বাংলা নিউজ > বায়োস্কোপ > বোনের বিয়েতে কলকাতায় সুস্মিতা, রোমানকে শেখালেন বিয়ের পিঁড়ি ধরতে

বোনের বিয়েতে কলকাতায় সুস্মিতা, রোমানকে শেখালেন বিয়ের পিঁড়ি ধরতে

বোনের বিয়েতে কোন্নগরে সুস্মিতা সেন

জ্যাঠতুতো বোন ঐন্দ্রিলার বিয়েতে কোন্নগরের বাড়িতে সুস্মিতা। 

জ্যাঠতুতো বোনের বিয়ে বলে কথা। বহুদিন পর সপরিবারে কলকাতায় এসেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন।  সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। কোন্নগরের নবগ্রামে এক বিয়েবাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। 

তারকা ইমেজ ঝেড়ে ফেলে বাড়ির মেয়ে হিসেবে দেখা মেলে তাঁর। প্রেমিক রোমান শল, দুই মেয়ে রেনে-আলিশা এবং মায়ের সঙ্গে জ্যাঠতুতো বোন ঐন্দ্রিলা সেনের বিয়ে হাজির হন সুস্মিতা। পাত্রের নাম সায়ক সেন। ছবি ফেসবুকে শেয়ার করেছেন খোদ বিয়ের পাত্র। কনেযাত্রী হিসেবে বিয়ে বাড়িতে হাজির হয়েছিলেন সপরিবারে সুস্মিতা। সেজেগুজে বোনের বিয়েতে আনন্দ করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি।

সুস্মিতা সেন
সুস্মিতা সেন

স্ত্রী চারু আসোপাকে নিয়ে বিয়ে বাড়িতে হাজির সুস্মিতার ভাই রাজীব সেনও। সেখানেই ভ্লগ করেছেন তাঁরা। ধরা পড়েছেন অভিনেত্রীও। বিয়ে বাড়িতে প্রেমিক রোমান শলকে বাঙালি বিয়ের সঙ্গে অবগত করতে দেখা যায় সুস্মিতাকে। পাত্রীর বিয়ের পিঁড়ি ধরতে দেখা যায় রোমানকে। এমনই টুকরো মুহূর্ত ক্যামেরাবন্দি হতে দেখা যায় বিয়ে বাড়ির। 

বন্ধ করুন