বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes collection: কাজ সেরে বাড়ি ফিরছেন? মেজাজ ভালো করুন দুই মিনিটে, রইল দিনের সেরা ৫ জোকস

Bangla Jokes collection: কাজ সেরে বাড়ি ফিরছেন? মেজাজ ভালো করুন দুই মিনিটে, রইল দিনের সেরা ৫ জোকস

মেজাজ ভালো করুন দুই মিনিটে, রইল দিনের সেরা ৫ জোকস (Freepik)

Bangla Jokes collection: অফিস থেকে বাড়ি ফিরছেন? মেজাজ ভালো হবে দুই মিনিটে। পড়ে নিন আজকের সেরা পাঁচ জোকস।

১। কেষ্ট: দাদা, এই রাস্তাটা কোথায় গেছে?

বিষ্টু: কেন! কোথাও যায়নি তো!

কেষ্ট: কেন মস্করা করছেন দাদা? সত্যি করে বলুন না!

বিষ্টু: মস্করা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।

(আরও পড়ুন: উফ কী গরম! তার মধ্যেও মন থাক চাঙ্গা, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। অসীম: হ্যাঁ রে, তোর বাড়ির সবাই কি তোর মতো কৃপণ?

বিশাল: ঠিক কৃপণ না রে, একটু হিসেবি বলাই ভালো।

অসীম: কেমন হিসেবি?

বিশাল: যেমন ধর, আমার কাকা গত পরশু বাসের সিটে একটা কাশির সিরাপ কুড়িয়ে পেয়েছিলেন। অমন দামি ওষুধটা তো নষ্ট করা যায় না। তাই কাল রাতভর বৃষ্টিতে ভিজলেন। আজ সকাল থেকে কাশি শুরু , ওষুধটা এখন কাজে লাগছে।

(আরও পড়ুন: সকাল সকাল ছুটুক হাসির ফোয়ারা! সপ্তাহের প্রথম কাজের দিনে পড়ুন সেরা ৫ জোকস)

৩। তপন: কি রে স্বপন, বৃষ্টির মধ্যে কী করছিস?

স্বপন: বাগানে জল দিচ্ছি! তুই কী করছিস?

তপন: গাছের আম পাকা কি না দেখতে গাছে উঠেছি।

স্বপন: ধুর, নেমে ঢিল দিয়ে দেখ আম পাড়া যায় কি না!

(আরও পড়ুন: রবিবার সকালটা কাটুক হাসিমজায়! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। প্রীতম তার প্রেমিকা তৃষার সঙ্গে ডেটিংয়ে গিয়েছে-

তৃষা: আমি আমার পার্সটা ভুল করে বাড়িতে ফেলে এসেছি।

প্রীতম: তাতে সমস্যা কী?

তিশা: কিন্তু এখনই আমার দুই হাজার টাকা দরকার।

প্রীতম: কোনও সমস্যা নেই, আমি আছি না! এই নাও ২০ টাকা। এটা দিয়ে রিকশায় করে বাড়ি গিয়ে পার্সটা নিয়ে এসো!

(আরও পড়ুন: ছুটির দিনে সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস! জন্মাষ্টমীর দিনটি হোক মজাদার)

৫। মন্টুর বউ: সারক্ষণ তো খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ। কোনও কাজই করো না। ঘরের কোন কাজে আসো তুমি?

মন্টু: বলো কী? আমি না থাকলে ঘর মোছার গেঞ্জিটা কোথা থেকে আসত শুনি?

বন্ধ করুন