বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreeja Dutta on Dev: 'গডফাদার ছাড়াও কঠোর পরিশ্রম করলে সফলতা আসে', পর্দার ইন্দুবালা হওয়ার গল্প বললেন সৃজা

Sreeja Dutta on Dev: 'গডফাদার ছাড়াও কঠোর পরিশ্রম করলে সফলতা আসে', পর্দার ইন্দুবালা হওয়ার গল্প বললেন সৃজা

পর্দার ইন্দুবালা হওয়ার গল্প বললেন সৃজা

Sreeja Dutta on Dev: প্রথম ছবি তাও দেবের সঙ্গে! বাঘা যতীন ছবিতে কাজ করার অভিজ্ঞতা কেমন সৃজার?

পুজোর বাদ্যি বাজল বলে! আর মাত্র মাস খানেকের অপেক্ষা দেবীর আসতে। আর দুর্গাপুজো মানেই পুজোর গান, পুজোর আড্ডা, খাওয়া দাওয়া আর অবশ্যই পুজোর ছবি। এই বছর পুজোয় একটা নয়, চার চারটি ছবি মুক্তি পাচ্ছে। আর সেগুলির অন্যতম হল দেব অভিনীত বাঘা যতীন। আর এই ছবিতেই দেবের বিপরীতে বাঘা যতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে নবাগতা সৃজা দত্তকে। প্রথম ছবি, প্রথম কাজ আর তাতেই কিনা দেবের নায়িকা! অভিজ্ঞতা কেমন? বাংলার সুপারস্টার সহকর্মী হিসেবেই বা কেমন? এই ছবি করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হল সৃজার?

না, সৃজার কাছে কোনও অফার যায়নি এই ছবির। বরং তিনি রীতিমত অডিশন দিয়ে বাঘা যতীনে সুযোগ পেয়েছেন। দেবের নায়িকা আদতে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। পড়তে পড়তেই সুযোগ আসে অভিনয়ের। যদিও বরাবর তাঁর অভিনয়ের প্রতি ঝোঁক ছিল, তারপর সুযোগ পেয়ে অডিশন দিয়ে সোজা রুপোলি পর্দায় দেব থুড়ি যতীন্দ্রনাথের ঘরণী হলেন। প্রথম যখন জানতে পারেন যে এই চরিত্রের জন্য তিনি মনোনীত হয়েছেন অভিজ্ঞতা কেমন ছিল সৃজার? এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'মনে হয়েছিল স্বপ্ন সত্যি হল। শুটিং চলছিল যখন আমাদের আমার তো তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমি দেবদার সঙ্গে কাজ করছি। আমি রীতিমত অডিশন দিয়ে এই সুযোগ পেয়েছি, ফলে একটা বছর আগেও ভাবিনি যে আজ নিজেকে এই জায়গায় দেখব। চলতি বছরের শুরুটা পুরো স্বপ্নের মতো সুন্দর করে শুরু হয়েছিল এবার।'

আরও পড়ুন: 'যাঁরা নেতিবাচক মন্তব্য করেন, তাঁদের কাছে প্রমাণ করতে চাই', ট্রোলারদের সাফ বার্তা ব্যোমকেশ দেবের

কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে সোজা অভিনয়, এটা কীভাবে হল? সৃজার কথায়, 'আমার পরিবার আমায় উৎসাহ দিয়েছে। মা মামারা সবাই গান বাজনার সঙ্গে যুক্ত। আমিও আড়াই বছর বয়স থেকে নাচ শিখেছি, ফলে সাংস্কৃতিক দুনিয়ার সঙ্গে একটা যোগ তো ছিলই। কিন্তু যেহেতু আমার পরিবারের কেউই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন তাই কীভাবে শুরু করব বুঝতে পারিনি। তবে আজ আমি পেরেছি। আমার কোনও গডফাদার ছিল না কখনও, এই ইন্ডাস্ট্রির কাউকেই চিনতাম না। ফলে বাস্তবেও যে অডিশন দিয়ে সুযোগ পাওয়া যায় সেটা আমি বিশ্বাস করি।' অভিনেত্রী আরও বলেন, 'আমি বিশ্বাস করি গডফাদার ছাড়াও যদি কেউ কঠোর পরিশ্রম করে আর ভাগ্য সঙ্গ দেয় তাহলে সফল হওয়া যায়।'

প্রথম ছবিতেই দেবের সঙ্গে কাজের সুযোগ। অভিজ্ঞতা কেমন? অভিনেত্রীর কথায়, 'দেবদা প্রায় প্রতিটা সিনে আমায় কিছু না কিছু শিখিয়েছে। আমি অনেক ভুল ত্রুটি করেছি কিন্তু ওঁকে কখনও রাগতে দেখিনি। একজন নতুন মানুষকে কীভাবে ট্রিট করতে হয় উনি জানেন।'

বন্ধ করুন