সামনে বসে সুন্দরী বিদেশিনী মডেল থুড়ি সুপারমডেল জিজি হাদিদ। তাঁকে দেখে বরুণের দিল একটু ‘বত্তমিজ’ হবে সেটাই তো স্বাভাবিক। শনিবার রাতে মুম্বইয়ে জিও সেন্টারে জমে উঠেছিল আম্বানিদের সাংস্কৃতিক মঞ্চের জমকালো উদ্বোধন পর্বের দ্বিতীয় দিন। সেখানে মঞ্চে পারফর্ম করেন বলিউডের ‘ভেড়িয়া’। তবে আমচকাই তাল কাটে! নাচ করতে করতে বরুণ হাত বাড়িয়ে স্টেজে ডেকে নিলেন মার্কিন মডেল জিজিকে। এরপর হঠাৎই জিজিকে কোলে তুলে তাঁর গালে চুম্বন আঁকলেন তারকা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছিছিক্কার বরুণের আচরণকে ঘিরে। অনুমতি ছাড়া কীভাবে কোনও মেয়ের গালে চুমু খেতে পারেন নায়ক? সোশ্যাল মিডিয়া শালীনতার পাঠ পড়ানোর চেষ্টায় উঠেপড়ে লাগে।
পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামেন বরুণ। রবিবার বেলা গড়াতেই টুইট করে নায়ক জানান, সবটাই ছিল পূর্বপরিকল্পিত। অন্য কোনও কারণ না খোঁজবার উপদেশও দেন বরুণ। তবুও অনেকেই সন্তুষ্ট হননি অভিনেতার সাফাইয়ে। গোটা বিতর্ক নিয়ে এবার জবাব দিলেন খোদ জিজি হাদিদ। বরুণের উপর ক্ষুব্ধ কি সত্যি ক্ষুব্ধ মার্কিন মডেল? সত্যিটা জানলে আপনি হয়রান হবেন!
সব জল্পনা-কল্পনায় ইতি টেনে ওই ভাইরাল ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন জিজি। সঙ্গে বরুণ ধাওয়ানকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আমার বলিউডের স্বপ্ন সত্যি হল বরুণ ধাওয়ানের হাত ধরে’। বোঝাই যাচ্ছে, দুজনের মধ্যে কোনওরকম তিক্ততা নেই, বরং বরুণের সঙ্গে কয়েক সেকেন্ড স্টেজ শেয়ার করতে পেরে দারুণ খুশি এই মার্কিন তারকা। জিজির এই মিষ্টি পোস্টের উত্তরে বরুণ লেখেন, ‘আমার প্রিয় আর মিষ্টি জিজি আদতে তুমি আমার স্বপ্নপূরণ করলে’।
ভাইরাল ভিডিয়োতে বরুণকে আচমকা জিজির গালে চুমু খেতে দেখে অনেকেই এই আচরণকে ‘অত্যন্ত নিন্দনীয়’,‘অশোভনীয়’ বলে মন্তব্য করেন। একজন লেখেন, ‘বিনা অনুমতিতে কেউ কাউকে চুমু দিতে পারেন কী ভাবে?’, অপর একজন লেখেন, ‘এরপর অদূর ভবিষ্যতে জিজি আর ভারতে আসবে না, এটা নিশ্চিত’।
এদিন সকালে বরুণ এক নেটিজেনকে কড়া জবাব দিয়ে টুইট করেন, ‘আজ হঠাৎ করে আপনি ঘুম থেকে ওঠলেন, আজ জেগে ওঠার সিদ্ধান্ত নিলেন। আপনার ভুল ধারণা ভেঙে আমি জানিয়ে রাখি, ওঁর (জিজি) মঞ্চে ওঠাটা সম্পূর্ণরূপে পূর্বপরিকল্পিত, তাই টুইটারে টিকে থাকতে নতুন কোনও কারণ খুঁজে বার করুণ, এই ব্যাপারে মাথা না ঘামিয়ে। শুভ সকাল'।
আরও পড়ুন- বউয়ের সামনেই জিজি হাদিদকে কোলে তুলে চুমু! বরুণের কীর্তি নিয়ে ছিছিকার, এল জবাব
প্রসঙ্গত, শুক্রবারই মুম্বইয়ে হাজির হন জিজি হাদিদ, জেন্ডেয়ার মতো হলি সুন্দরীরা। প্রথমদিন আম্বানিদের ইভেন্টে তাঁদের অনুপস্থিতি হতাশ করেছিল ভক্তদের, তবে শনিবারের রাতের যাবতীয় লাইমলাইট কাড়লেন এই হলিউড তারকারা। সোনালি-সাদা শাড়িতে জিজি হাদিদের দেশি অবতার মুগ্ধ করেছে তাঁর ভারতীয় ভক্তদের।