টিনা দত্ত শালিন শালিন ভানোতের উপর গুরুতর অভিযোগ করলেন। জানালেন বিগ বস হাউজেই নাকি একবার শালিন তাঁর গায়ে হাত তুলতে গিয়েছিলেন। বিগ বস ১৬ থেকে বাদ হয়ে গিয়েছেন টিনা। তবে শালিন এখনও আছেন এই রিয়েলিটি শোতে।
ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'ওর সঙ্গে যদি আমার দেখা না হতো, বন্ধুত্ব না হতো তাহলে বিগ বস হাউজে আমার সফরটা অন্যরকম হতো, আরও অনেক বেশি সুন্দর হতো। ও আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিল। আমাকে একবার মারতে পর্যন্ত গিয়েছিল। আমি ওর আসল রূপটা সবার সামনে নিয়ে আসতে চেয়েছিলাম আর সেটাই আমার কাল হল। ও একজন ভালো অভিনেতা। কিন্তু ভালো মানুষ নয়। আমি ভেবেছিলাম কোনও রিয়েলিটি শোতে কেউ এতদিন ধরে অভিনয় চালাতে পারে না। কিন্তু আমি ভুল ছিলাম। এই এতগুলো মাস ধরে অভিনয় চালিয়ে যাওয়ার জন্য ওকে হ্যাটস অফ!'
এর আগেও পিঙ্কভিলাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি জানান তিনি আর কখনই শালিন ভানোতের মুখোমুখি হয়ে চান না। এবং একই সঙ্গে স্পষ্ট করে দেন তাঁদের মধ্যে কোনও সম্পর্ক বা বন্ড নেই।
বিগ বস থেকে বাদ হয়ে যাওয়ার পর অভিনেত্রী তাঁর ভক্তদের ধন্যবাদ জানান তাঁকে সাপোর্ট করার জন্য। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, 'এই চার মাস মোটেই সহজ ছিল না। কিন্তু আপনাদের সাপোর্ট আমাকে শক্তি জুগিয়েছিল। অনেক ধন্যবাদ। ভালোবাসা জানাই সকলকে।'
বিগ বস ১৬ -এর ফিনালে প্রায় এসেই গিয়েছে। এটাই শেষ সপ্তাহ। বিগ বস ১৬- এর ট্রফির জন্য এখন লড়াই চালাচ্ছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, এমসি স্ট্যান, নিমরিত কৌর আহলুয়ালিয়া, শিব ঠাকরে, অর্চনা গৌতম, প্রমুখ। সুম্বুল তৌকির খানকে শনিবার ভোট আউটের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে।