আরআরআর ছবিটি নিয়ে চর্চার অন্ত নেই। তার মধ্যে আবার অস্কার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সেখানে ভারতের নাম উজ্জ্বল করে আছে এই ছবি। ফলে এমন অবস্থায় এই ছবি যে প্রচারের আলোয় থাকবে সে তো বলাই বাহুল্য। কিন্তু তাই বলে এই ছবি নিয়ে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খোঁচা দেবেন ভারতের বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শংকর, সেটা বোধহয় কেউ ভাবেননি!
রাইসিনা ডায়লগ ২০২৩ চলাকালীন প্রাক স্বাধীনতা সময়ের কথা মনে করে টনি ব্লেয়ার, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে মশকরা করলেন এস জয়শংকর। তিনি তাঁর উদ্দেশ্যে বলেন, 'আমি এই বেলা জানিয়ে রাখি, ছবিতে কিন্তু আপনাদের ভালো মানুষ হিসেবে দেখানো হয়নি!' উনি এই কথা বলার পরই উপস্থিত দর্শকরা উচ্চস্বরে হেসে ওঠেন।
এই অনুষ্ঠানে তিনি লিডারশিপ ইন দ্য এজ অব আনসার্টেনিটি বিষয় নিয়ে টনি ব্লেয়ার এবং ইংল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে আলোচনা করছিলেন। সেখানেই যখন এস জয়শংকরকে জিজ্ঞেস করা হয় যে ভারতের ইকোনমি ইংল্যান্ডের থেকে বড় কিনা তখন তিনি বলেন, 'আমি এটাকে রিব্যালেন্স করা বলব। অতীতে ভারতের অবস্থা খারাপ ছিল। এখন সে তরতর করে এগিয়ে চলেছে যা অনেক দেশ, সভ্যতা করতে পারছে না।'
তিনি এখানেই আরআরআর ছবির প্রসঙ্গে বলেন, 'ভারতে ইংল্যান্ডের সম্পর্কটা বেশ জটিল। আর ভারতের গত বছরের সব থেকে জনপ্রিয় ছবি হল আরআরআর, আর এখানে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের কথা দেখানো হয়েছে। এই বিষয়ে বলে রাখি এই ছবিতে কিন্তু আপনাদের মোটেই ভালো মানুষ হিসেবে দেখানো হয়নি।'
জয়শংকর এমন মন্তব্য করার পর কেভিন পিটারসেনও তাঁর সঙ্গে মশকরায় যোগ দেন। বলেন, 'আমি এখানে দক্ষিণ আফ্রিকান হিসেবে বসতে পারি?'