হিন্দি টিভি অভিনেত্রী তুনিশা শর্মার কেসে নতুন আপডেট। শনিবার আলিবাবা-দাস্তান-এ-কাবুল ধারাবাহিকের সেটে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সম্পন্ন হয়েছে শেষকৃত্য। বুধবার আদালতের পক্ষ থেকে শিজানকে আরও দুদিনের পুলিশ কাস্টেডির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার অবধি পুলিশের জেরার মুখে পড়তে হবে তাঁকে। রবিবারই ভাসি, মহারাষ্ট্র কোর্টের তরফ থেকে চার দিনের কাস্টেডির ঘোষণা করা হয়েছিল। এবার তা আরও দু দিন বাড়িয়ে দেওয়া হল।
রিপোর্ট অনুসারে তুনিশার মারা যাওয়ার ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়। বুধবার ওয়ালিব পুলিশের তরফে শিজানের চ্যাট ও রেকর্ডিংস তুলে ধরা হয় আদালতে। পুলিশের দাবি চ্যাট থেকে এমন কিছু তাঁরা পাননি যা আপত্তিকর। খাবার, কে কেমন আছে এই নিয়েই কথা হত তাঁদের।
পুলিশের তরফে জানানো হয়েছে তুনিশার অ্যাংজাইটির সমস্যা নিয়ে তাঁরা প্রয়াত অভিনেত্রীর মায়ের সঙ্গে কথা বলবেন ও আরও একবার তাঁর বয়ান রেকর্ড করা হবে। সঙ্গে পুলিশ জানিয়েছে তুনিশার মোবাইল তাঁরা এখনও দেখে উঠতে পারেননি কারণ সেটা এখনও আনলক করা সম্ভব হয়নি।
শিজানকে কোট করে পুলিশ জানিয়েছে, নিজের কেরিয়ারে ফোকাস করতে চেয়েছিল, এই কারণেই নাকি বিচ্ছেদ করে নিয়েছিল তুনিশার সঙ্গে। তবে তুনিশার ‘লুকনো প্রেমিকা’কেও খুঁজে পেয়েছে ওয়ালিব পুলিশ এবং তাঁর বয়ানও রেকর্ড করা হবে। আরও পড়ুন: আগুনে পুড়ছে তুনিশা, সহ্য করতে না পেরে জ্ঞান হারাল মা, ছবি চোখে জল আনল নেটপাড়ার
এদিকে তুনিশার কাকা বুধবার একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছে। জানিয়েছে শিজানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই বদলে যেতে শুরু করে তাঁদের মেয়ে। হিজাব পরতেও শুরু করে দেয়। এএনআইকে এই ব্যক্তি জানায়, ‘পুলিশ আজ আদালতে জানিয়েছে শিজানের অন্য প্রেমিকার কথা। ওদের উচিত সমস্ত অ্যাঙ্গেল থেকে এই কেস খতিয়ে দেখা। তুনিশার মধ্যে একাধিক বদল আসতে শুরু করেছিল শিজানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে। ও হিজাব পরাও শুরু করে দেয়।’
প্রসঙ্গত, শিজান ও তাঁর ‘লুকনো প্রেমিকা’র চ্যাট মুছে ফেলা হয়েছে। তবে তা ফিরিয়ে আনতে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ করার কথা ভাবছে মুম্বই পুলিশ। খতিয়ে দেখা হবে কেন শুধুমাত্র একটা মেয়ের সঙ্গে করা চ্যাটই শিজান মুছে ফেলেছে। এর সঙ্গে তুনিশার মৃত্যুর কোনও সম্পর্ক আছে কি না তা জানতে বদ্ধপরিকর তাঁরা।
তুনিশার ঘনিষ্ঠ বান্ধবী রায়া লাবিবও শিজানের চরিত্র নিয়ে এর আগে প্রশ্ন তুলেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘শিজানের সুপরুষ চেহারা ও স্বভাবের কারণে মেয়েরা চট করে ওর প্রেমে পড়ত। আর শুধু সেক্সের জন্যই ও সম্পর্কে জড়াত। নিজের যৌন লালসা মেটানোর জন্য আরও অনেক মেয়েকে ব্যবহার করেছেন। ভালোবাসা আর প্রতিশ্রতির নামে সবাইকে ঠকিয়েছে।’