এই বছরের ইদ জমে যেতে চলেছে একসঙ্গে একাধিক হিন্দি এবং বাংলা ছবির সঙ্গে। আর এই ছবিগুলোর অন্যতম হল অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটি। বর্তমানে এই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই ছবি মুক্তির আগেই একি কাণ্ড ঘটিয়ে বসলেন অক্ষয় এবং টাইগার!
টাইগার এবং অক্ষয়ের নতুন ভিডিয়ো
এদিন টাইগার শ্রফ একটি মজার ভিডিয়ো শেয়ার করেন। তাঁর সঙ্গে সেখানে অক্ষয় কুমারকেও দেখা যাচ্ছে। এই ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে টাইগার শ্রফ অক্ষয় কুমারকে জিজ্ঞেস করছেন 'এই বড়ে মিয়া ওই পর্যন্ত (সুইমিং পুলের আরেক দিক) একটা রেস হয়ে যাক নাকি?' এই কথা শুনেই উঠে দাঁড়িয়ে রেসের জন্য প্রস্তুত হতে শুরু করে দেন অক্ষয় কুমার। এরপর অক্ষয় যখন জলে ঝাঁপ দেন তখন টাইগার পুলের পাড় ধরে ছুটতে শুরু করেন এবং বেশ কিছুটা গিয়ে জলে ঝাঁপ দেন। এবং এমন ভাব করেন যেন তিনিই বিজয়ী হয়েছেন। তাঁর এই কাণ্ড দেখে হতভম্ব হয়ে যান বড়ে মিয়া অক্ষয় কুমার।
আরও পড়ুন: আবির গানে দোলের আগেই রাঙিয়ে দিলেন ইমন, বসন্ত উৎসবে মাতালেন ঊষা উত্থুপ-জোজো-ফকিরারা
এই ভিডিয়ো শেয়ার করে টাইগার শ্রফ লেখেন, 'হিসেব এবার মিলল বড়ে মিয়া অক্ষয় কুমার।' উত্তরে অক্ষয় কুমার লেখেন, 'হিসেব এখনও মেলেনি। এটা এভাবেই চলতে থাকবে।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মতামত জানিয়েছেন তাঁদের। দীপশিখা দেশমুখ, যিনি এই ছবির অন্যতম প্রযোজক তিনি মন্তব্য করে লেখেন, 'বড়ে মিয়া বড়ে মিয়া, ছোটে মিয়া সুভানাল্লাহ।' কেউ আবার লেখেন, 'আপনাদের ছবির জন্য মুখিয়ে আছি।'
আরও পড়ুন: 'মানুষ বোধহয়...', 'ধনী' রাজকে বিয়ে করায় লাগাতার ট্রোল্ড, এবার জবাবে কী বললেন 'অর্থলোভী' শিল্পা?
আরও পড়ুন: চিকিৎসকের বারণ উপেক্ষা করে হুইলচেয়ারে বসেই ভুল ভুলাইয়া ৩-এর কাজ শুরু করলেন আনিস বাজমি!
বড়ে মিয়া ছোটে মিয়া প্রসঙ্গে
এই ছবিটি আদতে এই একই নামের পুরনো ছবিটির রিমেক। সেখানে অমিতাভ বচ্চন, গোবিন্দা এবং মাধুরী দীক্ষিত ছিলেন। এই নতুন ছবিতে থাকবেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা, আলায়া এফ, প্রমুখ। এই ছবিটি ২০২৪ সালের ইদে মুক্তি পাবে। এই ছবিটির সঙ্গে বক্স অফিসে টক্কর জমবে অজয় দেবগনের ময়দান এবং অঙ্কুশ হাজরার মির্জার।