বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Anushka: ‘অনুষ্কা এলেই বিরাট গুড বয়’, কোহলির গোপন কথা ফাঁস করলেন এই টিম মেট!

Virat-Anushka: ‘অনুষ্কা এলেই বিরাট গুড বয়’, কোহলির গোপন কথা ফাঁস করলেন এই টিম মেট!

অনুষ্কা আর বিরাট। (ছবি-ইনস্টাগ্রাম) 

অনুষ্কা না থাকলে বিরাট নাকি অন্য মানুষ, আর বউয়ের সামনে আরেকরকম।

বিরাট কোহলি নিজেই বেশ কিছু সাক্ষাৎকারে মেনে নিয়েছেন তাঁর জীবনে স্ত্রী অনুষ্কা শর্মার প্রভাবের কথা। বারবার নিজের মুখেই বলেছেন কীভাবে নায়িকা তাঁকে বদলে দিয়েছেন, সেটাও ভালোর জন্য। তরুণ বয়সে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ থাকা বিরাট এখন অনেক ম্যাচিওর। যদিও তাঁর এক টিমমেট সম্প্রতি ফাঁস করলেন অনুষ্কা এলেই কেমন করে বদলে যায় বিরাট। অনুষ্কা না থাকলে সে অন্য মানুষ, আর বউয়ের সামনে আরেকরকম। 

ভারতীয় ক্রিকেট টিমের সাথে নিজের ১০০তম ম্যাচ খেলছেন বিরাট। বিরাটের আন্ডার ১৯ ও দিল্লি টিমের সদস্য প্রদীপ সঙ্গওয়ান তাঁদের বন্ধুত্ব ও বিরাটের কেরিয়ার নিয়ে কলম ধরেন সম্প্রতি। সঙ্গে লেখেন কীভাবে বিরাট বদলে গিয়েছে!

Indian Express-এর হয়ে প্রদীপ লেখেন, ‘আমার সাথে এই ক'দিন আগে একটা অনুষ্ঠানে ওর দেখা হয়েছিল। আমি তো ভেবেছিলাম ও বদলে গেছে। কিন্তু যেই অনুষ্কা ওকে ছেড়ে ঘরের অন্যদিকে যায়, ভাই নিজের ফর্মে ফিরে আসে। আর যেই ওর বউ চলে আসে, ভাইও ভালো ছেলে হয়ে যায়। যেই অনুষ্কা উঠে কারও সাথে দেখা করতে যায়, ওমনি সেই পুরনো দিল্লি বয় বেরিয়ে আসে ওর ভিতর থেকে।’

বিরুষ্কা।
বিরুষ্কা। (AP)

২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন দুজনে। সম্প্রতি বিরাট এক সাক্ষাৎকারে বলেন, ‘অনুষ্কার মতো জীবনসঙ্গী পাওয়ায় আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার কাছে শক্তির একটা স্তম্ভ অনুষ্কা। জানি লোকে আলোচনা করে, তবে হ্যাঁ অনুষ্কা আমার জীবনে আসার পর আমি অনের বদলে গিয়েছি। তবে সেটা ভালোর জন্য।’

বন্ধ করুন