latest News

বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্ক অতিরিক্ত ছুটি না নেওয়ার বার্তা অফিসারদের, নথি তৈরি করে জমা পড়বে সুপ্রিম কোর্টে একটা কোলে, আরেকটা ঘাড়ে! ইয়ালিনি-ইউভানকে নিয়ে রাজের সানডে-ফানডে, ছবি দিল শুভশ্রী অভিজিৎ মণ্ডলের হয়ে সাওয়াল করায় শিয়ালদা আদালতে আইনজীবীদের বিক্ষোভের মুখে আইনজীবী মহমেডান নয়, মোহনবাগানে এলেন রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি… 'CM-র বাড়ি যাওয়ার আগে', জুনিয়র ডাক্তারদের 'কথা কাটাকাটির' অডিয়ো ফাঁস কুণালের ‘ত্রিপল গুলো একবার গুনে নেবেন’, লেখার পর পেলেন হুমকি, কিরণ লিখলেন,‘আমার কিছু…' 'সুন্দরীদের থেকে সাবধান', পড়ুয়াদের কেন এমন সতর্কবার্তা দিল চিন ‘ট্রেনের AC কোচে ঝরনার ব্যবস্থা!’ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের বাড়িতেই শরীরচর্চা করেন? সাহায্য করবে মালাইকা-কৃতির ওয়ার্ক আউটের ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.