বাংলা নিউজ > বায়োস্কোপ > কৃতি-প্রভাস তাহলে সত্যিই প্রেম করছেন? মুখ ফসকে গোপন কথা ফাঁস করলেন বরুণ ধাওয়ান

কৃতি-প্রভাস তাহলে সত্যিই প্রেম করছেন? মুখ ফসকে গোপন কথা ফাঁস করলেন বরুণ ধাওয়ান

কৃতি শ্যানন আর প্রভাসের প্রেমে শিলমোহর দিলেন বরুণ ধাওয়ান?

আদিপুরুষে একসঙ্গে দেখা যাবে কৃতি শ্যানন আর প্রভাসকে। সম্প্রতি ভেড়িয়ার প্রোমোশনে এসে বলিউডের এই জুটি বাস্তবেও প্রেম করছেন বলে ইঙ্গিত করলেন বরুণ। 

‘ভেড়িয়া’র প্রোমোশনে অফস্ক্রিনও দুর্দান্ত বন্ডিং নজরে এসেছে বরুণ ধাওয়ান আর কৃতি শ্যাননের। একে-অপরের সঙ্গে মস্করা করার সুযোগই ছাড়ে না, আর ব্যাপারটা বেশ উপভগও করছেন তাঁদের অনুরাগীরা। আর এই করতে গিয়েই কেলোটা করলেন বরুণ। মুখ ফসকে ফাঁস করে দিলেন কৃতির লাভ লাইফ। বলা ভালো কৃতি-প্রভাসের প্রেম নিয়ে যে কানাঘুষো শোনা যাচ্ছিল, সেটাকেই কনফার্ম করে দিলেন বরুণ।

কৃতিকে খুব সম্প্রতি স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’ ছবিতে। খবর, ছবির কাজ করার সময়তেই একে-অপরের প্রেমে পড়েন। এখন নাকি ডেটও করছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক রিয়েলিটি শো-তে করণ জোহর প্রশ্ন করছেন বরুণকে, ‘কৃতির নাম এই লিস্টে নেই কেন?’ আর তাতে ‘ভেড়িয়া’ অভিনেতার জবাব, ‘কৃতির নাম এই কারণে লিস্টে নেই কারণ কৃতির নাম…’ অভিনেত্রী প্রাণপণ চেষ্টা করেন আটকানোর। কিন্চু বরুণ বলেই যান, ‘কৃতির নাম আছে কারও হৃদয়ে’! ব্যস, খোঁচা দিয়ে ভিতরের কথা বের করার এত ভালো সুযোগ কি করণ জোহর ছাড়তে পারেন। জানতে চান, ‘কার হৃদয়ে?’ তাতে বরুণ জবাব দেয়, ‘একটা লোক আছে যে এখন মুম্বইতে নেই, শ্যুট করছে দীপিকা (পাড়ুকোন)-এর সঙ্গে’। শুনে ব্লাশ করতে শুরু করে দেন কৃতি। বলে রাখি, প্রভাস কিন্তু এখন প্রোজেক্ট কে-র শ্যুটিংয়ে ব্যস্ত রণবীর সিং-এর বউয়ের সঙ্গে।

সম্প্রতি কৃতির বলা একটা কথা নিয়েও কিন্তু খুব হইচই হয়েছিল। বলেছিলেন, সুযোগ পেলে তিনি প্রভাসকেই বিয়ে করতে চান। বাব্বা, এখনই এত প্রেম! আদিপুরুষ সিনেমায় প্রভাস-কৃতি ছাড়াও দেখা মিলবে সইফ আলি খান, সানি সিং-কে। ২০২৩ সালের হয়তো সবচেয়ে বড় সিনেমা হবে আদিপুরুষ।

 

বন্ধ করুন