১। এক চিকিৎসক খুব ভুলো মনের। বিয়ের দিন পুরোহিত মন্ত্র পড়তে পড়তে ওঁর হাতে স্ত্রীর হাত তুলে দিলেন।
চিকিৎসক স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন, ‘খুব উত্তেজিত মহিলা তো।’ তারপর বললেন, ‘জিভ দেখি।’
(আরও পড়ুন: সাত সকালেই পেটফাটা হাসি চান? তাহলে তো পড়তেই হবে দিনের সেরা ৫ জোকস)
২। স্ত্রী: কী ব্যাপার, আয়নার সামনে অত ক্ষণ ধরে দাঁড়িয়ে কী দেখছ?
ভুলোমনা স্বামী: এই ভদ্রলোককে খুব চেনা চেনা ঠেকছে, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না।
(আরও পড়ুন: আজ আকাশের মুখ ভার! তবে আপনার মুখ থাকুক হাসিতে উজ্জ্বল, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৩। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন এক নেতা, ‘আমি যদি নির্বাচিত হই, এই গ্রামে ব্রিজ বানিয়ে দেব।’
পিছন থেকে একজন বলে উঠল, ‘স্যর, এই গ্রামে তো কোনও নদী নেই। ব্রিজ করবেন কীভাবে?’
নেতা আমতা আমতা করে বললেন, ‘ইয়ে মানে… প্রথমে নদী খনন করব। এর পরে নদীরর উপর ব্রিজ বানাব।’
(আরও পড়ুন: ছুটির দিনে সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস! জন্মাষ্টমীর দিনটি হোক মজাদার)
৪। মা: মাত্র একটা মোজা পরেছো যে? আর একটা নির্ঘাৎ হারিয়েছো?
ছেলে: না মা, হারাবো কেন? মাত্র একটাই খুঁজে পেয়েছি।
(আরও পড়ুন: রবিবার সকালটা কাটুক হাসিমজায়! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। দুই বন্ধু ক্লাসের ফাঁকে ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর কথা বলছে-
১ম বন্ধু: চার মাস আগে আমার মা মারা যান এবং মৃত্যুর সময় তিনি আমার জন্য দুই লাখ টাকা রেখে যান।
২য় বন্ধু: খুবই খারাপ খবর। আমি খুবই দুঃখিত।
১ম বন্ধু: এর পরের মাসে আমার বাবা মারা যান। মৃত্যুর সময় তিনিও রেখে যান তিন লাখ টাকা।
২য় বন্ধু: কী আশ্চর্য! পর পর দুই মাসে তুমি তোমার মা-বাবাকে হারিয়েছ! কীভাবে সহ্য করলে তুমি? আমি হলে তো শোকেই মারা যেতাম।
১ম বন্ধু: গত মাসে আমার সবচেয়ে প্রিয় কাকা মারা গিয়েছেন। তিনি আমার জন্য রেখে গিয়েছেন পাঁচ লাখ টাকা।
২য় বন্ধু: ওহ! নাহ, আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। একটা লোক কীভাবে এতগুলো কাছের আত্মীয়ের মৃত্যু সহ্য করতে পারে! আমি এত শক্ত লোক খুব বেশি দেখিনি। তোমার নিশ্চয়ই এখন খুব একা একা লাগছে। খুব খারাপ লাগছে।
১ম বন্ধু: খুবই খারাপ লাগছে। এই মাসে এখনেও কেউ মারা গেল না।