৯৫তম অস্কার অ্যাওয়ার্ডের মঞ্চে ভারতের প্রথম জয় আসে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর হাত ধরে। স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কৃত হয় প্রযোজক গুণিত মঙ্গার ডকুমেন্ট্রি। তামিলনাড়ুর ধরমপুরিতে অনাথ হস্তিশাবকের যত্নআত্তির দায়িত্বে থাকা মাহুত দম্পতি কে বোম্মান ও তাঁর স্ত্রী বেলিকে ঘিরেই এই ডকু-শর্ট ফিল্ম। হস্তিশাবক রঘুর মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে কীভাবে এই দম্পতি দিনরাত এক করে সন্তান স্নেহে বড় করে তুলেছেন রঘু এবং পরবর্তীতে আম্মু তাই উঠে এসেছে পরিচালক কার্তিকীর ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এ।
নীলগিরির মুদুমালাই টাইগার রিজর্ভের থেপ্পাকাডু ক্যাম্পের পশুচিকিৎসা কেন্দ্রে হাতিদের দেখাশোনা করাই কাজ বোম্মান ও বেলির। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ অস্কার জিততেই হুড়োহুড়ি এই মাহুত দম্পতিকে ঘিরে। রাতারাতি সংবাদ শিরোনামে তাঁরা। সংবাদমাধ্যমের সামনে একদিন আগেই আক্ষেপের সুরে তাঁদের বলতে শোনা গিয়েছিল, ‘ছবিটি অস্কার পেয়েছে খুব ভাল কথা, কিন্তু তাতে আমার জীবনে খুব বেশি হেরফের হয়নি।’ তবে এবার কিছুটা হলে বদল এল।
বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন দেখা করলেন বোম্মান ও বেলির সঙ্গে, তাঁদের সংবর্ধনা জানানোর পাশাপাশি এক লক্ষ টাকা করে পুরস্কারও দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মুদুমালাই-আন্নামালাইয়ের জঙ্গলের হাতিদের দেখভালের দায়িত্বে থাকা মোট ৯১ জন মাহুতকে এক লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেন স্ট্যালিন। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে এই অর্থ। এর পাশাপাশি এদিন ঘোষণা করা হয় মাহুত এবং হস্তিশাবকদের জন্য থাকার উপযুক্ত ব্যবস্থা করতে ৯.১০ কোটির অনুদান দেওয়ার হবে রাজ্য সরকারের পক্ষে। পাশাপাশি আন্নামালাইয়ের এলিফ্যান্ট ক্যাম্পকে আরও উন্নত করতে ৫ কোটি টাকা দেবে রাজ্য, সঙ্গে নতুন একটি ক্যাম্প গড়তে দেওয়া হবে ৯ কোটির অনুদান!
স্ট্যালিন এদিন জানান, 'আমাদের বন দফতরের কাজ এবং হাতি সংরক্ষণের এই প্রচেষ্টাকে সারা বিশ্বে পরিচিতি দিয়েছে এই পুরস্কার (অস্কার)। তামিলনাড়ুর বন দফতরের এক কর্মী বোম্মান। তামিল নাড়ুর বনদফতরের তরফেই মায়ের মৃত্যুর পর দল থেকে বিতাড়িত আহত হস্তিশাবক রঘুর দেখভালের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বোম্মান ও তাঁর স্ত্রীর হাতে। পরে আরও এক হস্তিশাবক আম্মু আসে তাঁদের জিম্মায়। নীলগিরির মাদুমালাইয়ের জঙ্গলে মাহুত দম্পতির সঙ্গে দুই হস্তিশাবকের সম্পর্কের এক অদ্ভূত চিত্র ধরা পড়েছে। যদিও আপতত রঘু আর আম্মিুকে অন্য মাহুতের দায়িত্বে পাঠানো হয়েছে। সেই কষ্ট ভুলে এখন নতুন হস্তিশাবকের যত্ন-আত্তিতে ব্যস্ত কে বোম্মান ও তাঁর স্ত্রী বেলি।
আরও পড়ুন- অস্কারজয়ী 'এলিফ্যান্ট হুইসপারার্স' দেখা হয়নি মাহুত দম্পতির, আজ খুব মনে পড়ছে হাতি রঘুকে