‘শুভ জন্মদিন সানিয়া মির্জা। বিশেষ দিনে তোমার স্বাস্থ্য এবং খুশি থাকার কামনা করি! দিনটা সম্পূর্ণ উপভোগ করো…।’ স্ত্রী সানিয়া মির্জাকে আলিঙ্গন করে শোয়েব মালিক। ছবিতে একে অপরের চোখে চোখ রেখে। ১৫ নভেম্বর, ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পর পরই স্ত্রী সানিয়াকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে এই পোস্ট করেন ক্রিকেট তারকা শোয়েব।
আজ ব্যাডমিন্টন তারকা সানিয়া মির্জার জন্মদিন। মধ্যরাত থাকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে সানিয়াকে নেটমাধ্যমের পাতায় শোয়েব শুভেচ্ছা জানাতেই খানিক হতবাক নেটিজেন।
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদের খবর। তাঁদের সম্পর্ক ভাঙার পিছনে রয়েছে নাকি তৃতীয় ব্যক্তি। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেট তারকা। নিজের দেশেরই মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরকেই নাকি মন দিয়ে ফেলেছেন। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জল্পনা।
আরও পড়ুন: ১১ অভিনেতার খুদে বয়সের ছবি, এঁরা এখন বলিউডের সুপারস্টার, ছবি দেখে চিনতে পারছেন
২০১০ সালে ঘটা করে বিয়ে হয় সানিয়া আর শোয়েবের। এর পর থেকে দুবাইয়ে একসঙ্গে আছেন দু’জন। তাঁদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তাঁরা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে। বিয়ে নাকি ভেঙেই গিয়েছে। তবুও এখনও প্রকাশ্যে আনছেন না শোয়েব-সানিয়া। সানিয়ার বাবা ইমরান বলছেন, তাঁর মেয়ের দাম্পত্য জীবন নিয়ে ভুল তথ্য রটছে।
সানিয়া ও শোয়েব, দুজনেই প্রতিষ্ঠিত। দুজনেই ক্রীড়াজগতে নামকরা তারকা। তবে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দুবাইয়ে নতুন বাড়িতে চলে গিয়েছেন সানিয়া মির্জা সম্প্রতি। এদিকে বিবাহবিচ্ছেদ নিয়ে এখনও দু’জনেই প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি। দু’জনেই ইনস্টাগ্রামে একে-অপরকে ফলো করছেন এখনও। সব মিলিয়ে বিষয়টি কোন দিকে গড়াবে, তা নিয়ে এখনও কিছু ধোঁয়াশা রয়েছে।
এদিকে পাকিস্তানের একটি ওটিটি-র পক্ষ থেকে রবিবারই ঘোষণা করা হয়েছে নতুন এক টক শো-এর। নাম 'The Mirza Malik Show'। এটা একটা টক শো, যেখানে নানা প্রান্ত ও কর্মজগত থেকে তারকারা আসবেন আর তাঁদের হোস্টিংয়ের দায়িত্ব রয়েছেন শোয়েব আর সানিয়ার উপরে। এই শোর প্রোমো শ্যুট হয়েছিল প্রায় ৮ মাস আগে। তখন দুজনের মধ্যে তো কোনও সমস্যাই ছিল না। এখন শোয়েব বা সানিয়া কেউ এই ‘দ্য মির্জা মালিক শো’-র কথা কেউ শেয়ার করেননি নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে।
যদিও সানিয়ার জন্মদিনে শোয়েবের এই পোস্টে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁদের মধ্যে সমস্যা অনেকটাই মিটেছে। আরেক দলের আবার মন্তব্য, ‘এসবই তাহলে পাবলিসিটি স্টান্ট ছিল?’ শোয়েবের পোস্টে সানিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও।