বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘দ্য ব্যাটম্যান’ টিজার : প্রথমবার এই ডিসি সুপারহিরোর ভূমিকায় রবার্ট প্যাটিনসন

‘দ্য ব্যাটম্যান’ টিজার : প্রথমবার এই ডিসি সুপারহিরোর ভূমিকায় রবার্ট প্যাটিনসন

এবার ব্যাটম্যানের ভূমিকায় রবার্ট প্যাটিনসন 

হলিউডের পছন্দের ভ্যাম্পায়ার এবার হাজির হলেন ডিসি ইউনিভার্সের  প্রিয় সুপারহিরো ব্যাটম্যানের ভূমিকায়।
  • প্রকাশ্যে রবার্ট প্যাটিনসন অভিনীত দ্য ব্যাটম্যানের টিজার।
  • ‘আমি হলাম প্রতিহিংসা’- ঠিক বাক্য উচ্চারণের মধ্য দিয়েই ডিসি ইউনির্ভাসের সুপারহিরো ব্যাটম্যান হিসাবে আত্মপ্রকাশ করে ফেললেন রবার্ট প্যাটিনসন। হলিউড তারকা রবার্ট প্যাটিনসন ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করতে চলেছেন-গত বছর মে মাসে এই খবর প্রকাশ্যে আসবার পর থেকেই বিভিন্নমহল থেকেন নানারকম মত উঠে এসেছিল। ব্যাটম্যানের ভূমিকায় কতখানি মানাবে ‘দ্য টোয়ালাইট সাগা’ সিরিজ খ্যাত এই তারকাকে ? সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন ডিসি কমিকসের অনেক ভক্ত। তবে সব জল্পনার অবসান হল শনিবার। প্রকাশ্যে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান-ডিসি ফ্যানডম’ এর প্রথম ঝলক।

    কথামতোই প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে ডিসি ফ্যানডম ইভেন্টে মুক্তি দেওয়া হল এই ছবির টিজার । করোনা ভাইরাস অতিমারীর জেরে এই ছবির শুটিং বন্ধ রয়েছে, যা শুরু হওয়ার কথা সেপ্টেম্বর মাসে। আপাতত অক্টোবর ২০২১ মুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে গোটা টিম।

    দেখে নিন দ্য ব্যাটম্যান-ডিসি ফ্যানডম’-এর ট্রেলার :

    মূলত টানটান অ্যাকশন দৃশ্যে ভরপুর এই টিজারে ব্যাটম্যান রূপী রবার্ট প্যাটিনসনের এন্ট্রি ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরী করেছে । তাঁর ঘষা- ঘষা কণ্ঠস্বরের নতুনত্ব হল ক্রিশ্চান বেলের মতো কর্কশও নয় আবার আবার বেন আফ্লেকের মতো যান্ত্রিকও নয় যা ইতিমধ্যেই ভক্ত মহলে উন্মাদনা সৃষ্টি করেছে । ব্যাটম্যান ওরফে ক্যাপড ক্রুসেডারের চরিত্রে ছবিতে থাকছেন প্যাটিনসন। তাঁর মতে, এটি শুধু কোনও সুপারহিরোর গল্প নয়, এটা একটা জটিল চরিত্রের কাহিনি। পর্দায় তিনি কোনও সুপারহিরো হতে চান না। তাঁর কথায় ‘যে চরিত্রের ভিতর কোনও দ্বন্দ্ব নেই তা আমায় টানে না’।

     ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে পল ড্যানোকে।এছাড়াও জো ক্রাভিৎজ থাকছেন ক্যাট ওম্যানের ভূমিকায় এবং সম্পূর্ণ অপরিচিত আইরিশ অভিনেতা কলিং ফ্যারেলকে দেখা যাবে পেঙ্গুইনের চরিত্রে । এছাড়াও ছবিতে দেখা যাবে জন টারটারো , পিটার সারসগার্ড , জেমি লাউসন এবং অ্যান্ডি সার্কিস এর মতো তারকা অভিনেতাদের । নির্ভানার সামথিং ইন দ্যা ওয়ে গানের মিউজিকের মোড়কে নির্মিত টিজারে নাইকেল গিয়াচ্চিনোর নতুন ব্যাটম্যান থিমের অনুপ্রেরণা লক্ষ্য করা গিয়েছে ।

    View this post on Instagram

    #TheBatman 🦇

    A post shared by Robert Pattinson (@robertpattinsonofficial) on

    প্রসঙ্গত উল্লেখ্য , গতকালই এই ফ্যানডম ইভেন্টের মঞ্চ থেকে পরিচালক মাস্চেউত্তির আগামী ছবি দ্য ফ্ল্যাশ-এ বেন আফ্লেকের আবার ব্যাটম্যানের চরিত্রে ফেরার কথা ঘোষণা করে ডিসি কমিক্স । গোটা বিশ্বের মার্বেলপ্রেমীদের পছন্দের সুপারহিরো ব্যাটম্যান হিসাবে প্যাটিনসনের সঙ্গে বেন অ্যাফ্লেকের তুলনা যে টানা হবেই তা কারুর অজানা নয়। তবে প্রথম পরীক্ষায় অন্তত পুরো নম্বর নিয়েই পাশ করলেন রুপোলি পর্দার এই হ্যান্ডসাম ভ্যাম্পায়ার। 

    বন্ধ করুন