বাংলা নিউজ > বায়োস্কোপ > Tunisha Sharma Death Case Update: তুনিশা মৃত্যু মামলায় ফের জামিন অধরা শিজানের! 'রহস্যময়ী'র চ্যাট উদ্ধার করল পুলিশ

Tunisha Sharma Death Case Update: তুনিশা মৃত্যু মামলায় ফের জামিন অধরা শিজানের! 'রহস্যময়ী'র চ্যাট উদ্ধার করল পুলিশ

আরও দু-দিন জেলেই কাটবে শিজানের 

শিজানের ফোন থেকে ‘ডিলিট’ করে দেওয়া চ্যাট উদ্ধার করল পুলিশ। মুছে ফেলা চ্যাট ঘেঁটে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে, দাবি মুম্বই পুলিশের। শিজানের জামিনের শুনানি পিছোল ৯ই জানুয়ারি পর্যন্ত। 

আরও দু-দিন থানে সেন্ট্রাল জেলের কুঠুরিতেই কাটবে অভিনেতা শিজান খানের। গত ২৪শে ডিসেম্বর ‘আলিবাবা-দাস্তান-এ-কবুল’-এর সেটে অভিনেত্রী তুনিশ শর্মার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল মায়ানগরীতে। পরদিনই অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হন প্রাক্তন প্রেমিক তথা সহ-অভিনেতা শিজান খান। এদিন ভাসি কোর্টের তরফে শিজান খানের জামিনের আর্জির শুনানি পিছিয়ে দেওয়া হয় আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত। ২০ বছর বয়সী তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ রয়েছে শিজানের বিরুদ্ধে।

অন্যদিকে শিজানের আইনজীবীর দাবি, পুলিশের নিষ্কৃতার জেরে ‘নির্দোষ’ শিজান ও তাঁর পরিবার চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে, বলে জানান তিনি। শিজানের গ্রেফতার ‘অনৈতিক এবং বেআইনি’ ফের দাবি করেন অভিযুক্তর আইনজীবী।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, শিজানের সঙ্গে তাঁর ‘সিক্রেট গার্লফ্রেন্ড’-এর মুছে ফেলা চ্যাট ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বহু মেয়ের সঙ্গেই ফোনে কথা হত শিজানের। পুলিশ জানায়, ‘অভিযুক্তর মোবাইল ফোন থেকে অনেক চ্যাটই মিলেছে। যা দেখে স্পষ্ট ব্রেক-আপের পর তুনিশাকে এড়িয়ে চলতে শুরু করেছিল শিজান। তুনিশা ঘনঘন মেসেজ করত শিজানকে। কিন্তু অভিযুক্ত কোনওরকম জবাব দিত না’।

আরও পড়ুন-চুল কাটব না, বাড়ির খাবার চাই- জেল হেফাজতে হাজারো বায়না তুনিশার প্রাক্তন শিজানের

এর আগে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে ১৩ই জানুয়ারি পর্যন্ত শিজানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। জানা গিয়েছে, তুনিশার আত্মহত্যার মাত্র দু-সপ্তাহ আগে শিজান প্রয়াত অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। তুনিশার মায়ের অভিযোগ, মেয়ে অ্যানসাইটি ডিসওর্ডারের শিকার জেনেও সম্পর্কে জড়িয়েছিল শিজান, মাঝপথে তুনিশার হাত ছেড়ে দেয় সে। শুধু তাই নয়, শিজান চড় মেরেছিল তুনিশাকে এমন বিস্ফোরক দাবিও করেছেন প্রয়াত অভিনেত্রীর মা। শিজানের সঙ্গে ব্রেক-আপের পরই নাকি পুরোপুরি ভেঙে পড়েছিল তুনিশা, দাবি মা বণিতা শর্মার।

অন্যদিকে সাংবাদিক বৈঠক করে তুনিশার মায়ের যাবতীয় অভিযোগ খারিজ করেছে শিজানের পরিবার। শিজানের দুই দিদি ফলক নাজ ও শফক নাজ এবং মা কেহকেশান কাইফি জানান, ‘শিজান নির্দোষ’। পালটা তুনিশার মায়ের সঙ্গে প্রয়াত অভিনেত্রীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে তাঁরা। জোর করে তুনিশাকে অভিনয়ের পেশায় ঠেলে দিয়েছিল মা, কাজ করতে বাধ্য করা হত অবসাদগ্রস্ত তুনিশাকে, অভিযোগ শিজানের দিদিদের। তুনিশার যাবতীয় টাকা-পয়সাও মায়ের দখলেই থাকত বলেও অভিযোগ করে তাঁরা।

 

বায়োস্কোপ খবর

Latest News

দেশের ফাস্ট ট্র্যাক আদালতগুলিতে জমে রয়েছে ২ লক্ষেরও বেশি মামলা- রিপোর্ট United Arab Emirates Women বনাম Namibia Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের দলে রিঙ্কু সিং, রিপোর্ট ‘‌সীমান্ত সিল করা হোক যাতে ওড়িশার মুরগি বাংলায় না ঢোকে’‌, কড়া নির্দেশ মমতার ‘বললেন কী করে? ছিঃ’, মমতার ‘উৎসবে ফিরে আসুন’ বার্তায় ক্ষুব্ধ মানসী-অনিন্দিতারা 'হাসপাতালটা বাপের নাকি করছ অবহেলা…' জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে প্যারোডি TMC-র বাদ যাচ্ছে অহিন্দু শব্দ, বহিরাগতদের প্রবেশ নিষেধ জানিয়ে বোর্ড থাকছে কেদারঘাটিতে মাত্র ১ দিন ছুটি নিয়ে টানা ১০৪ দিন কাজ, বেঘোরে মৃত্যু শেয়ার বাজারে 'ঝড়', এই সপ্তাহে আসছে বাজাজ হাউজিং সহ ৯০০০ কোটির ১৬টি IPO ‘এবার উৎসবে ফিরুন’, আদেশ মমতার! শ্রীলেখা লিখলেন, ‘আপনি মানে মানে গদিটি ছাড়েন…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.