দক্ষিণের পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা বিজয় ভার্মা। একদিকে যেখানে বলিউডে নিজের মাটি শক্ত করছেন বিজয়, অন্যদিকে তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে শিরোনামে।
আপাতত আসন্ন ওয়েব সিরিজ ‘কালকুট’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত বিজয়। ওয়েব সিরিজে বিজয় ভার্মা যে চরিত্রে অভিনয় করেছেন তাঁকে তাঁর মায়ের কাছ থেকে বিয়ের চাপ সহ্য করতে হয়েছে। জেনে অবাক হবেন, বাস্তবেও নাকি একই চাপ সহ্য় করতে হয় বিজয়কে। কীভাবে?
সিনেমায় খল চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন বিজয় ভার্মা। শীঘ্রই 'কালকুট'-এ ভিন্ন চরিত্রে দেখা মিলবে অভিনেতার। আসন্ন ওয়েব সিরিজে ভিলেন নয়, নায়কের চরিত্রে দেখা যাবে বিজয়কে। সম্প্রতিক মুক্তিপ্রাপ্ত 'কালকুট'-এর টিজারে বিজয়ের চরিত্রকে তাঁর মা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। অভিনেতার মতে, সিরিজের এই অংশটি তাঁর বাস্তব জীবনের সঙ্গেও যেন মিল রয়েছে। ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই প্রকাশ করেছেন বিজয় ভার্মা। আরও পড়ুন: পরিচালক হিসেবে ডেবিউ সূরজ বরজাতিয়ার ছেলের, প্রথম ছবি ‘দোনো’য় আছেন কারা
সাম্প্রতিক সাক্ষাত্কারে, বিজয় ভার্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বিয়ে করার জন্য পারিবারিক চাপের মুখোমুখি হন কিনা, যার উত্তরে অভিনেতা হ্যাঁ বলেছিলেন। তিনি বলেছেন, ‘আমি মাড়োয়ারি। আমাদের সমাজে ছেলেদের বিয়ের বয়স ধরা হয় ১৬ বছর। সুতরাং, আমার সঙ্গে এসব অনেক আগে থেকেই শুরু হয়েছিল এবং আমার বিবাহযোগ্য বয়স পেরিয়ে যাওয়ায় খুব তাড়াতাড়ি শেষ হচ্ছিল। তাছাড়া আমি ততদিনে একজন অভিনেতা হয়ে গিয়েছিলাম, তাই আমার জীবন থেকেও বিষয়টা অদৃশ্য হয়ে গিয়েছিল’।
পরিবারের থেকে বিয়ের জন্য চাপ আসলেও অভিনেতা বলেছেন, তিনি এইসব কটূক্তি এবং প্রশ্নগুলিকে খুব বেশি গুরুত্ব দেননি। বিজয় ভার্মার কথায়, ‘আমি কখনই এসব খুব বেশি মনোযোগ দিইনি। কারণ আমি জানতাম সামনে এখনও আমার কেরিয়ার রয়েছে, যার কিছুই নিশ্চিত নয়। সেজন্য আমি কখনোই সেদিকে মনোযোগ দেইনি। আমার চোখ বেঁধে রেখে শুধুমাত্র কেরিয়ারের দিকে মনোনিবেশ করেছিলাম’। বিজয় ফাঁস করেছেন, এখন তাঁর কেরিয়ার সেট এবং তিনি তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাই তাঁর মা তাঁকে আবার প্রশ্ন করা শুরু করেছেন।
বিজয় সাক্ষাত্কারে বলেছিলেন, ‘আমার মা এখনও আমাকে জিজ্ঞাসা করে। প্রতিটি ফোন কলে তিনি এখনও জিজ্ঞাসা করেন আমি কবে বিয়ে করছি। কিন্তু বিষয়টা এড়িয়ে যাই কারণ আমি আমার জীবনে ঠিকই এগোচ্ছি’।
'লাস্ট স্টোরিজ-২' বিজয় ভার্মার সঙ্গে কাজ করেছেন অভিনেতা তামান্না ভাটিয়া। তবে শুধু রিল নয়, রিয়েল লাইফেও বিজয় ভার্মার সঙ্গেই প্রেম করছেন তামান্না। প্রসঙ্গত, ‘লাস্ট স্টোরিজ ২’ -এর শুটিং করতে গিয়েই কাছাকাছি আসেন তামান্না ও বিজয়। বেশ কয়েক মাস ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। প্রথমদিকে এবিষয়ে মুখ কুলুপ আঁটলেও সম্প্রতি তাঁরা দুজনেই সম্পর্কের কথা প্রকাশ্যেই খোলসা করেছেন।