আরও দু-দিন থানে সেন্ট্রাল জেলের কুঠুরিতেই কাটবে অভিনেতা শিজান খানের। গত ২৪শে ডিসেম্বর ‘আলিবাবা-দাস্তান-এ-কবুল’-এর সেটে অভিনেত্রী তুনিশ শর্মার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল মায়ানগরীতে। পরদিনই অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হন প্রাক্তন প্রেমিক তথা সহ-অভিনেতা শিজান খান। এদিন ভাসি কোর্টের তরফে শিজান খানের জামিনের আর্জির শুনানি পিছিয়ে দেওয়া হয় আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত। ২০ বছর বয়সী তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ রয়েছে শিজানের বিরুদ্ধে।
অন্যদিকে শিজানের আইনজীবীর দাবি, পুলিশের নিষ্কৃতার জেরে ‘নির্দোষ’ শিজান ও তাঁর পরিবার চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে, বলে জানান তিনি। শিজানের গ্রেফতার ‘অনৈতিক এবং বেআইনি’ ফের দাবি করেন অভিযুক্তর আইনজীবী।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, শিজানের সঙ্গে তাঁর ‘সিক্রেট গার্লফ্রেন্ড’-এর মুছে ফেলা চ্যাট ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বহু মেয়ের সঙ্গেই ফোনে কথা হত শিজানের। পুলিশ জানায়, ‘অভিযুক্তর মোবাইল ফোন থেকে অনেক চ্যাটই মিলেছে। যা দেখে স্পষ্ট ব্রেক-আপের পর তুনিশাকে এড়িয়ে চলতে শুরু করেছিল শিজান। তুনিশা ঘনঘন মেসেজ করত শিজানকে। কিন্তু অভিযুক্ত কোনওরকম জবাব দিত না’।
আরও পড়ুন-চুল কাটব না, বাড়ির খাবার চাই- জেল হেফাজতে হাজারো বায়না তুনিশার প্রাক্তন শিজানের
এর আগে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে ১৩ই জানুয়ারি পর্যন্ত শিজানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। জানা গিয়েছে, তুনিশার আত্মহত্যার মাত্র দু-সপ্তাহ আগে শিজান প্রয়াত অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। তুনিশার মায়ের অভিযোগ, মেয়ে অ্যানসাইটি ডিসওর্ডারের শিকার জেনেও সম্পর্কে জড়িয়েছিল শিজান, মাঝপথে তুনিশার হাত ছেড়ে দেয় সে। শুধু তাই নয়, শিজান চড় মেরেছিল তুনিশাকে এমন বিস্ফোরক দাবিও করেছেন প্রয়াত অভিনেত্রীর মা। শিজানের সঙ্গে ব্রেক-আপের পরই নাকি পুরোপুরি ভেঙে পড়েছিল তুনিশা, দাবি মা বণিতা শর্মার।
অন্যদিকে সাংবাদিক বৈঠক করে তুনিশার মায়ের যাবতীয় অভিযোগ খারিজ করেছে শিজানের পরিবার। শিজানের দুই দিদি ফলক নাজ ও শফক নাজ এবং মা কেহকেশান কাইফি জানান, ‘শিজান নির্দোষ’। পালটা তুনিশার মায়ের সঙ্গে প্রয়াত অভিনেত্রীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে তাঁরা। জোর করে তুনিশাকে অভিনয়ের পেশায় ঠেলে দিয়েছিল মা, কাজ করতে বাধ্য করা হত অবসাদগ্রস্ত তুনিশাকে, অভিযোগ শিজানের দিদিদের। তুনিশার যাবতীয় টাকা-পয়সাও মায়ের দখলেই থাকত বলেও অভিযোগ করে তাঁরা।