বাংলা নিউজ > বায়োস্কোপ > Firhad Hakim on Nandan Show: 'বুকিং মুখ্যমন্ত্রীর হাতে নেই', প্রজাপতি বিতর্কে এবার সরব হলেন ফিরহাদ হাকিম

Firhad Hakim on Nandan Show: 'বুকিং মুখ্যমন্ত্রীর হাতে নেই', প্রজাপতি বিতর্কে এবার সরব হলেন ফিরহাদ হাকিম

প্রজাপতি বিতর্কে এবার সরব হলেন ফিরহাদ হাকিম

Firhad Hakim on Nandan Show: প্রজাপতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অন্যত্র হল পেলেও নন্দনে ঠাঁই পায়নি এই ছবি। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে কী বললেন ফিরহাদ হাকিম?

বাংলার একাধিক হলে জায়গা পেলেও তৃণমূলের সাংসদ তথা নেতা দেবের নতুন ছবি ‘প্রজাপতি’ নন্দনে কোনও শো পায়নি। আর এই খবর দেব নিজেই টুইট করে জানিয়েছেন। তাঁর টুইট থেকে এটা স্পষ্ট যে তাঁর অভিমান হয়েছে, তিনি দুঃখ পেয়েছেন। অবশ্য অনেকেই দেবের টুইটে অন্যরকম গন্ধ পেয়েছেন। অস্পষ্ট রাজনৈতিক কারণ আছে বলেই মনে করছেন গোটা ঘটনার নেপথ্যে। এবার সেই বিষয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিমের কথায় পদ্ধতিগত কারণে দেবের ছবি শো পায়নি নন্দনে। আজ, ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। তার কিছুদিন আগেই তাঁর এবং একদা তৃণমূল এবং বর্তমানের বিজেপি মিঠুন চক্রবর্তীর ছবি নিয়ে দর্শকদের মনে প্রথম থেকেই দারুন উন্মাদনা ছিল। শুধু তাই নয় ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সকলেই এই ছবির দারুন প্রশংসা করেছেন। বেশ ভালো সাড়া পাচ্ছে এই ছবি। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন হলে এই ছবির জায়গা হয়েছে। কিন্তু বাংলা সিনেমা তথা বাঙালির ঐতিহ্য, নন্দনে এই ছবি শো পায়নি।

শনিবার, ২৪ ডিসেম্বর দেব এই বিষয়ে টুইট করেন। তিনি লেখেন, 'এই বার তোমায় মিস করব নন্দন। কোনও সমস্যা নেই, পরে আবার দেখা হবে।' অনেকেই এর পর গোটা বিষয়টা নিয়ে সমালোচনা শুরু করেন। অনেকের মতেই যেখানে খোদ তৃণমূল সাংসদ নন্দনে শো পাচ্ছেন না সেখানে অন্য পরিচালক, প্রযোজকদের কী হবে তাহলে? এই প্রশ্ন উঠছে। অনেকে আবার মনে করছেন এই ছবিতে মিঠুন চক্রবর্তী আছেন বলেই হয়তো এই ছবির ঠাঁই হয়নি নন্দনে। তাঁর রাজনৈতিক পরিচয় হয়তো বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

কৌশিক সেন কিন্তু এই বিষয়ে রাজনীতির গন্ধ পেয়েছেন। তিনি বলেন, 'যাঁরা ছবির দেখতে ভালোবাসেন তাঁদের জন্য খারাপ খবর। অনেকেই কেবল নন্দনে ছবি দেখেন। তাঁরা হয়তো অপেক্ষা করছিলেন। অপরাজিতর ক্ষেত্রেও এক জিনিস হয়েছিল। এবারও তাই হল। ফলে রাজনৈতিক কারণ খুঁজলে খুব একটা অন্যায় হবে না।'

তবে সেসব গুজব এবং ভাবনাকে নস্যাৎ করে দিলেন বাংলার মন্ত্রী তথা তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম। মন্ত্রীর কথায়, নন্দনে শো না পাওয়ার বিষয়টির কারণ হল নন্দনে ছবি দেখানোর বুকিং হয়। আগে থেকে সেই বুকিং সেরে রাখতে হয়। আর এই বুকিংয়ের বিষয় মুখ্যমন্ত্রীর হাত নেই। হয়তো প্রজাপতির জন্য আগে চিঠি দেওয়া হয়নি, আবেদন জানানো হয়নি। কেউ আগে চিঠি দিয়েছেন। মিঠুন চক্রবর্তী আছেন বলে। প্রজাপতি শো পেল না এমনটা মোটেই নয়। একই ছবিতে দেবও আছে কিন্তু।

বায়োস্কোপ খবর

Latest News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী ‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড়

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.