প্রিয়জনকে হারালেন তেলুগু ছবির সুপারস্টার মহেশ বাবু। তাঁর বাবা দক্ষিণী ছবির কিংবদন্তি তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি প্রয়াত। বয়স হয়েছিল ৮০। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর চারটে নাগাদ মারা যান প্রবীণ অভিনেতা।
বিগত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মহেশ বাবুর বাবা। সোমবার হৃদরোগে আক্রান্ত হলে ভোর সাড়ে তিনটে নাগাদ হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পুত্রবধূ নম্রতা শিরোদকরই শ্বশুরকে হাসাপাতালে ভর্তি করান। চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। এরপরই মঙ্গলবার ভোর চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার বাবা।
পাঁচ দশক আগে সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন গাট্টামনানেনি শিবা রামা কৃষ্ণা মূর্তি। ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন। ২০০৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
আরও পড়ুন: চোখে-চোখ, বিচ্ছেদের জল্পনার মাঝে স্ত্রী সানিয়ার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা শোয়েবের
এই বছরের মে মাসেই নিজের ৭৯ তম জন্মদিন পালন করেছেন কৃষ্ণ। রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দেন। পরে সাংসদও হন। রাজীব গান্ধী মৃত্যুর পর রাজনীতি থেকে সরে আসেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার এবং ঘনিষ্ঠ মহলে নেমে এসেছে শোকের ছায়া।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মাতৃবিয়োগ হয়েছে মহেশবাবুর। মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন অভিনেতা। মা মারা যাওয়ার কয়েকমাস আগেই ভাই রমেশকে চিরকালের জন্য হারিয়েছেন মহেশ। এ দিন ভোরবেলা প্রয়াত অভিনেতার বাবা। চলতি বছরটা মহেশবাবুর পরিবারের উপর দিয়ে যেন কঠিন সময় যাচ্ছে। একের পর এক স্বজনবিয়োগ মহেশ বাবুর পরিবারে।