বাংলা নিউজ > বায়োস্কোপ > Video: ইন্ডিয়ান আইডলে হঠাৎই দিদি লতাকে নকল করতে শুরু করলেন আশা ভোঁসলে! তারপর…

Video: ইন্ডিয়ান আইডলে হঠাৎই দিদি লতাকে নকল করতে শুরু করলেন আশা ভোঁসলে! তারপর…

আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর। 

আপাতত ভাইরাল হয়েছে সেই ভিডিও। সকলেরই মনে ধরেছে। 

সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২-র অতিথি বিচারক হিসেবে শ্যুটিং সারলেন আশা ভোঁসলে। আর সেখানেই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে একটা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দিদিকে নকল করতে দেখা গেল আশাকে। যা বেশ উপভোগ করেছিলেন সেটের সবাই। নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়েও ‘ইন্ডিয়ান আইডল ১২’-র মঞ্চে কথা বলেন তিনি। 

এরকমই একটা ঘটনার কথা বলার সময় তাঁকে লতা মঙ্গেশকরের স্টাইলে কথা বলতে শোনা যায়। ১৯৬৬ সালের অন্যতম হিট ছবি ‘তিসরি মঞ্জিল’-এর বিখ্যাত গান ‘আজা আজা মে হু প্যায়র তেরা’র রেকর্ড করার আগে খুব নার্ভাস ছিলেন তিনি। মনে হচ্ছিল রেকর্ডিং-এর সময় ভুলে যেতে পারেন গানের লিরিক্স। সে  সময় রেকর্ডিংয়ে যাওয়ার আগে দিদির ঘরে যান আশা। গায়িকা সে কথা বলতে গিয়ে জানান, ‘‘দিদি আমায় দেখে বলল, ‘কী হল এমন ছটফট করছ কেন?’ আমি উত্তরে বললাম একটা গানের রেকর্ডিং আছে দিদি। জনি না কি হবে! আমার ভয় করছে।’’

এরপরই লতার গলা নকল করে আশা বলেন, ‘আমার কথা শুনে দিদি বলেছিল, তুমি ভুলে যাচ্ছ তুমি ভোঁসলে পরে হয়েছো। আগে তুমি মঙ্গেশকর। যাও সব ভালো হবে!’ 

প্রসঙ্গত, আজ আর কাল সোনি টিভিতে দেখানো হবে আশা ভোঁসলে স্পেশ্যাল এই এপিসোড। রাম গোপাল ভর্মার ছবি ‘রঙ্গিলা’র বিখ্যাত গান ‘রঙ্গিলা রে’ গাইতেও শোনা যাবে তাঁকে। তাঁর সঙ্গে গলা মেলাবেন শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণও।

বন্ধ করুন