বাংলা নিউজ > টুকিটাকি > Blood Test for Bipolar Disorder: রক্তপরীক্ষাতেই ধরা যাবে মনের কথা! মানসিক স্বাস্থ্য নিয়ে বড় আবিষ্কার বিজ্ঞানীদের
পরবর্তী খবর

Blood Test for Bipolar Disorder: রক্তপরীক্ষাতেই ধরা যাবে মনের কথা! মানসিক স্বাস্থ্য নিয়ে বড় আবিষ্কার বিজ্ঞানীদের

রক্তপরীক্ষা ধরে দেবে মনের হাল

Blood Test for Bipolar Disorder: রক্তপরীক্ষায় ধরে দিতে পারবে মানসিক স্বাস্থ্যের হাল। কীভাবে? জেনে নিন। 

সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেরই ধারণা পরিষ্কার হয়েছে। এখন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যার জন্য চিকিৎসকদের কাছে অনেকেই দ্রুত হাজির হন। কিন্তু এর পরেও একটি সমস্যা থেকেই যায়। সেটি হল, সঠিক রোগ নির্ণয়। আর এই সমস্যাই এবার সহজ করে দিতে পারে একটি রক্তপরীক্ষা।

(আরও পড়ুন: ক্লাসের ফাঁকে ফাঁকে খাবার খেতে পারবে পড়ুয়ারা, কেন এমন ছাড় মহারাষ্ট্রে)

মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সঠিক ভাবে নির্ণয় করা গেলে, তার চিকিৎসাও অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায়। কিন্তু দেখা গিয়েছে, অনেকেই সঠিক ভাবে চিকিৎসকদের কাছে নিজেদের সমস্যাগুলি বুঝিয়ে বলতে পারেন না। এটি বিশেষ করে প্রযোজ্য বাইপোলার ডিসঅর্ডারের মতো অসুখের ক্ষেত্রে। এই অসুখের সঙ্গে অনেকেই ডিপ্রেশন বা অবসাদকে গুলিয়ে ফেলেন।

(আরও পড়ুন: হার্ট ভালো রাখে হেঁশেলের এই মশলা! ডায়বিটিসও কমবে তরতরিয়ে)

কেন এই সংশয়? বিশেষজ্ঞরা বলছেন, বাইপোলার ডিসঅর্ডারের মতো অসুখের ক্ষেত্রে কখনও আক্রান্ত অবসাদে ভোগেন, কখনও আবার অতি উদ্যমী হয়ে পড়েন। এই দ্বিমেরুর মানসিকতা দেখা যায় তাঁদের ক্ষেত্রে। কিন্তু চিকিৎসকের কাছে সমস্যার কথা বলার সময়ে তাঁদের অনেকেই এই অতি উদ্যমী মানসিকতার কথা বলতে ভুলে যান। ফলে তাঁদের অবসাদের চিকিৎসা চলে। যেখানে তাঁদের বাইপোলার ডিসঅর্ডারের ওষুধ দেওয়ার কথা ছিল, সেখানে ডিপ্রেশনের ওষুধ দেওয়া হয়। এর ফলও হয় মারাত্মক। মানসিক স্বাস্থ্যের আরও অবণতি হতে থাকে।

(আরও পড়ুন: এই মিষ্টি ফলের রস খেলেই নাকি কমবে ডায়াবিটিস! কী বলছে বিজ্ঞান)

এই সমস্যা থেকেই মুক্তি দিতে পারে তুন আবিষ্কার। কী ধরনের পরীক্ষার কথা এখানে বলছেন চিকিৎসকরা? সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক একটি বিশেষ ধরনের রক্তপরীক্ষার কথা বলেছেন। তাঁরা দেখিয়েছেন, এই পরীক্ষায় বাইপোলার ডিসঅর্ডারের মতো অসুখ সহজেই ধরা যায়। তবে তার সঠিক মূল্যায়নের হার এখনও ৩০ শতাংশ। এর পরে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যায় বাইপোলার ডিসঅর্ডারের মতো অসুখের ক্ষেত্রে।

(আরও পড়ুন: সাবধান! মাঝে মধ্যেই কথা গুলিয়ে যাচ্ছে? এই রোগে আক্রান্ত হলে মারাত্মক বিপদ)

তবে এই পরীক্ষা এখনও গবেষণার স্তরেই রয়েছে। আগামী দিনে এই বিষয়ে আরও উন্নতি হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে খুব সহজেই নির্ণয় করা যাবে এই ধরনের অসুখ। এবং এর চিকিৎসাও সহজেই করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

চাঁদা তুলে পুজোয় বিশ্বাসী নন, নিজের পুজোয় ঢাকি হয়ে ধরা দিলেন গায়ক অভিজিৎ অদ্ভূত বোলিং! কেয়ার যাদবকে নকল করতে গিয়ে ফুল ফ্লপ রিয়ান! নো বল দিলেন আম্পায়ার… আর ৭ দিন পরেই শুক্রের ঘরে প্রবেশ রাজার, ৫ রাশির হবে বাম্পার লাভ, সম্পর্ক হবে দৃঢ় শুধু লাভের জন্য ব্যবসা করেননি, রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য সৌরভ সহ অন্যান্যদের ‘‌অপরাধ করলে যথাযথ শাস্তি হোক’‌, থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক দাবি করলেন কুণাল TRP: ছক্কা রাঙামতি তীরন্দাজের, নম্বর বাড়ল অনুরাগের ছোঁয়ার, কথা-ফুলকি কত নম্বরে? ৩.২ কোটি গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রি করে স্টার হেলথ? মুখ খুলল সংস্থা টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক ‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.