বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika On Piece Hotel: ‘টিকবে না নন্দিনী’, ১৯ বছরের বাপ-মা মরা সাগরের হোটেলে স্বস্তিকা, খেলেন ভাত ফুটপাথে বসে

Swastika On Piece Hotel: ‘টিকবে না নন্দিনী’, ১৯ বছরের বাপ-মা মরা সাগরের হোটেলে স্বস্তিকা, খেলেন ভাত ফুটপাথে বসে

সাগরের ভাতের হোটেল স্বস্তিকা। 

এই ফুটেজ ফুড ভ্লগিংয়ের হলেও, এর পিছনে রয়েছে গভীর এক উদ্দেশ্য। যা এতটাই মহৎ, যে কারও চোখে এনে দেবে জল। স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রশংসা হল ভরেভরে। 

বরাবরই স্বস্তিকা মুখোপাধ্যায়ের সমাজপ্রেম নজর কাড়ে সোশ্যাল মিডিয়াতে। তা সে করোনার সময় প্রথম সারি-তে এসে লড়াই করা হোক, বা পথপশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তবে এবার অভিনেত্রী এমন একটা কাজ করলেন, যাতে প্রশংসায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। একাধিক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ফুটপাথে বসে ভাত খাচ্ছেন ভারতের এই নামি নায়িকা। সঙ্গে টিম ফুডকা। 

তবে এই ফুটেজ ফুড ভ্লগিংয়ের হলেও, এর পিছনে রয়েছে গভীর এক উদ্দেশ্য। যা এতটাই মহৎ, যে কারও চোখে এনে দেবে জল। যে ছেলেটি এই হোটেলটি চালায় তার নাম সাগর। বয়স মাত্র ১৯। ফুটপাথে চলা আর পাঁচটা পাইস হোটোলের মতোই এটি খোলা হয়েছে সংসার চালাতে। 

ফেসবুকে ‘Bhokkad Foody’ পেজ থেকে একটি পোস্টে লেখা হয়েছে, বাবা মা কে হারানো ১৯ বছর বয়সী সাগর একার হাতে চালায় কোলকাতার ফুটপাথের এই পাইস হোটেলটি। নিজেই রান্না করে, নিজেই বাসন মাজে, খাবার পরিবেশন করে বাজার করে। এই পেজের তরফেই সাগরের প্রথম ভিডিয়ো ভাইরাল হয়েছিল। আগে সাগরের বাবা এই দোকানটি চালাতেন। বাবা মারা যাওয়ার পর কিছুদিন বন্ধ ছিল। তবে ১৯ বছরের ছেলেটি সেটি ফের খুলেছেন। এক বোন আছে। সে পড়াশোনা করছে। নিজেও কম্পিউটারের ক্লাস নিচ্ছেন সাগর। এখন চোখে স্বপ্ন, বাবার নামে একটি রেস্তোরাঁ খুলতে চান শহর কলকাতাতে। 

স্বস্তিকার সাগরের দোকানে আসা মন কেড়ে নেয় নেট-নাগরিকদের। প্রশংসার সুর অভিনেত্রীর জন্য। একজন কমেন্টে লিখলেন, ‘নন্দিনীদের মতো মেয়েদের না দেখিয়ে সত্যিই একটু বিখ্যাত করা হোক ছেলেটিকে। সংসার চলুক।’ অপরজন লিখলেন, ‘নন্দিনীর দোকানে ৪-৫টা কাজের লোক। তাও কত ঝামেলা। আর এখানে কত শান্তিতে খাবার খাওয়ার সুযোগ রয়েছে।’

‘Bhokkad Foody’ পেজ থেকে লেখা হল, ‘২৪ ডিসেম্বর আমাকে প্রথমবার আমাকে পেজে ম্যাসেজ করে যে, দাদা আমার একটা ছোট্ট পাইস হোটেল আছে, আমার বাব-মা কেউ নেই। কাকা-কাকিমা আমাকে মানুষ করেছে। আমি আপনার ভিডিয়ো খুব পছন্দ করি, পারলে এক বার আমার দোকানে এসো। আমি বলেছিলাম, ভাই নিশ্চই যাবো তোমার দোকানে। ২৯ ডিসেম্বর তারিখে আমি ওর দোকানে যাই, প্রথমবার ও কোনও ক্যামেরা ফেস করছিল।’

তিনি আরও লেখেন, ‘পরশু দিন জানলাম, #Tollywood অভিনেত্রী #Swastika_Mukherjee ওর দোকানের খাবার খেয়ে ওকে খুব সবাসি দিয়েছে এবং ওর ভিডিয়ো পোস্ট করেছে। জেনে খুব ভালো লাগল, আর এখন তো ক্রিয়েটরদের ভিড় সাগরের চারিদিকে। এরকম একটা মানুষকে সাহায্য করে আমার খুব আনন্দ লাগছে। আপনাদেরও অনুরোধ করবো যে সাগরের মত মানুষ যারা পরিস্থিতির কাছে হার মানেনি তার পাশে গিয়ে একটু দাড়ান যাতে ছেলেটা মাথা উচু করে দাঁড়াতে পারে।’

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.