সিনেমা দেখতে গিয়ে পপকর্ন খেতে ইচ্ছা করে অনেকেরই। পপকর্ন যেন সিনেমা দেখার আনন্দ বহু গুণ বাড়িয়ে দেয়। আর হাফ টাইমে পেটে খিদের টানও খুব একটা ব্যতিক্রমী নয়। কিন্তু এমন ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই শেষ পর্যন্ত খাবার কেনা থেকে বিরত থাকেন। কারণ তার দাম।
মাল্টিপ্লেক্সে এক প্যাকেট পপকর্ন কিনতে গেলেই নিদেন পক্ষে ৩০০-৪০০ টাকা খসে যেতে পারে যে কারও। স্যান্ডউইচ বা অন্য খাবারের কথা হলে তো কথাই নেই। দামের এই মারাত্মক হালের একটা বড় কারণ হল কর। এত দিন পর্যন্ত ১৮ শতাংশ GST নেওয়া হত সিনেমা হলে বিক্রি হওয়া খাবারের ক্ষেত্রে। কিন্তু সেই GST-র পরিমাণই এবার কমে যেতে চলেছে। ১৮ শতাংশ থেকে কমে এটি এবার ৫ শতাংশ হয়ে যেতে পারে। তেমনই শোনা যাচ্ছে।
(আরও পড়ুন: দাম কমতে পারে এই ওষুধের, কম খরচ সিনেমা হলে- কোন কোন পণ্যের GST হ্রাস পেতে পারে?)
মঙ্গলবার জিএসটি কাউন্সিলের মিটিংয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অর্থমন্ত্রীর অধীনে থাকা এই কাউন্সিলের তরফে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে করের বোঝা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও শোনা গিয়েছে। এর মধ্যে গেমিংয়ের ক্ষেত্রে ২৮ শতাংশ করের পুরোটাই উঠিয়ে দেওয়া হতে পারে বলেও শোনা গিয়েছে। অনলাইন গেমিংয়ের ক্ষেত্রটিকে পেশার ক্ষেত্রে আরও বেশি করে উৎসাহ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলেও শোনা গিয়েছে।
(আরও পড়ুন: জালিয়াতি অনেক হল! GST-তে প্রতারণা রুখতে বায়মেট্রিক, জিয়ো ট্যাগিংয়ের পথে কেন্দ্র)
শুধুমাত্র যে সিনেমা হলে বিক্রি হওয়া খাবারের ক্ষেত্রেই করের পরিবর্তন হচ্ছে, তা নয়। শোনা গিয়েছে, সিনেমার টিকিট এবং সিনেমা হলে বিক্রি হওয়া খাবারের দাম এক সঙ্গে নেওয়া যায় কি না, তা নিয়েও ভাবছে কাউন্সিল। সেক্ষেত্রে যুগ্মভাবেও করের ব্যবস্থাও করা যেতে পারে। এখন ১০০ টাকার চেয়ে কম দামে বিক্রি হওয়া টিকিটের ক্ষেত্রে ১২ শতাংশ GST নেওয়া হয়। তার উপরে হলে ১৮ শতাংশ।
(আরও পড়ুন: কমল জিএসটি, এক ধাক্কায় অনেকটাই সস্তা হবে টিভি, ফ্রিজ, স্মার্টফোন!)
এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ ওষুধের ক্ষেত্রেও করের পরিমাণ কমাতে চলেছে জিএসটি কাউন্সিল। এর মধ্যে রয়েছে ক্যানসারের একটি ওষুধও। অর্থমন্ত্রী খুব দ্রুতই এই মিটিংয়ের সারাংশ জানাবেন বলে শোনা গিয়েছে।