প্রিয়জন হারানোর স্মৃতি মনে করলেন শ্রীলেখা। ফেসবুকের পাতায় লেখা সেই স্মৃতিতে উঠে এল অনেক দুঃখ, যন্ত্রণা। অভিনেত্রী মা এদিন চলে গিয়েছিলেন। দেখতে দেখতে সেই দুঃস্বপ্নের মতো কালো রাতের পর ৭ বছর কেটে গিয়েছে, কিন্তু অভিনেত্রীর মনের শূন্য স্থান আর ভরাট হয়নি।
অভিনেত্রী জানালেন তাঁর মা চলে যাওয়ার পর কেউ আর তাঁকে সোনামণি বলে ডাকেন না। তিনি জানান আজ বহুদিন তিনি ভালো করে ঘুমাতে পারেন না। শ্রীলেখার এই মর্মস্পর্শী লেখার প্রতি ছত্রে ছত্রে উঠে আসে তাঁর যন্ত্রণার কথা।
এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি তাঁর মাকে জড়িয়ে তাঁর বুকে মাথা রেখে শুয়ে আছেন। আর তাঁর মা ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। এই ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, 'কাল সাত বছর হবে মা চলে গেছে। দেখতে দেখতে সাত সাতটা বছর কেটে গেল। আমার ছোটখাটো সরল সাদাসিদে মা। আমাকে ডাকত সোনামণি বলে। যখন গাড়ি ছিল না, বাসে করে মার সাথে কোথাও যাচ্ছি, হয়তো মা দূরে কোথাও বসেছে, সুর করে ডাকত সোনামনি ঠিক আছিস? খুব রাগও হতো মায়ের উপর, ডাকনাম ধরে সবার সামনে কেউ ডাকে? পাশ থেকে কোন চ্যাংড়া ছোড়া হয়তো গেয়ে উঠত ‘সোনামণি সোনারে আয় বুকে আয়রে’, গানটা বিরি করে উঠতো আরও। জানো মা আজ সুর করে সেই সোনামণি বলে ডাকার কেউ নেই। তোমার বুকের ওই অদ্ভুত গন্ধটা খুব মিস করি মা। একটা শীতল উষ্ণতা। তোমার মতো ভালো মা হতে পারিনি মা। আজ স্বপ্নে এসো মা তোমায় জড়িয়ে একটু ঘুমোই। কতদিন ভালো করে ঘুমাই না'।
অভিনেত্রীর এই পোস্টে ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই তাঁকে সমবেদনা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'লেখাটা পড়ে চোখের জল আটকাতে পারলাম না। মাকে হারিয়েছি আজ ১৯ দিন। খুব মিস করি, খুব।' অভিনেত্রী তাঁকে উত্তরে দিয়ে বলেন, 'সারা জীবন করবে, যে যাই বলুক এটা পূরণ হওয়ার নয়।'
এক ব্যক্তি লেখেন, 'ভালোবাসার মানুষ এবং স্মৃতি এভাবেই বেঁচে থাকে চিরদিন অনুভূতির ছোঁয়ায়। কাজে থেকো, ভালো থেকো সবসময়।' অভিনেত্রীর বোন লেখেন, 'কতদিন হয়ে গেল বড় পিসি বলে আর ডাকি না। কিন্তু তুমি এই যে সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখলে সেটা তো পিসি দেখতে পাবে না, কেবল কিছু সহানুভূতি পাবে। তোমার কি এটা খুব দরকার ছিল?' শ্রীলেখা তাঁকে জানান সহানুভূতির জন্য নয়, তিনি তাঁর মাকে খোলা চিঠি লিখেছেন এভাবে।