রাজ চক্রবর্তীর একটি সিনেমায় অনেকবছর আগে কাজ করেছিল... more
রাজ চক্রবর্তীর একটি সিনেমায় অনেকবছর আগে কাজ করেছিলেন দেবশ্রী। তারপর থেকে বহুদিন ক্যামেরার থেকে দূরে ছিলেন। ফিরেছেন ২০২২ সালে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ দিয়ে।
1/5সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী। ইতিমধ্যেই দুটি সিনেমায় কাজ করে ফেলেছেন। একসময় কর্পোরট জগতে কর্মরতা হলেও, লাইট-ক্যামেরা-অ্য়াকশনের টানে নিজের নতুন পরিচিতি গড়েছেন। অনেকেরই এখন শখ দিদি আর বোনকে একসঙ্গে পর্দায় দেখার। তবে এর আগেই কিন্তু শুভশ্রীর একটা সিনেমায় দেখা গিয়েছিল দেবশ্রীকে।
2/5২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'আবার কাঞ্চনজঙ্ঘা' দিয়ে টলিউডে পা রাখা। ঋতাভরী-আবিরের ‘ফাটাফাটি’ সিনেমা তাঁকে এনে দিয়েছে কাঙ্খিত সাফল্য। তাঁকে নিয়ে চর্চা বেড়েছে। যেভাবে বডি পজিটিভিটির বার্তা দিচ্ছেন, তাতে তৈরি হয়েছে ফ্যানবেসও। যদিও আজকের এই জায়গায় পৌঁছতে কম কাঠখড় পোহাতে হয়নি তাঁকে।
3/5খুব ছোট বয়সে বিয়ে দেবশ্রীর। মাও হন বছরখানেকের ভিতরে। তবে দাম্পত্য ঝামেলার কারণে আলাদা হয়ে যান। মা-বাবা-বোনের সাহচর্যে একাই ছেলেকে বড় করেছেন। বছরখানেক আগে বোন-জামাই শুভশ্রী আর রাজ দাঁড়িয়ে থেকে ফের বিয়ে দিয়েছিলেন দেবশ্রী, তবে সে বিয়েও সুখের হয়নি। ৬ মাস গড়ানোর আগেই দ্বিতীয় স্বামীর থেকে আলাদা হয়ে যান।
4/5বর্তমানে দেবশ্রীর ইনস্টাগ্রাম ফলোয়ার্সের সংখ্যা ২৬ হাজারের কাছাকাছি। এথনিক থেকে ওয়াস্টার্ন, সব রকমের পোশাকেই সাবলীল। আপাতত চুটিয়ে উপভোগ করছেন ফাটাফাটি থেকে আসা সাফল্য়। তবে দেবশ্রীকে কিন্তু এর আগেও দেখা গিয়েছে শুভশ্রীর একটা সিনেমায়, যার পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী।
5/5২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তীর 'চ্যালেঞ্জ' ছবির একটি দৃশ্য দেখা গিয়েছিল দেবশ্রীকে। শুভশ্রী অর্থাৎ সিনেমার পূজাকে দেখতে আসে ছেলের বাড়ির লোক, আর ছেলের মা হয়েছিলেন দেবশ্রী। তবে তা খুবই ছোট একটি দৃশ্য়। তারপর বহুদিন আর আসেননি ক্যামেরায়।