HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Theatre Review: ঋদ্ধির পরিচালনায় শঙ্করের শেষ ছবি, নবীন-প্রবীণের দ্বন্দ্ব নিয়ে কেমন হল সুমনের 'আজকের সাজাহান'

Theatre Review: ঋদ্ধির পরিচালনায় শঙ্করের শেষ ছবি, নবীন-প্রবীণের দ্বন্দ্ব নিয়ে কেমন হল সুমনের 'আজকের সাজাহান'

Ajker Sahajan Theatre Review: শহরে এখন যে কটি নাটক নিয়ে জোর চর্চা চলছে তার অন্যতম হল সুমন মুখোপাধ্যায়ের আজকের সাজাহান নাটকটি। মুখ্য ভূমিকায় আছেন শঙ্কর চক্রবর্তী এবং ঋদ্ধি সেন। কেমন লাগল এই নাটক? জানাচ্ছে HT বাংলা।

'আজকের সাজাহান'-এ নবীন-প্রবীণের জোর টক্কর!

যে জিনিসটা আমরা সব থেকে বেশি ভালোবাসি, কাছে ধরে রাখতে চাই ডুবে থাকতে চাই একটা সময় সেটার প্রতি এই অগাধ টান, ভালোবাসাই সেটার সঙ্গে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় বোধহয়! অন্তত তেমনটাই মনে হল সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘আজকের সাজাহান’ নাটকটি দেখে। এই নাটকটি মূলত উৎপল দত্তের। এখানে প্রধান ভূমিকায় দেখা গিয়েছে শঙ্কর চক্রবর্তী, ঋদ্ধি সেনকে। এছাড়া অভিনয়ে বিমল চক্রবর্তী, অসীম রায় চৌধুরী, গৌতম সরকার প্রমুখ আছেন।

এই নাটকের গল্প আবর্তিত হয়েছে কুঞ্জ বিহারী চক্রবর্তীকে ঘিরে। তিনি একজন নাট্যব্যক্তিত্ব। নাটকই তাঁর ধ্যান, জ্ঞান, পেশা, ভালোবাসা সব। নাটকের মঞ্চ থেকে এখন রিটায়ার্ড তিনি, তবুও নাটককে ছাড়েননি তিনি। তাঁর করা শেক্সপিয়রের ‘ওথেলো’ বলুন বা ‘সাজাহান’ সমস্ত নাটকের সমস্ত সংলাপ তাঁর মুখস্থ। তাঁর অভিনীত সমস্ত নাটকের পোশাক পর্যন্ত তিনি তাঁর কাছে সযত্নে রেখে দিয়েছেন। নাটকের ছবি, মেকআপ, পোশাক নিয়েই থাকেন। সঙ্গে আছে সুরা। অভাব অনটন সংসারে লেগেই আছে। তবুও নাটক নিয়েই থাকেন তিনি। এমন অবস্থায় তাঁর কাছে একটি ছবির অফার আসে। প্রাথমিক ভাবে ফিরিয়ে দিলেও পরে মেনে নেন। শুটিং শুরু হয় ছবির। আর সেটা যত এগোতে থাকে নবীন-প্রবীণের দ্বন্দ্ব তত প্রকট হতে থাকে। বাড়তে থাকে ভাবনার অমিল। যদিও পরিচালক সুব্রত জানেন কী করে কাজ হাসিল করতে হয়। তিনি তাঁর ছবিতে সবটা নিখুঁত চান। একদম রিয়েলিস্টিক। তাতে কেউ মারা গেলেও তিনি পরোয়া করেন না। নিষ্ঠুর রূপ ফুটে ওঠে তাঁর। মনে হয় সে যেন এক কোনও গোপন অভিসন্ধি নিয়েই এই ছবি করতে নেমেছেন। সেটা কি আদৌ সত্যি? নাকি সবটাই মনের ভুল? এটা এই নাটক দেখলে বোঝা যাবে।

