মিঠাই-এর স্লট হারানোর যন্ত্রণা ভক্তদের বুকে আরও বেশি করে বিঁধবে যখন এদিনের টিআরপি-র নম্বর জানতে পারবে। ‘সিধাই’ জুটি নেমে এসেছে সোজা আট নম্বরে। এই হাল থাকলে সন্ধে ৬টার স্লটও না মাসখানেকের মধ্যে হাতছাড়া হয়ে ধারাবহিক বন্ধ হওয়ার মতোই অবস্থা হয়। এদিকে মিঠাই-এর পথেই যেন হাঁটছে গাঁটছড়াও। খড়ি-ঋদ্ধি এবার একটু উপরে মানে তিন নম্বরেই। তবে ডি আর ঋদ্ধির গাড়ি দুর্ঘটনার টুইস্ট TRP একটু বাড়াতে পারে বৈকি।
সেদিক থেকে দেখতে গেলে জগদ্ধাত্রী কিন্তু আশা যোগাচ্ছে। নম্বর বেড়েছে আগের সপ্তাহ থেকে (৭.০ থেকে ৭.২)। তবে ২ নম্বর পজিশন হাতছাড়া হয়েছে ধুলোকণার কাছে। এবারও টপে গৌরী এলো। ঘোমটা কালীর আর্শীবাদ মাথার উপরেই রয়েছে ঈশান আর গৌরীর।
এদিকে বাচ্চা কার এই নাটকে ভালো জমে উঠেছে অনুরাগের ছোঁয়াও। তাই তো আট নম্বর থেকে উঠে এসেছে সোজা পাঁচে। নম্বর বাড়িয়েছে আলতা ফড়িংও।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- গৌরী এলো (৭.৮)
দ্বিতীয়- ধুলোকণা (৭.৬)
তৃতীয়- গাঁটছড়া (৭.৩)
চতুর্থ- জগদ্ধাত্রী (৭.২)
পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৭.০)
ষষ্ঠ- আলতা ফড়িং (৬.৯)
সপ্তম- মাধবীলতা (৬.৭)
অষ্টম- মিঠাই (৬.৬)
নবম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
দশম- খেলনা বাড়ি (৬.২)
এদিকে শেষ হতে চলা ধারাবাহিক হিসেবে যে নাম এখন মুখে মুখে ঘুরছে তা হল পিলু। কারণ সেই জায়গাতেই যাবে মিঠাই ১৪ নভেম্বর থেকে। চলতি সপ্তাহে পিলুর টিআরপি ৪.৮। ধুঁকছে গুড্ডিও। পরকীয়া দেখিয়েও ৩.৮-এর থেকে বেশি নম্বর তুলতে পারেনি। লালকুঠি আর বোধিসত্বর বোধবুদ্ধির নম্বরও নীচের দিকে, যথাক্রমে ৪.৫ আর ৩.৬।