কুঞ্জ বিহারীর চরিত্রে আছেন শঙ্কর এবং সুব্রতর চরিত্রে ঋদ্ধি। এই বয়সে এসেও এভাবে টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে মঞ্চ দাপিয়ে বেড়ানো সহজ কথা নয়। তারপর সঙ্গে অভিনয় তো আছেই। সবটা মিলিয়েই শঙ্কর চক্রবর্তী নিজেই যেন নিজের তুলনা। অনবদ্য। অন্যদিকে ঋদ্ধি এই যুগের প্রতিনিধিত্ব করে চরিত্রটাকে যথাযথ ফুটিয়ে তুলেছে। কিছু দৃশ্যে তাঁর চোখে মুখের ওই ক্রুরতা, নিষ্ঠুরতা গায়ে কাঁটা দেওয়াবেই। বেশ কয়েকটি দৃশ্য আলাদা করে মন কাড়বে। সঙ্গে এই গুরু গম্ভীর নাটকে হালকা কমিক রিলিফ এনেছেন অসীম রায় চৌধুরী এবং সৌমিক মৈত্র।

এবার আসা যাক অন্য প্রসঙ্গে। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এই নাটকের মঞ্চ সজ্জা এবং শব্দের কাজ ভীষণ ভালো। সবটাকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছিল। মাঝে মধ্যে এখানে সিনেমাটিক ফিল পাবেন। কেন সেটা দেখলে বোঝা যাবে।

তবে এক কথায় বলতে গেলে, সুমন মুখোপাধ্যায়ের আজকের সাজাহান বেশ ভালো। থিয়েটার নিয়ে আবারও মানুষের মধ্যে যে উন্মাদনা ফিরছে সেটা কেন সাম্প্রতিককালের এই নাটকগুলো দেখলে বোঝা যাবে।

বায়োস্কোপ খবর

Latest News

ভয়াবহ ঝঞ্ঝায় দুর্ঘটনার কবলে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বিমান, মৃত ১,আহত বহু সাগরে তৈরি ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপ ২দিন পরে, বাংলায় ভারী বৃষ্টি কবে থেকে? ভোটের আগে বড় স্বস্তি BJP প্রার্থী রেখা পাত্রর, রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট বুদ্ধপূর্ণিমা ২০২৪ এ গজলক্ষ্মী সহ বহু শুভ যোগ! তুলা সহ ৩ রাশির সৌভাগ্য তুঙ্গে দেবের উত্থানের গল্প এবার বড়পর্দায়! বায়োপিকে ঝলক প্রকাশ্যে আসতেই হেসে খুন সবাই পাহাড়ে বেড়াতে গিয়ে পাথরের উপর পাথর সাজান, কিন্তু এর মানে জানেন? কখন এটি ‘অশুভ’ হামলাকারীকে ছাড়, আক্রান্ত সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দিল পুলিশ ‘জগন্নাথদেবও মোদীর ভক্ত’, মন্তব্যের পর ৩ দিনের উপবাসের পথে BJPর সম্বিত পাত্র 'কিউট' পুরুষকে ন্যাপকিন নোট লিখেছিলেন মহিলা, শুরু হয়েছিল ১০ বছরের পুরনো বন্ধুত্ব ‘রাতে যার ইচ্ছে হয়…’, ২ বউ পায়েল-কৃতিকার সঙ্গে কীভাবে যৌন জীবন চলে? জবাব আরমানের

Latest IPL News

কোয়ালিফায়ারের আগে KKR-কে উদ্দীপ্ত করলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন- ভিডিয়ো কোন বিষয়টি চিন্তায় রাখছে KKR-কে? কোথায় এগিয়ে হায়দরাবাদ? কী হবে দুই দলের একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই বদলে দিয়েছে কেরিয়ার, HT বাংলায় Exclusive অভিষেক পোড়েল বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর 'L' দেখিয়ে কেন সেলিব্রেশন? কোয়ালিফায়ারের আগে গোপন রহস্য ফাঁস করলেন KKR-র 'বিপদ' হস্তক্ষেপ করব না,ধোনি যখন সিদ্ধান্ত নেবে তখন জানাবে-রহস্য জিইয়ে রাখল সিএসকে সিইও জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর বিরাটের ব্যাটিং বা রবীন্দ্র-র রান আউট নয়, এই ঘটনাকে টার্নিং পয়েন্ট বলছেন যশ বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